ব্যবসার কিছু আইডিয়া, একবার শুরু করেই দেখুন! পুঁজি লাগবেই না

Start Up Business

নিজস্ব প্রতিবেদনঃ বাড়তি আয় করতে কেই বা না চায়! তাও যদি আবার সেটি করা যায় বিনা পুঁজিতে (Low Investment), তাহলে তো আর কোন কথাই নেই। তবে এবারে সেই সকল ব্যবসা প্রেমী পাঠকদের জন্য আজকের প্রতিবেদনে থাকছে কিছু Start Up Business Tips! চলুন তবে আর দেরী না করে দেখে নেয়া যাক আজকের এই প্রতিবেদন।

Top Start Up Business Ideas to Introduce

কথায় আছে ব্যাবসা একবার দাঁড়িয়ে গেলে আর ফিরে তাকাতে হয়না। প্রতি মাসে ঘরে আসে রাশি রাশি টাকা। তবে, কম টাকা ইনভেস্ট করে ভালো ব্যাবসা কিভাবে দাঁড় করানো যাবে, তা নিয়ে ধন্দে ভোগেন অনেকেই। আজ এই প্রতিবেদনে সেরা দশ বিজনেস আইডিয়া দেওয়া হল। যারা ব্যাবসা শুরু করবেন বলে ভাবছেন, তাঁরা আশা করি উপকার পাবেন।

১) ফাস্ট ফুড সেন্টার:
খাদ্যরসিক বাঙালির জন্য ফাস্টফুডের বিকল্প নেই। আজকাল ফাস্ট ফুড সেন্টারের ব্যাবসা তাই রমরমা। আপনি যদি নতুন ব্যাবসা শুরু করতে চান তবে লিস্টের প্রথমেই থাকুক ফাস্ট ফুড সেন্টার।

২) গ্রাফিক্স ডিজাইনিং:
এই ব্যবসাটি Start Up Business হিসেবে বর্তমানে বেশ লাভজনক একটি ব্যাবসা। ঘরে বসেই এই ব্যাবসা শুরু করতে পারেন। আবার কোনো কোম্পানির হয়েও কাজ করতে পারবেন।

৩) এফিলিয়েট মার্কেটিং:
এফিলিয়েট মার্কেটিং বর্তমানে একটি উঠতি ব্যাবসা। আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকলে কোনো কোম্পানির প্রডাক্ট যদি আপনি রিভিউ করেন তবে হাতে পাবেন একটি ভালো অঙ্কের কমিশন।

৪) ইলেকট্রনিক্স মেরামতি:
কারোরউ কম্পিউটার বা ল্যাপটপ বা ইলেকট্রনিক্স মেরামতির ব্যবসায় আজকাল ভালোই লাভ। বাড়িতে বসে বা ছোটো স্টোরে এই ব্যাবসা শুরু করা যায়। তবে কাজটি আগে শিখে নিতে হবে।

৫) নার্সারি:
গাছপালা, সার, ও আনুষঙ্গিক বিক্রয় একটি ভালো ব্যাবসা। এতে লাভ যেমন আছে তেমনই এতে মনও থাকে ফুরফুরে, সতেজ। অল্প জায়গায় শুরু করতে পারেন এই ব্যাবসা।

৬) স্টক মার্কেটিং:
স্টক বা শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো জ্ঞান বা পড়াশোনা থাকলে এই ব্যাবসা কিন্তু বেশ লাভজনক। আপনার অভিজ্ঞতা যত বেশি আপনিও লাভ করতে পারেন তত বেশি।

৭) ফ্রিল্যান্সিং:
বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি কাজ হলো ফ্রিল্যান্সিং। আপনি যদি লিখতে পারেন, ডিজাইন করতে পারেন অথবা অন্য কোনো কাজে পারদর্শী হন, তবে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করতে পারেন। এক্ষেত্রে যেটা প্রয়োজন তা হল আপনার দক্ষতা।

আরও পড়ুন, মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা! লাখ টাকা আয় এখন স্বপ্ন নয়, বাস্তব সত্যি

৮) টিফিন সেন্টার:
টিফিন বা স্ন্যাকস সেন্টার একটি ভালো ব্যবসার উদাহরণ। এতে পুঁজি কম লাগে ঠিকই তবে লাভ কিন্তু ভালো আসে। তাই শুরু করতেই পারেন এই ব্যাবসাটি।

৯) হোম ডেলিভারি:
হোম ডেলিভারির বিজনেস একটি লাভজনক বিজনেস। আপনি যদি রান্না করতে ভালোবাসেন আর সেটা ঘরে ঘরে পৌছে দিতে পারেন, তবে মাসে একটি ভালো ইনকামের সোর্স হতে পারে এটি।
১০) অনলাইন কোর্স:
ঘরে বসে বিভিন্ন কোর্স করিয়ে টাকা উপার্জন করতে পারেন। আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়কেই কাজে লাগাতে পারেন। ঠিকভাবে পরিশ্রম এর থেকে ভালো উপার্জন করা সম্ভব। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। জুড়ে থাকুন, পাশের WhatsApp বাটনে ক্লিক করে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল