নিজস্ব প্রতিবেদনঃ কেন্দ্রীয় সরকারের তরফে পাঁচটি আর্থিক প্রকল্প (Money Investment Scheme) এর ব্যবস্থা করা হয়েছে জনসাধারণের জন্য। এখানে টাকা জমালে কয়েকদিনের মধ্যেই তার দ্বিগুণ রিটার্ন পাবেন হাতে হাতে। অর্থ রোজগার করার পাশাপাশি তার বিনিয়োগ করা একান্ত গুরুত্বপূর্ণ। আবার বিনিয়োগ করার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখাও প্রয়োজন।
Money Investment Scheme to Invest for better benefits
সঠিক পথে বিনিয়োগ করলে যেমন অর্থ দ্বিগুণ হয়, তেমনই বিনিয়োগে ভুল হলে টাকার লোকসান হয়। টাকার বিনিয়োগে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের বেশ কিছু স্কিম বাজারে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কিছু স্কিম আনা হয়েছে, যেখানে টাকা জমালে তা কিছুদিনের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু স্কিমের বিষয়ে আলোচনা করা হল।
১) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট:–
সরকারি যোজনাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে টাকা জমালে তা ১০.৫৮ বছরে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া প্রতি বছর ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয় এই যোজনায়।
২) সুকন্যা সমৃদ্ধি যোজনা:-
কেন্দ্রীয় সরকারের একটি নামকরা যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। নিজের কন্যা সন্তানের জন্য এই স্কিমে টাকা জমানো যায়। এই যোজনায় প্রত্যেক বছর ৮ শতাংশ হারে সুদ মেলে। টাকা দ্বিগুণ হয় ১৫ বছরে।
৩) কিষাণ বিকাশ পত্র:-
কেন্দ্রীয় সরকারের বেশ গুরুত্বপূর্ণ একটি স্কিম কিষাণ বিকাশ যোজনা। এই যোজনায় প্রতি বছর সুদ মেলে ৭.৫ শতাংশ হারে। আর টাকা দ্বিগুণ হতে সময় লাগে প্রায় ১০ বছর তিন মাস।
৪) পাবলিক প্রভিডেন্ট ফান্ড:-
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড টাকা জমানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে টাকা জমালে প্রায় দশ বছরের মাথায় তা দ্বিগুণ হয়ে যায়। পাশাপাশি, ৭.১ শতাংশ সুদ মেলে প্রতি বছর।
আরও পড়ুন,
পোস্ট অফিসে প্যান আধার লিঙ্ক কীভাবে করবেন, বাড়ছে সময়সীমা! দেখে রাখুন।
৫) ফিক্সড ডিপোজিট:-
ফিক্সড ডিপোজিট হল টাকা দ্বিগুণ করার অন্যতম পরিচিত মাধ্যম। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করেছে। ফলে ফিক্সড ডিপোজিটের দ্বারা টাকা দ্বিগুণ করার সম্ভাবনা বেড়েছে। ফিক্সড ডিপোজিটে সুদ মেলে প্রায় ৬ শতাংশ। আর টাকা দ্বিগুণ হয় অন্ততঃ ১২ বছরে। তাহলে আর দেরি কেন। নিজের অর্জিত অর্থকে বিনিয়োগ করে তা দ্বিগুণ করে নিন কয়েক বছরের মধ্যেই।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন