নিজস্ব প্রতিবেদনঃ ফেব্রুয়ারী মাসে (Govt Holiday) একটি ছুটি পাবেন না সরকারি কর্মীরা। তবে থাকছে টানা ২ দিন এবং টানা ৩ দিনের ছুটি, সাথেই মাননীয়া মুখ্যমন্ত্রীর নতুন বার্তার আপডেট। জেনে নিন।
রাজ্যের সরকারি কর্মীদের জন্য এই বছরের ছুটির তালিকা (List of Govt Holiday 2024) প্রকাশিত হয়েছে অনেক আগেই। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে ফেব্রুয়ারী মাসের ছুটি সম্পর্কে কয়েকটি আপডেট। সম্প্রতি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর একটি বক্তৃতায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ এবং নানা রকমের ছুটি প্রাপ্তির কথা জানিয়ে দেন। বিস্তারিত জেনে নেয়া যাক।
Govt Holiday and DA in West Bengal
রাজ্যের মাননীয়া উল্লেখ করেছেন যে, রাজ্য সরকারি কর্মীদের কোথাও কিছু বাকি নেই। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দেওয়া হচ্ছে প্রতি বছর ৪ শতাংশ করে। আলাদা করে পে-কমিশন তৈরি করেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও রাজ্যের সরকারি কর্মীদের সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবার কথাও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গই হলো একমাত্র রাজ্য, যে রাজ্যে সরকারি কর্মীদের রিটায়ারমেন্ট করার পর পেনশন মেলে। এবারে আসা যাক সরকারি ছুটির (Govt Holiday) বিষয়ে তিনি যা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বড়দিনে ছুটি মেলে। মতুয়া ঠাকুরের উৎসবের দিনেও রয়েছে ছুটি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া হয় রাজ্যে। ঈদ পালন উপলক্ষ্যেও দুই দিনের ছুটি রয়েছে সরকারি ছুটির তালিকায়। গুরু গোবিন্দ সিং এর জন্মদিনেও সেকশনাল হলিডে দেওয়া হয়। করম পূজো থেকে শুরু করে প্রায় সমস্ত পরবেই রাজ্যে থাকে সার্বজনীন ছুটি। এবারে রাজ্যের সরকারি কর্মীদের এই ফেব্রুয়ারী মাসে টানা ২ দিনের এবং টানা ৩ দিনের ছুটি প্রসঙ্গে জেনে নেয়া যাক।
ফেব্রুয়ারী মাসের সরকারি ছুটির দিন গুলি
ফেব্রুয়ারী মাসে ছুটি হিসেবে রয়েছে সাপ্তাহিক ছুটি ৪ টি রবিবার যথাক্রমে ৪, ১১, ১৮, ২৫ তারিখ। এছাড়া যে সকল রাজ্য সরকারি অফিসে শনিবারের দিন ছুটি থাকে, তাঁদের ছুটির দিন হচ্ছে শনিবারগুলি যথাক্রমে ৩, ১০, ১৭, ২৪ তারিখ।
এবারে অন্যান্য ছুটি গুলি জেনে নেয়া যাক। আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারী তারিখে রয়েছে সরস্বতী পূজা উপলক্ষ্যে টানা ২ দিনের ছুটি। ঐ ২ দিন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে ছুটি। এই ১৪ তারিখে আরও একটি ছুটি একই সাথে পড়েছে। সেটি হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা এর জন্মদিন। এই ২ টি ছুটি একই সাথে পড়ে যাবার কারণে রাজ্যের সরকারি কর্মীদের এই উপলক্ষ্য আর আলাদা ছুটি মিলবে না।
এছাড়া ফেব্রুয়ারী মাসে আগামী ২৬ তারিখে রয়েছে আরও একটি ছুটি। সেটি হচ্ছে সব-ই-বরাত উপলক্ষ্যে ছুটি। ঐ তারিখে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে ছুটি। দিনটি হচ্ছে সোমবার। একই সাথে যাদের কর্মস্থল শনিবার এবনফ রবিবার ছুটি থাকে, তাঁদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে একটানা ৩ দিনের ছুটি কাটানোর জন্য।
অর্থাৎ, আগামী ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ শনিবার থেকে শুরু করে আগামী ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ সোমবার পর্যন্ত একটানা ৩ দিন ছুটির সুযোগ রয়েছে তাঁদের। অপরদিকে রাজ্যের সরকারি কর্মীরা তাঁদের বকেয়া ডিএ এর দাবীতে কোলাকাতায় আন্দোলন করে চলেছেন মাসের পর মাস ধরে।
- দেখুন, সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা –
WB Govt Holiday List 2024 for West Bengal Government Employees. Download PDF
কারণ কেন্দ্রের ডিএ এর তুলনায় রাজ্যের ডিএ প্রাপ্তির পার্থক্য রয়েছে এখনো ৩৬ শতাংশ। কেন্দ্রের তুলনায় ডিএ দেবার তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে শেষের দিকেই। ভোটের আগে কী রাজ্য সরকারি কর্মীদের মিলতে পারে আরও কোন সুখবর! আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন