পশ্চিমবঙ্গে সরকারি ছুটি টানা ৩ দিন! সেপ্টেম্বরে নবান্নের বিজ্ঞপ্তি দেখে নিন।

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বরে আবার নতুন করে সরকারি ছুটির ঘোষণা করে দিন নবান্ন! ১২ সেপ্টেম্বরে প্রকাশিত হল সরকারি বিজ্ঞপ্তি। কারা কারা পাচ্ছেন এই ছুটি, সরকারি অফিস থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে কি ছুটি! আজকের বিজ্ঞপ্তিতে যা যা স্পষ্ট করে দিলো নবান্ন, তা একে একে দেখে নেয়া যাক আজকের এই প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের পরপর ৩ দিনের সরকারি ছুটি! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে Govt Employees -দের জন্য নতুন এই  খুশীর খবর। তবে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও কী থাকছে এই ছুটি- আজকের প্রতিবেদনে তা সরকারি অর্ডার সহ জেনে নিন।

প্রতি বছরই সরকারি ছুটির তালিকা প্রকাশ করে নবান্ন। তবে এই ছুটির তালিকা নবান্নের তরফ থেকে বছর শুরুর আগেই প্রকাশ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই ২০২৩ সালের Govt Holiday List -নবান্ন থেকে প্রকাশ করা হয়েছিল গত ২১ অক্টোবর, ২০২২ তারিখেই। সেক্ষেত্রে ‘করম পূজা’ উপলক্ষ্যে যে ছুটির কথা বলা হয়েছিল তা হল যে এই ছুটি পরবর্তীতে ঘোষণা করা হবে। নিচের ছবিতে তা দেওয়া হল।

করম পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

করম পূজা উপলক্ষ্যে রাজ্যের সরকারি ছুটি

এই লিস্ট-III এর ছুটি বলতে যা বোঝায় তা জেনে নেয়া যাক। এক্ষেত্রে রাজ্যের মাননীয় গভর্নর এই ঘোষণা করতে পেরে আনন্দিত হন যে, তালিকা-III এ উল্লিখিত দিনগুলি 2023 সালের বিভিন্ন সম্প্রদায়ের কর্মচারীদের জন্য বিভাগীয় ছুটির দিন হিসাবে পালন করা যেতে পারে। তবে এই ছুটি এবার থেকে সার্বজনীন করে দেওয়া হয়েছে। এর ফলে এবার থেকে এই করম পূজার ছুটি পাবেন রাজ্যের সকল সরকারি কর্মীরাই।

এই করম পূজার ছুটির কথা গত ২ আগস্ট, বুধবার ঘোষণা করেছিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত দিনে নবান্ন থেকে দু’‌দিন নতুন ছুটির ঘোষণা করেন তিনি। আর এখান থেকেই তাৎপর্যপূর্ণভাবে সব ধর্ম সমন্বয়ের বার্তা দেন তিনি। সেক্ষেত্রে রাজ্যে এই নতুন ছুটি হিসেবে করম পূজা এবং সবে বরাত এর ছুটি ঘোষণা করেন তিনি। সব সংস্কারের মানুষের জন্যই তাঁর সরকার কাজ করে যাবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। সেদিন ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌

উক্ত তারিখে ছুটি ঘোষণা করতেই খুশির হাওয়া বয়ে যায় রাজ্যের মানুষের মধ্যে এবং রাজ্যের Govt Employees -দের মনে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া তথ্যানুসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে থাকত। নির্দিষ্ট একটি শ্রেণির মানুষ ছুটি পেতেন তাদের নিজ নিজ পর্বের উদযাপন করার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরেই দু’‌দিনের পূর্ণাঙ্গ ছুটি দেওয়ার দাবি উঠছিল অনেকের পক্ষ থেকেই। এবার থেকে ওই দু’‌দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল’।

রাজ্যের সমস্ত উৎসবকে সমান গুরুত্ব এবং সম্মান দিয়ে যেমন এখানে দুর্গাপুজো এবং ইদে ছুটি পায় সব সম্প্রদায়ের মানুষজন। রঘুনাথ মুর্মু থেকে শুরু করে পঞ্চানন বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি দেওয়া হয় রাজ্যে। তবে এই বিষয়ে উক্ত দিনে কোন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে নি নবান্ন। এবারে সরাসরি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এতে স্পষ্ট ভাবেই আগের “4331 – F(P2)” নম্বরের সরকারি বিজ্ঞপ্তি যা বিগত ২১ অক্টোবর তারিখে প্রকাশিত হয়েছিল, তার সংশোধন করা হল। নতুন সংশোধিত বিজ্ঞপ্তির নম্বর হল – “5263 – F(P2)” যার কপি নিচে দেওয়া হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি ছুটি অর্ডার

পরপর ৩ দিন সরকারি ছুটি, দিন তারিখ দেখুন।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এবারে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সেক্ষেত্রে আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে রাজ্যে “Karam Puja” -উপলক্ষ্যে রাজ্যের স্টেট গভঃ অফিস থেকে শুরু করে লোকাল বডিস, স্ট্যাটুইটারি বডিস, বোর্ড, পুরসভা, সরকার নিয়ন্ত্রিত সমস্ত ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে। এছাড়া রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ যেখানে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে থাকে, সেগুলিতেও এই ছুটি কার্যকর থাকবে। সরকারি ক্ষেত্রে শনিবারে সরকারি অফিসে যাদের ছুটি থাকে, তারা আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার থেকে ২৫ সেপ্টেম্বর, সোমবার পর্যন্ত একটানা ৩ দিনের সরকারি ছুটি পেয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ হলে, তা জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলি।

পরিশেষে বলে রাখি, রাজ্যের সকল মানুষের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুলি পালনের মধ্যে দিনে সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ আরও কঠোর হয়ে উঠুক। রাজ্যের সরকারি ছুটি থেকে শুরু করে সরকারি প্রকল্প, শিক্ষা, স্কলারশিপ, আর্থিক বিনিয়োগ ইত্যাদি নানা বিষয়ের আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।