রাজ্য সরকারি উদ্যোগ, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য স্টাডি সেন্টার! সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার

নিজস্ব প্রতিবেদনঃ রাজ্য সরকারের অভিনব এক উদ্যোগ, ২০১৪ সালে শুরু হয়েছে এই সুবিধা! তবে প্রত্যেক পড়ুয়া পাবেন না এই সুবিধা। সিভিল সার্ভিস স্টাডি সেন্টার (IAS IPS Training in WB) এর থেকে ট্রেনিং নিতে পারবেন কারা, কতজনের জন্য মিলবে এই সুবিধা, কোলকাতার কোথায় রয়েছে এই স্টাডি সেন্টার, সবটা জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।

আইএএস ও আইপিএস (IAS-IPS) হওয়ার স্বপ্ন অনেকের বুকেই রয়েছে। কিন্তু নিজের জেলা ছেড়ে দূরে গিয়ে কোচিং নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তাঁদের জন্য এবার রয়েছে সুখবর। আপনারা এবার থেকে নিজের জেলাতেই নিতে পারবেন সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং (IAS IPS Training in WB)। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ‘সিভিল সার্ভিস ডিস্ট্রিক্ট স্টাডি কোচিং সেন্টার’ তথা SNTCSSC – Satyendranath Tagore Civil Services Study Centre. এর জন্য আপনাকে দিল্লী, মুম্বাই তো দূর কলকাতাতেও যেতে হবে না। রাজ্য সরকার এবার ২৬ টি জেলায় শুরু করেছে এই কোচিং সেন্টার।

‘সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’ -এর তরফ থেকে এবার জেলায় জেলায় শুরু করা হয়েছে এই কোচিং সেন্টার। তবে প্রত্যেকটি কোচিং সেন্টারে কেবলমাত্র ৫০ জন করেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগ নিয়ে চালু করা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র। এই স্টাডি সেন্টারগুলির দেখাশোনা করবে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর। আসলে ইচ্ছে থাকলেও সিভিল সার্ভিস পড়ার কোচিং সেন্টারগুলি এতটাই খরচ বহুল আর দূরবর্তী তাই অনেক পড়ুয়াই সেই ইচ্ছা বাধ্য হয়ে ত্যাগ করেছিলেন। তাই তাঁদের কথা মাথায় রেখে স্বল্প খরচে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে ‘সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’ শুরু হয়েছিল।‌ ২০২১ সালের পর থেকেই এই স্টাডি সেন্টার নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। এই সময় প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’। এই প্রশিক্ষণ কেন্দ্রটির মূল ভবন কলকাতার সল্টলেকে। যেখানে প্রায় ২৫০ জন পড়ুয়া সিভিল সার্ভিসের কোচিং পড়ছেন। এই স্টাডি সেন্টারটি -তে প্রিলিমস্, মেইন, ও ইন্টারভিউ -এর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন, ফের চালু ওয়েসিস স্কলারশিপ! খোলার পরই নয়া আপডেট, দেখুন

আবার এই প্রশিক্ষণ কেন্দ্রের সাথে বর্তমানে ২ টি বেসরকারি সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে জেনারেল স্টাডি কোর্স পড়ানোর জন্য। তবে এই কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ২১ বছর। আর যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। প্রত্যেক বছর জুলাই থেকে শুরু হয় নতুন ব্যাচ। এখনও পর্যন্ত এই স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে ১৮ জন সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে আমলা হয়েছেন। এমনকি এই প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব হোস্টেল রয়েছে। যেখানে মোট ১০০ জন পড়ুয়া থাকতে পারেন।
Written by Anusua Goswami.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।