স্কুল ছুটি টানা ২ দিন, হল কি বিশ্বকর্মা পূজার ছুটি বদল! দেখুন।

বিশ্বকর্মা পূজার ছুটি বদলে যেতে পারে! এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এবারে মিলতে পারে টানা ২ দিনের স্কুল ছুটি! প্রাথমিক স্কুল গুলিতে ছুটির নতুন তারিখ হতে পারে আগামী ১৮ সেপ্টেম্বর, সোমবার। ২ জেলাতে ইতিমধ্যেই আবেদন করেছে সংশ্লিষ্ট শিক্ষা কাউন্সিল। তবে বাকি জেলাগুলিতে কি থাকছে ছুটি! আজকের প্রতিবেদনে সরকারি বিজ্ঞপ্তি গুলি একে একে জেনে নেয়া যাক।

রাজ্যের প্রাথমিকে বিশ্বকর্মা পূজাতে স্কুল ছুটি নিয়ে বিজ্ঞপ্তি

এই বছর ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তারিখেই বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে সূর্যের গতিপ্রকৃতির উপর নির্ভর করে এই বিশ্বকর্মা পূজা পালিত হয়। কথিত আছে যে, ভগবান ব্রহ্মা তাঁর কাঁধে বিশ্বজগতের সৃষ্টির দায়িত্ব অর্পণ করেছিলেন। গোটা বিশ্ব রচনা হয়েছিল বিশ্বকর্মার হাত ধরে। এই পূজা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হয়।

তবে রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলির স্কুল ছুটির তালিকাতে এই বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে স্কুল ছুটির তারিখ নির্দিষ্ট ছিল আগামী ১৭ সেপ্টেম্বর তারিখে। দিনটি ছিল রবিবার। আর একারণে অনেকেই দ্বিধায় ছিলেন। কারণ এবারে বিশ্বকর্মা পূজার তারিখ হচ্ছে ১৮ সেপ্টেম্বর। একারণে অনেকেই ধারণা করছিলেন যে, হয়তো ১৮ তারিখে অর্ধ দিবস ছুটি ঘোষণা হতে পারে। তবে এবারে সেই জল্পনার অবসান ঘটাতে ২ জেলা থেকে আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা কাউন্সিল। আবেদন করা হয়েছে WBBPE -এর ডেপুটি সেক্রেটারি মহাশয়কে।

রাজ্যের ২ টি জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যেই প্রাথমিক স্কুল ছুটির বিষয়ে জানিয়ে আবেদন জানিয়েছে হাওড়া এবং হুগলি জেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিল।তাদের এই সংক্রান্ত করা আবেদন গুলি নিচে দেওয়া হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনে বলা হয়েছে যে, প্রাথমিক শিক্ষা কাউন্সিল থেকে পূর্ব প্রকাশিত স্কুল ছুটির তালিকাতে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ছুটি ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু উক্ত দিনটি হল রবিবার। এছাড়া বাংলা পঞ্জিকাতে পূজার দিন হিসেবে নির্দেশিত রয়েছে ১৮ সেপ্টেম্বর, সোমবার। সুতরাং সারা রাজ্যেই এই পূজা ১৭ সেপ্টেম্বর, রবিবার না হয়ে, অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর, সোমবারেই। এই কারণে রাজ্যের এই ২ জেলার প্রাথমিক স্কুলের ছুটির তারিখ বদল করার জন্য আবেদন জানানো হয়েছে।

স্কুল ছুটি এর বিজ্ঞপ্তি হাওড়া

পশ্চিমবঙ্গে সরকারি ছুটি টানা ৩ দিন! সেপ্টেম্বরে নবান্নের বিজ্ঞপ্তি দেখে নিন।

স্কুল ছুটি এর বিজ্ঞপ্তি হুগলী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অন্যান্য জেলা গুলিতে থাকবে কি ঐ দিনে স্কুল ছুটি! এই নিয়ে এখন নতুন প্রশ্ন উদয় হয়েছে। তবে জেলা ভিত্তিক ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সেই জেলার প্রাথমিক বিদ্যালয়ে থাকবে স্কুল ছুটি তথা School Closed. ছুটি সংক্রান্ত বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন গুলি। এবারে বিশ্বকর্মা পূজা সম্পর্কে কিছু কথা জেনে নেয়া যাক।

নবোদয় বিদ্যালয়ে ভর্তির সব তথ্য জেনে রাখুন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে কিছু কথা

ব্যবসা তথা কারবারে শ্রীবৃদ্ধির জন্য দেবতা বিশ্বকর্মা, এই দিনে পূজিত হন। তবে এটি সাধারণত সেই সকল প্রতিষ্ঠানে উদযাপিত হয়, যেখানে যন্ত্রপাতি সংক্রান্ত বিষয় যুক্ত। এই দিনে সারা রাজ্যে অফিস বা কারখানায় তাদের কর্মচারীরা পূজা করে থাকেন। সমস্ত কারখানা, অফিস পরিষ্কার করে এবং পূজা করার জন্য সাজিয়ে থাকেন। এমনকি বাড়িতে, লোকেরা তাদের বৈদ্যুতিন যন্ত্রপাতি, ঘর এবং যানবাহন পূজা করে।

ABC ID কিভাবে পাবেন, HS পরীক্ষার পর বানাতে লাগছে কত টাকা! সহজ পদ্ধতি দেখে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই দিনে কারখানা, অফিস এবং বাড়িতে যাদের গাড়ি অথবা মেশিন রয়েছে এবং অন্যান্য নির্মাণ স্থানে পূজা করা হয়। কথায় আছে যে প্রাচীন কালে গোটা বিশ্বে অস্ত্র ও প্রাসাদগুলি বিশ্বকর্মা তৈরি করেছিলেন। এ কারণে ভগবান বিশ্বকর্মাও সৃষ্টি ও সৃষ্টির দেবতা হিসাবে বিবেচিত হন। ভগবান বিশ্বকর্মা দেবতাদের স্থপতি, স্থাপত্যের দেবতা, প্রথম প্রকৌশলী, দেবতাদের প্রকৌশলী এবং যন্ত্রের দেবতা নামে অভিহিত হন।

সুতরাং যারা শিল্পী, কারিগর এবং ব্যবসায়ী তাদের জন্য এই উপাসনাটি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে বিশ্বকর্মা দেবীর উপাসনা করলে কারবারে শ্রীবৃদ্ধি হয়। হিন্দু ধর্মে এই উৎসবটি তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের শ্রী যুগের লঙ্কা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। পূজার ফুল, ফল, ধুপ আগে থেকে জোগাড় করে রাখতে হয়। প্রত্যেক বছর প্রায় সব পুজাই তিথি নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা তারিখে পালন করা হয়। কিন্তু এই পূজা তার ব্যতিক্রম। প্রত্যেক বছর এই পূজা ১৭ সেপ্টেম্বর পালিত হয়।

জিও রিচার্জ-এর স্বাধীনতা দিবসের অফার, বছরভর মিলবে সুবিধা!

অন্যান্য দেবদেবীদের পূজা নির্ভর করে চাঁদের গতিপ্রকৃতির উপর। ভাদ্র মাসের শেষ তারিখে এই পূজার দিনটি নির্ধারিত করা হয়েছে। এই মাসের আগে পঞ্জিকায় পাঁচটি মাস রয়েছে। এই মাসগুলি দিন সংখ্যা একই থাকে। সেই হিসাব অনুযায়ী বাংলা পঞ্জিকায় এই পূজা যে তারিখে পড়ে তা ইংরেজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বরই পড়ে। তাই এই পূজার দিনটি প্রায় প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বরই ক্যালেন্ডারে পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেহেতু বিশ্বকর্মা পূজা (vishwakarma puja) পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন এই পুজো হয় অর্থাৎ প্রত্যেক বছর ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরই পড়ে। যদি পাঁচ মাসের মধ্যে কোনও মাসে ২৯ বা ৩২ দিন হয়, তাহলে সেক্ষেত্রে একদিন পুজো এগিয়ে বা পিছিয়ে যায়। ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর পুজো হয়েছিল। এই বছরেও ১৮ তারিখ পুজো উদযাপিত হবে।

নবোদয় বিদ্যালয়ে ভর্তির সব তথ্য জেনে রাখুন।

পরিশেষে জানিয়ে রাখি, স্কুল ছুটি থাকলেও সরকারি দপ্তরে কোন ছুটির কথা জানা যায় নি বিশ্বকর্মা পূজার দিনে। তবে বিগত দিনে রাজ্যের তরফে সরকারি কর্মীদের হাফ ছুটি দেওয়ার ঘটনা ঘটেছে। এবারেও তেমন কিছু আপডেট পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার। এই বিষয়ে আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরধ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।