Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফলে দেখুন ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারীর রাশিফল!

Weekly Horoscope

নিজস্ব প্রতিবেদন: এই সপ্তাহের মেষ থেকে মীন রাশির রাশিফল দেখুন বাংলাতে। আর্থিক পরিস্থিতি, বিবাহযোগ, চাকরি, প্রেম, ব্যবসায় লাভ লস ইত্যাদি নানা বিষয়ে এই সপ্তাহে আপনার ভাগ্য কী বলছে, চলুন এই সপ্তাহের সপ্তাহিক রাশিফল (Weekly Horoscope) অনুসারে তা জেনে নেয়া যাক আজকের প্রতিবেদনে।

১) মেষ রাশি- মেষ রাশির (Weekly Horoscope) জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে। দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন এই সপ্তাহে পূরণ হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মেনে চললে সাফল্য সুনিশ্চিত হবে এবং উচ্চপদস্থ দের কাছ থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়ী দের আর্থিক মন্দা এসময় দূর হবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের বিষয় যত্নবান হওয়া প্রয়োজন। এসময় জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকছে তাই সে বিষয়েও বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।

Weekly Horoscope for All Zodiac – Aries to Pisces

২) বৃষ রাশি – এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সব সময় প্রসন্ন থাকবে। চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। তবে চাকরিতে বদলির সম্ভাবনাও থাকছে এসময়। স্ত্রীর শরীরের উন্নতি হবে এবং পত্নী ভাগ্যে ধন লাভের যোগ তৈরি হবে। এ সময় মানসিক শান্তি বজায় থাকবে এবং ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও থাকছে।

৩) মিথুন রাশি- এই সপ্তাহের শুরুতেই ভালো কোন খবর পেতে চলেছেন মিথুন রাশির (Weekly Horoscope) জাতক জাতিকারা। হস্তশিল্পী দের জন্য ও এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এ সময় সন্তানের অন্যায় আবদারকে কখনোই গুরুত্ব দেওয়া উচিত নয়। নিজেকে ধর্মীয় কাজে নিয়োগ করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই কাজ আপনাকে মানসিক ভাবে শান্তি দেবে। নিজের শরীর স্বাস্থ্য এ সময় অত্যন্ত ভালো থাকবে, তবে সপ্তাহের শেষে বাবার শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয়ের সম্ভাবনা থাকছে।

৪) কর্কট রাশি- পারিবারিক ব্যবসায় উন্নতির মুখ দেখবেন কর্কট রাশির জাতক জাতিকারা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন এমন জাতকদের জন্য ও এই সময়টি অত্যন্ত শুভ ফল দায়ী হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হলে পরীক্ষার ভালো ফল লাভ করা সম্ভব হবে না। তবে এ সময় আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধানে থাকা উচিত এবং রাস্তাঘাটে অত্যন্ত সাবধানে চলাফেরা করা উচিত।

৫) সিংহ রাশি- এই সপ্তাহের সিংহ রাশির কর্মজীবী জাতকদের জন্য অত্যন্ত সুখের হবে। পড়াশোনার জন্য ও সময়টি অত্যন্ত শুভ। এ সময় চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। এই সময় থেকে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই গুরুজন দের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

৬) কন্যা রাশি- ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি কন্যা রাশির জাতকদের বেশ শুভই কাটবে। ব্যবসায়ীরা এ সময়ে ঋণ পরিশোধ করতে পারবেন। তবে এ সময় নিজের বিলাসিতার জন্য অনেক বেশি অর্থ ব্যয় হবে। কর্মজীবীদের পদোন্নতি এবং অন্য স্থানে বদলির সম্ভাবনা থাকছে।

৭) তুলা রাশি – এই রাশির জাতকদের এই সময় নিজের কাজে অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত। কারণ কর্মক্ষেত্রে নিজের উদাসীনতায় পরিস্থিতি বিপরীতে যেতে পারে। পিতা বা মাতার অসুস্থতার কারণে এ সময় অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। এই সময়টিতে জমি, বাড়ি বা সম্পত্তি কেনার আগে অবশ্যই আইন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন।

৮) বৃশ্চিক রাশি- এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাজের চাপ অত্যন্ত বেশি থাকবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও তারা বিশেষ লাভবান হবে না। স্ত্রীর চেষ্টায় এ সময় পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। এ সময় অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

৯) ধনু রাশি- এ সময় ব্যবসায়ীদের বড় সুযোগ সামনে এলেও নিজের উদাসীনতার কারণে তা হাতছাড়া হয়ে যাবে। এ সময় আয়ের থেকে ব্যয় বেশি হবে এই কারণেই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। অযাচিত ভাবে অন্যের উপকার করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, ফের টানা ৪ দিনের ছুটি! অর্ডার দেখুন

১০) মকর রাশি- চাকরি ও ব্যবসা ক্ষেত্রে এ সময় অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে। তবে ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করলে এই পরিস্থিতি থেকে উত্তরণের রাস্তা নিজেই খুঁজে পাবেন। বয়সসন্ধির কন্যা সন্তানের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ সময় প্রভূত উন্নতি হবে।

১১) কুম্ভ রাশি- এই সপ্তাহে ব্যয় বেশি হলেও আর্থিক সংকট সৃষ্টি হবে না। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে এসময় বিবাহ স্থগিত রাখতে হতে পারে। বন্ধুদের জগতই আপনাকে ঠকানোর চেষ্টা করবে। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

১২) মীন রাশি- ধন সম্পদের দিক থেকে মীন রাশির জাতকরা এই সপ্তাহে অত্যন্ত উন্নতি করবেন। প্রতিবেশীদের সঙ্গে এই সময় বিবাদে না জড়িয়ে সমঝোতা করার চেষ্টা করুন। এ সময় নতুন যানবাহন কেনার সম্ভাবনা ও প্রবল। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিলে তবেই সফলতা সুনিশ্চিত হবে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল