PPF or NPS: আয়কর বাঁচাতে কোনটি লাভজনক, বিস্তারিত দেখুন।

whatsupbengal.in

Updated on:

PPF or NPS

বাজারে জিনিসপত্রের দাম দিন দিন হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া। সে দিক থেকে অর্থের সংস্থান বা জমানো পুঁজি নিয়ে দুশ্চিন্তায় ভুগছে জনসাধারণ। কি করে বাড়ানো যায় বুঝি এ নিয়ে চিন্তায় নাজেহাল। মার্কেটে রয়েছে সরকারী বা বেসরকারী বিভিন্ন রকম প্রকল্প কিন্তু কোনটি সুবিধাজনক বা কার থেকে কত ভালো লাভ আসতে পারে সেই নিয়ে জল্পনার শেষ নেই। আজ এরকমই দুটি সরকারী প্রকল্প,পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (PPF or NPS) নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি।

(PPF or NPS) পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন সিস্টেম দুটোই সরকারী এবং দীর্ঘমেয়াদী প্রকল্প। অতএব দুটির মধ্যে কোনটি লাভবান সেটি জানার জন্য বিশেষ কিছু বিষয়ের উপর নজর রাখা প্রয়োজন। সেগুলি হল – ট্যাক্স বেনিফিট, লিকুইডিটি, বিনিয়োগের প্রক্রিয়া এবং নিয়মাবলী, লোন পাওয়ার সুবিধা এবং রিটার্ন বা সুদের হার।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (PPF or NPS) এর ট্যাক্স বেনিফিট:

80C ধারায় পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স বেনিফিট হিসাবে প্রায় দেড় লক্ষ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ ট্যাক্স ছাড় পাওয়া যাবে প্রায় দেড় লক্ষ টাকা। এই একই রকম ট্যাক্স ছাড় পাওয়ার সুযোগ পাবেন ন্যাশনাল পেনশন সিস্টেমের গ্রাহকরাও। অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম 80C আওতায় পরে। Section 80 CCD (IB) আওতার মধ্যে ন্যাশনাল পেনশন স্কিম থাকার জন্য গ্রাহক আরো পঞ্চাশ হাজার টাকা ছাড় পেতে পারেন।

লিকুইডিটি:

(PPF or NPS) পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মেয়াদ 15 বছর। মেয়াদ শেষ হওয়ার পর এই প্রকল্প থেকে টাকা তোলার সুবিধা রয়েছে আবার চাইলে পাঁচ বছরের জন্য প্রকল্পটি বাড়ানো যেতে পারে। অপরদিকে ন্যাশনাল পেনশন স্কিম নির্ভর করে রিটায়ারমেন্টের কনট্রিবিউশন মার্কেটের উপর। সে ক্ষেত্রে পুরো টাকা কখনোই তোলা সম্ভব নয় অন্তত 20 শতাংশ পেনশনের জন্য রাখা আবশ্যক। মেয়াদ শেষে গ্রাহক বড় অংক তুলে নিতে পারেন কিন্তু বাকি টাকা বিনিয়োগ করতে হবে অ্যানুইটি প্ল্যানে।

বিনিয়োগের প্রক্রিয়া এবং নিয়মাবলী:

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ন্যাশনাল পেনশন স্কিম (PPF or NPS) দুটোই তোলা সম্ভব কিংবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেই। অনলাইন সুবিধার মাধ্যমে জমা করা যেতে পারে টাকা। উভয় প্রকল্প গুলি সরকারী হওয়ায় টাকা ফেরতের সম্ভাবনাও নিশ্চিত। তবে এই দুই ক্ষেত্রেই সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা সম্ভব। PPF থেকে সহজেই লোন পাওয়া সম্ভব গ্রাহকে কিন্তু পেনশন স্কিমে লোন এখনো পর্যন্ত চালু হয়নি।

PPF or NPS তে রিটার্ন বা সুদের হার:

PPF এ সুদের হার 3 মাসে পরিবর্তিত হলেও মেয়াদ শেষে আপনি নির্দিষ্ট কত টাকা পেতে পারেন তার একটা ধারণা করা যায় এবং গ্রাহক চাইলে মেয়াদ শেষে পুরো টাকাও তুলে নিতে পারে। কিন্তু, NPS এর ক্ষেত্রে সুদের হার নির্ভর করে চলতি মার্কেটে উপর। মেয়াদ শেষে কত টাকা গ্রাহক পেতে পারেন তার নির্দিষ্ট ধারণা না থাকলেও প্রকল্প থেকেই বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপরে উক্ত আলোচনা থেকে দেখা গেল দুটো প্রকল্পে রয়েছে লাভের আশা কোনটায় কিছুটা বেশি আবার কোনক্ষেত্রে কিছু কম। অতএব সবদিক পর্যালোচনা করে তবেই আপনার অর্থ বিনিয়োগ ও প্রকল্পে। LIC এর বিভিন্ন তথ্য পেতে দেখুন

আধার আর প্যান শুনেছেন, তবে আপার কার্ড! কেন্দ্রের নতুন সংযোজন, দেখুন।

FAQ:

1) পিপিএফ কি ট্যাক্স মুক্ত?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম হল একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প যা, একটি আকর্ষণীয় হার সুদের এবং বিনিয়োগকৃত পরিমাণে রিটার্ন প্রদান করে। অর্জিত সুদ এবং রিটার্ন আয়করের অধীনে করযোগ্য নয়।

2) PPF এর সুদের হার কত?

বর্তমান PPF সুদের হার 7.1 শতাংশ এবং বার্ষিক চক্রবৃদ্ধি হয়। পিপিএফ ভারত সরকার দ্বারা সমর্থিত এবং এটি একটি গ্যারান্টিযুক্ত ঝুঁকিমুক্ত রিটার্ন অফার করে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল