অবসরের পর উপার্জন করার পাঁচ উপায়, জানতে পড়ুন

অবসরের পর উপার্জন করার পাঁচ উপায়

প্রতিটি মানুষের চান তার বৃদ্ধ বয়সটি অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে কাটুক। বৃদ্ধ বয়সে যে সময় দৈহিক পরিশ্রম করা সম্ভব হয় না সে সময় আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবীণ ব্যক্তিদের বিশেষ কোনো চিন্তা করতে হয় না। তবে অনেকেই চান নিজের ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ থাকলেও বৃদ্ধ বয়সেও নিজেকে সচল করে রাখতে ছোটখাটো কোনো কাজ করতে। তাই অবসর জীবনেও অর্থ উপার্জনের পথ খুঁজে নিতে এই পাঁচটি কাজকে বেছে নেওয়া যেতেই পারে।

অবসরের পর উপার্জন করার পাঁচ উপায় জানুন ধাপে ধাপে

১) কনটেন্ট রাইটিংকনটেন্ট রাইটিং বর্তমানে একটি অতি জনপ্রিয় কাজ হিসাবে চিহ্নিত হয়। বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন নিউজ লেখা থেকে শুরু করে ইউটিউবার দের প্রয়োজনীয় বিভিন্ন স্ক্রিপ্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে কন্টেন্ট লেখা যেতে পারে। এমনকি বর্তমানে টুইটারের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করে থাকেন তাদের ব্যস্ততার কারণে নিজেরা লিখতে না পেরে সেই কনটেন্ট গুলি লেখার জন্য কোন একজন ব্যক্তিকে নিয়োগ করেন। তাই যাদের মধ্যে লেখালেখি করার দক্ষতা রয়েছে এবং নতুন কিছু চিন্তা-ভাবনা করে লিখতে যারা আগ্রহী, তারা কন্টেন্ট রাইটিং এর কাজটিকে অবশ্যই বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে ঘরে বসেই এই কাজটি করে অর্থ উপার্জন করা সম্ভব।

২) গৃহ শিক্ষকতা গৃহ শিক্ষকতা স্বাভাবিক ভাবেই একটি অতি জনপ্রিয় পেশা। পড়াশোনা এবং শিক্ষকতা করার দিকে যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই গৃহ শিক্ষকতাকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও পেশা হিসেবে গ্রহণ করে নিতে পারেন। এমন অনেক মানুষ আছেন যারা ভাষাগত কারণেও কোন একটি নির্দিষ্ট ভাষা শিখতে চান। সে ক্ষেত্রে শুধু পড়াশোনা সংক্রান্ত শিক্ষকতা না করে আপনি নিজের স্কিল কে কাজে লাগিয়ে আপনার জানা কোন ভাষার পাঠও অপরকে দিতে পারেন এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।

৩) হেলথ কেয়ার প্রোডাক্ট বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষরা স্বাস্থ্যের জন্য এমন কিছু প্রোডাক্ট নিতে চান যা আমাদের আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত জিনিস গুলি যদি গুণমান বজায় রেখে অন্য জায়গা থেকে নিয়ে এসে বিক্রি করা হয় এবং নির্দিষ্ট কিছু কাস্টমার আগে থেকে খুঁজে নেওয়া যায় তবে তা অল্প উপার্জনের একটি অন্যতম ভালো মাধ্যম হয়ে দাঁড়াবে। যেমন উদাহরণ স্বরূপ সুন্দরবনের খাঁটি মধু যদি আপনি সংগ্রহ করতে পারেন এবং তা অপরকে সম্পূর্ণ গুণমান বজায় রেখে দিতে পারেন তবে স্বাভাবিক ভাবেই আপনার অর্থ উপার্জন হবে।

৪) প্রবীণ ব্যক্তিদের সহযোগিতা এমন বহু প্রবীণ ব্যক্তি আছেন যাদের সন্তানরা কাজের সূত্রে বাইরে আছেন বা কোন প্রবীণ দম্পতি নিঃসন্তান। এই সমস্ত মানুষরা যেমন অত্যন্ত একাকীত্বে ভোগেন ঠিক তেমনি ডাক্তারের কাছে যাওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাজ বৃদ্ধ বয়সে একা করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত অসহায় প্রবীণ ব্যক্তিদের লোকবলের সমস্যা দূর করেও আপনি উপার্জন করতে পারেন। তবে এটা শুধু অবসরের পরেই নয়, যে কোনো বয়সেই নিজের পেশা হিসেবে এই কাজটিকে বেছে নিতে পারেন।

৫) কমিউনিটি তৈরিঅবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে পরিগণিত হন তিনি তারই মত অন্যান্য সিনিয়র সিটিজেনদের নিয়ে একটি কমিউনিটি গড়ে তুলতে পারেন। টেলিগ্রাম বা অন্য কোন মাধ্যমকে কাজে লাগিয়ে যদি এই কমিউনিটি গড়ে তোলা যায় এবং সেখানে বিভিন্ন লিঙ্ক শেয়ার থেকে শুরু করে আরো নানা ধরনের কাজ করা হয় তবে ভবিষ্যতে এর মাধ্যমেও বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করে ফেলা সম্ভব।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল