DA Hike: কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ! কবে থেকে কত বাড়লো, দেখুন

রাজ্যের সরকারি কর্মীদের (WB Govt Employees) মহার্ঘভাতা বৃদ্ধি (DA Hike) হল পরপর। অপরদিকে আবার কেন্দ্রের সরকারি কর্মীদের (Central Govt Employees) মহার্ঘভাতা বৃদ্ধির অর্ডার জারি হয়েছে। এই বছর তথা ২০২৪ সালে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে গেল দুই বার। প্রতিবেদনে দেখে নেয়া যাক বিস্তারিত।

Update on DA Hike for Govt Employees

রাজ্যের সরকারি কর্মীদের ষষ্ঠ পে কমিশন গঠনের পর তা চালু হয়। এতদিন পর্যন্ত ৬ শতাংশ হারেই মহার্ঘভাতা প্রাপ্তি হচ্ছিল রাজ্যের সরকারি কর্মীদের। কিন্তু এই বছর তথা ২০২৪ সালের শুরুটা হয়েছে বেশ ভালোই। কারণ এই বছর পরপর ২ বার মহার্ঘভাতা (Govt Employees Dearness Allowance) বৃদ্ধি হয়েছে তাদের।

তবে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ কেন্দ্র রাজ্য ডিএ ফারাক মেটাতে মরিয়া হয়ে উঠেছে। তাদের তথা সংগ্রামী যৌথ মঞ্চ কর্মবিরতি থেকে শুরু করে মহামিছিল, অনশন ইত্যাদি নানা ধরণের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের দেওয়া অর্ডারকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এসএলপি (SLP), যার শুনানি হয় নি এখনো।

এই বছর থেকে তথা মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মীদের মিলবে আগের ৬% ডিএ এর সাথে আরও ৮% ডিএ। অর্থাৎ সব মিলিয়ে (৬+৪+৪= ১৪ শতাংশ) ১৪ শতাংশ মহার্ঘভাতা। অপরদিকে কেন্দ্র সরকার প্রতি বছর নিয়ম করে AICPI মেনে ২ বার করে বৃদ্ধি করে মহার্ঘভাতা। সেক্ষেত্রে আগে মিলতো ৪৬ শতাংশ। এবার থেকে তাদের প্রাপ্তি হয়ে গেল ৫০% হারেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি ৪% বৃদ্ধি হয়েছে কেন্দ্রের মহার্ঘভাতা। আর তাঁরা এই বছর তথা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে পেতে থাকবেন ৫০% হারে ডিএ। আর এবারে কেন্দ্র রাজ্য ডিএ ফারাক হয়ে গেল ৩৬%। রাজ্যের সরকারি কর্মীদের এই বছর ২ বার ডিএ বৃদ্ধি হবার কারণে কেন্দ্র রাজ্য ডিএ ফারাক সাময়িক কিছুটা কমলেও তা স্থায়ী হল না।

আরও দেখুন, রাজ্যে ফের নয়া ছুটি ঘোষণা! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তোলপাড় রাজ্য

শেষবার তথা ২০২৩ সালের অক্টোবর মাসে বৃদ্ধি হয়েছিল কেন্দ্রের মহার্ঘভাতা। আর এবারে ফের মার্চের ৭ তারিখে কেন্দ্রের মন্ত্রীসভার শিলমোহর পড়েছে ৪% বর্ধিত ডিএ এর জন্য। তবে প্রাপ্তি হবে গত জানুয়ারি মাস থেকেই। সাথে সাথে বাকি ভাতাও বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের নানা আপডেট পেতে সঙ্গে থাকুন।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল