লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়মে এমাসে টাকা কবে ঢুকবে! দেখুন

whatsupbengal.in

Updated on:

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা

রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ করা হয়েছে, তা হয়তো নিশ্চয়ই জেনে গেছেন। এই লক্ষ্মীর ভান্ডার এর টাকা কবে ঢুকবে একাউন্টে, জেনে নিন। লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম অনুসারে টাকা কবে থেকে পাবেন মহিলারা, এই সম্পর্কে জেনে নিন।

Big Update on Lakshmir Bhandar Scheme

সম্প্রতি রাজ্যের মহিলাদের জন্য দারুণ খুশীর খবর ঘোষণা হয়েছে এবারে রাজ্য বাজেটে। সেক্ষেত্রে রাজ্যের জনদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) মাসিক ভাতা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। সেক্ষেত্রে নতুন ভাতা কারা কত পাবেন, জেনে নিন।

নিয়ম অনুসারে, রাজ্যের তপশিলি জাতি-উপজাতির মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা পেতেন ১০০০ টাকা করেই। অপরদিকে রাজ্যের সাধারণ শ্রেনীর মহিলারা পেতেন তার অর্ধেক অর্থাৎ ৫০০ টাকা করেই। সেক্ষেত্রে অনেকটাই কম পাচ্ছিলেন সাধারণ শ্রেনীর মহিলারা। এবারে এই বৈষম্য অনেকটাই কমে গেল।

কারণ এবার থেকে রাজ্যের মহিলারা পাবেন ১০০০ টাকা (সাধারণ) এবং ১২০০ টাকা (তপশিলি জাতি-উপজাতি)। তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যাদের উপযুক্ত শংসাপত্র ছিল না, তাঁরা তপশিলি জাতি-উপজাতি হয়েও সাধারণ শ্রেণীর মহিলাদের মতোই পাচ্ছিলেন ৫০০ টাকা করে মাসিক ভাতা। এবার থেকে তাঁরাও সঠিক প্রমাণ দাখিল করলে পাবেন ১২০০ টাকা করে প্রতি মাসেই।

যেদিন থেকে মিলবে এই লক্ষ্মীর ভান্ডারের বাড়তি ভাতা!

রাজ্যের এই জনমুখী বাজেটে খুশী হয়েছেন রাজ্যবাসী, এমনটাই শোনা যাচ্ছে চারিদিকে লোকমুখে। বিশেষ সূত্র অনুসারে জানা যাচ্ছে যে, প্রতি মাসে রাজ্য সরকার এই প্রকল্পে খরচ করতো প্রায় ১০৯০ কোটি টাকা। পরে আরও ৯ লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত হবার কারণে এই খরচ আরও বাড়ে ৪৫ কোটি টাকা।

সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা

অসংখ্য উপভোক্তা থাকার কারণে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে কিছু উপভোক্তা মাসের শুরুতেই অর্থাৎ ১ বা ২ তারিখে টাকা পেয়ে যান। আবার কেউ কেউ প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পান। তবে অনেকের ক্ষেত্রে টাকা পেতে ৭ তারিখ পর্যন্ত সময় লেগে যায়। সরকারি সূত্রে জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই টাকা প্রদান শুরু হবে এবং যত দ্রুত সম্ভব উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ উপভোক্তারা পাবেন ১০০০ টাকা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলারা পাবেন ১২০০ টাকা।

সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তা দূর হল। পয়লা সেপ্টেম্বর হচ্ছে রবিবার। তাই ঐ তারিখে টাকা না ঢোকার সম্ভাবনা বেশি। তবে ২ তারিখ, সোমবার থেকেই রাজ্যের মহিলাদের একাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে বলেই আপডেট রয়েছে।

মাঝে একটি গুজব শোনা যাচ্ছিল যে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পশ্চিমবঙ্গে ২০০০ টাকা করা হচ্ছে। কিন্তু এই ধরণের ভুল বা মিথ্যা খবরে বিশ্বাস করবেন না। কারণ রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। সঠিক খবর সঠিক সময়ে পেতে আমাদের সাথে থাকার অনুরোধ করছি।

লক্ষ্মীর ভান্ডারের আবেদনে কি কি ডকুমেন্ট লাগে?

লক্ষ্মীর ভান্ডারের আবেদনে সাধারণত নিচের ডকুমেন্টগুলো লাগে:

  1. আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড)
  2. আবেদনকারীর বাসস্থান প্রমাণপত্র (রেশন কার্ড/বাসস্থান সার্টিফিকেট)
  3. ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি (যেখানে IFSC কোড সহ অ্যাকাউন্ট নম্বর উল্লেখ থাকবে)
  4. পাসপোর্ট সাইজ ছবি
  5. সামাজিক বা তপশিলি শ্রেণীর প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)

লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব?

লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে কিনা তা চেক করার জন্য আপনি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

  1. আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন।
  2. ব্যাংকের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার ট্রানজেকশন হিস্ট্রি দেখুন।
  3. নিকটস্থ এটিএম থেকে মিনি স্টেটমেন্ট প্রিন্ট করুন।
  4. আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে তথ্য জানতে পারেন।

এবারে এই খরচ বেড়ে হবে দ্বিগুণের বেশি। এই বর্ধিত টাকা প্রত্যেকের একাউন্টে ঢুকতে শুরু করবে আগামী মে মাস থেকেই। আগে যেমন প্রতি মাসের ভাতার টাকা একাউন্টে ক্রেডিট হয়ে যেত, ঠিক তেমনি এবারেও বাড়তি টাকা সহ ভাতা ক্রেডিট হয়ে যাবে নির্দিষ্ট সময়ে। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। জয়েনিং লিঙ্ক নিচে দেওয়া রইল। ধন্যবাদ।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন
আমাদের ফেসবুক পেজফলো করুন
google নিউজে ফলো করুনফলো করুন

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল