আধার লক আনলক করার সহজ পদ্ধতি দেখে নিন।

আধার লক

আধার লক আনলক কীভাবে করা সম্ভব আর তাও আবার ঘরে বসেই! এই বিষয়ে জেনে রাখা দরকার। মোবাইলের মাধ্যমেই করা যাবে এই কাজ। বর্তমানে ভারতবাসীদের কাছে আধার কার্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি নথি। আধারের ট্যাগ লাইন হল , “আধার আম আদমি কি প্যাহচান”। আধার কার্ড ছাড়া বর্তমানে ভারতবর্ষে কোন কাজই সম্ভব নয়। এক কথায় আধার কার্ড আজকের দিনে দাঁড়িয়ে ভারতবাসীদের পরিচয় পত্র। তাই প্রত্যেকেই আধার কার্ড সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি ও নিয়ম নিয়ে বেশ তৎপর থাকেন।

নিজের আধার লক আনলক

আধার কার্ড প্রতিটি ভারতীয় -র কাছে পরিচয়ের প্রমাণপত্র। কিন্তু এখনই আধার কার্ডই হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। সম্প্রতি খবর এসেছে লক করে রাখা আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এমনই খবর আসছে মুর্শিদাবাদ -এর কান্দি থেকে। এবার মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা প্রতিমা রক্ষিত এমনই প্রতারণার শিকার হয়েছেন। ব্যাংক থেকে টাকা তুললে বা ব্যাংকে টাকা জমা পড়লে মোবাইলে মেসেজ আসে।

যখন ব্যাংক থেকে টাকা না তোলা সত্ত্বেও প্রতিমা রক্ষিতের মোবাইল নম্বরের টাকা কেটে নেওয়ার মেসেজ আসে, তখন মাথায় হাত পড়ে যায় তার। মেসেজ পাওয়ার সাথে সাথেই তিনি ব্যাংকে দৌড়ান। ব্যাংকে গিয়ে জানতে পারেন আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে কেউ তার একাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে।

আধার লক করার সহজ উপায়

সহজে করে ফেলুন আধার লক আনলক

সরকার থেকে বারবার বলা হয় বায়োমেট্রিক লক করে রাখার কথা। এই কথা মেনেই প্রতিমা রক্ষিত আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রেখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার একাউন্ট থেকে আধার লক করা বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কিভাবে এমন প্রতারণার শিকার হলেন প্রতিমা দেবী? এই নিয়ে এখন প্রশ্ন উঠছে। তাহলে কি বায়োমেট্রিক লক থাকলেও এমন ঘটনা ঘটতে পারে?

How to Update Your Aadhaar Card for Free: Step-by-Step Guide

স্বাভাবিকভাবেই মানুষ এবার ভয় পাওয়া শুরু করেছে। প্রতিমা দেবী ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। প্রতিমা দেবী অসমের লাম্বিং ডিভিশনের রেলওয়ে হাসপাতালে চিফ মেট্রোন পদে কাজ করছেন। তাঁর স্বামী পেশায় একজন স্কুল শিক্ষক। তাঁর নাম সুতনু রক্ষিত। প্রতিমা দেবী আর তাঁর স্বামী মুর্শিদাবাদের কান্দিতে থাকেন। দেশের একটি বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার একাউন্ট রয়েছে।

জানা যাচ্ছে রবিবার তাঁর মোবাইলে অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। তিনি কোন অ্যাপ বা লিংক অথবা ওটিপি ব্যবহার করেননি। কিন্তু এমন মেসেজ পাওয়ার সাথে সাথেই তাঁর মাথায় হাত পড়ে যায়। এরপর তিনি সরাসরি ব্যাংকে চলে যান।

সেখানে গিয়ে তিনি জানতে পারেন আধার লক করা কার্ডের ব্যায়োমেট্রিক হ্যাক করে তাঁর ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতিমা রক্ষিত জানিয়েছেন, কিভাবে এই ঘটনা হয়েছে তিনি কিছুই বুঝতে পারছেন না। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।

তবে সাইবার ক্রাইম এর তরফ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিমা দেবীর স্বামী সুতনু রক্ষিত জানিয়েছেন, মালদার জিন্নাত আলী নামে একজন ব্যক্তি তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক লক করা থাকা সত্ত্বেও, কিভাবে কেউ সেটি হ্যাক করে টাকা তুলে নিল?

১০ হাজার টাকার সুবিধা মিলবে এই একাউন্ট থাকলেই! কীভাবে পাবেন, দেখুন।

এই প্রশ্ন এখন আধার লক সংক্রান্ত বিষয়ে, সবার মনে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আধার কার্ডের বায়োমেট্রিক লক করা হয়ে থাকে। আর এই বায়োমেট্রিক -এর ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকাও তোলা যায়।

এখন সেটাকে এই হাতিয়ার করেছে এই জালিয়াতি -রা। এখন এই জন্যই গোটা দেশব্যাপী একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এই আধার লক করা থাকলে আপনি নিরাপদ থাকতে পারবেন এবং এক্ষেত্রে কোন রকমের জালিয়াতি হলেও প্রশাসনের কাছে এই বিষয়ে তদন্তের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।

যে নম্বরে করতে হবে আধারের এই কাজ

এই নম্বরে অভিযোগ জানালেই সঠিক তদন্ত শুরু করবে পুলিশ। আর উদ্ধার করা হবে জালিয়াতি করে তুলে নেওয়া টাকা। এই টোল ফ্রি নম্বরটি হল- 1930. এই নম্বরে অভিযোগ করার সাথে সাথেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে আধার লক হিসেবে কার্ডের বায়োমেট্রিক লক করে রাখার কথা।

এছাড়াও কাউকে ওটিপি বলা যাবে না আর ডেবিট কার্ডের ডিটেলস দেওয়া যাবে না। পাশাপাশি কোন অচেনা লিঙ্কে ক্লিক করবেন না‌। এইসব মানলে এমন ধরনের জালিয়াতি থেকে অনেকটাই বেঁচে থাকা যায়। তবে নিজের ব্যাংক একাউন্টে কোন সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশে জানাবেন।

যেকোনো ব্যক্তি চাইলেই নিজের আধার লক, বায়োমেট্রিক, ঠিকানা, ইমেইল আইডি, ফোন নম্বর সহ অন্যান্য তথ্য যেকোনো সময় আধার কার্ডে আপডেট করতে পারেন। তবে আধার কর্তৃপক্ষ এই সম্পর্কে জানিয়েছেন, নাগরিকদের তাদের বায়োমেট্রিক ডেটা সহ অন্যান্য তথ্য 5 বছর বয়সে ও 15 বছর বয়সে আপডেট করতে হবে। https://myadhaar.uidai.gov.in -এ নিজেদের পরিচয় ও ঠিকানার প্রমাণ জমা দিয়ে আপডেট করিয়ে নিতে পারবেন। বর্তমানে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

আধার লক করার সহজ উপায় দেখুন

দেখুন, আধার লক আনলক করার সহজ পদ্ধতি

  •  প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করুন m-Aadhaar App.
  • এবারে নিজের কন্সেন্ট প্রদান করুন।
  • আধার লিঙ্কড মোবাইল নাম্বার এন্টার করুন।
  • OTP কনফার্ম করে নিজের Password তৈরি করুন।
  • এবারে নিজের Aadhaar Number দিয়ে আবার OTP Confirm করুন।
  • নিজের আধার কার্ড দেখতে পারবেন, নিচের দিকে স্ক্রল করুন।
  • এবারে Biometric Lock বাটনে ক্লিক করুন, ক্যাপচা এন্টার করে OTP দিতেই হয়ে যাবে আপনার এই বায়োমেট্রিক লক।

নিচে SMS এর মাধ্যমে আধার বায়োমেট্রিক লক-আনলক করার পদ্ধতির একটি টেবিল তৈরি করা হয়েছে:

প্রক্রিয়াস্টেপউদাহরণ
বায়োমেট্রিক ডেটা লক করা1. মেসেজ অ্যাপ খুলুন।
2. GETOTP <আধার কার্ডের শেষ চারটি ডিজিট> টাইপ করে 1947-এ SMS করুন।GETOTP 2333
3. ENABLEBIOLOCK <আধার কার্ডের শেষ চারটি ডিজিট> <স্পেস> <প্রাপ্ত OTP> টাইপ করে 1947 নম্বরে মেসেজ পাঠান।ENABLEBIOLOCK 2333 959644
বায়োমেট্রিক ডেটা আনলক করা1. মেসেজ অ্যাপ খুলুন।
2. GETOTP <আধার কার্ডের শেষ চারটি ডিজিট> টাইপ করে 1947-এ SMS করুন।GETOTP 2333
3. UNLOCKBIO টাইপ করে 1947-এ মেসেজ পাঠান।UNLOCKBIO
অস্থায়ী আনলক10 মিনিটের জন্য বায়োমেট্রিক ডেটা আনলক থাকবে। স্থায়ী লকের জন্য UIDAI ওয়েবসাইটে যেতে হবে।

এই টেবিলের মাধ্যমে SMS এর মাধ্যমে আধার বায়োমেট্রিক লক এবং আনলক করার পুরো প্রক্রিয়াটি সহজভাবে উপস্থাপন করা হয়েছে।

নিচে উল্লেখিত প্রশ্নগুলির উত্তরসমূহ টেবিল আকারে প্রদান করা হলো:

প্রশ্নউত্তর
আমি আমার ভিআইডি ভুলে গেছি। ইউআইডি লক করার পরে আমি কিভাবে এটি পেতে পারি?ইউআইডি লক করার পরে যদি আপনি ভিআইডি ভুলে যান, তাহলে এসএমএস পরিষেবার মাধ্যমে আপনি এটি পুনরুদ্ধার করতে পারেন। রেজিস্টার মোবাইল নম্বর থেকে ১৯৪৭-এ RVID স্পেস ইউআইডি এর শেষ 4 বা 8 ডিজিট পাঠান। উদাহরণ: RVID 1234।
কিভাবে বাসিন্দারা ইউআইডি লক করতে পারেন?ইউআইডি লক করার জন্য ১৬ অঙ্কের ভিআইডি প্রয়োজন। GVID স্পেস UID-এর শেষ 4 বা 8 ডিজিট 1947-এ এসএমএস করুন। উদাহরণ: GVID 1234। এছাড়া ইউআইডিএআই ওয়েবসাইট (https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock) থেকেও লক করা যায়।
কিভাবে বাসিন্দা ইউআইডি আনলক করতে পারেন?ইউআইডি আনলক করতে ১৬ অঙ্কের ভিআইডি প্রয়োজন। ভিআইডি ভুলে গেলে RVID স্পেস UID এর শেষ 4 বা 8 ডিজিট 1947-এ এসএমএস করুন। উদাহরণ: RVID 1234। এছাড়া ইউআইডিএআই ওয়েবসাইট (https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock) থেকেও আনলক করা যায়।
আধার (ইউআইডি) লক অ্যান্ড আনলক কী?ইউআইডি লক করলে বায়োমেট্রিক্স, জনতাত্ত্বিক, ওটিপি পদ্ধতির জন্য প্রমাণীকরণ করা যায় না। ইউআইডি আনলক করলে পুনরায় প্রমাণীকরণ করা সম্ভব। ইউআইডিএআই ওয়েবসাইট বা mAadhaar অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

আধার লক করলে আপনার আধার কার্ড থাকবে সুরক্ষিত। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অচেনা দোকান থেকে টাকা জমা তোলা না করাই ভালো। এছাড়া বিভিন্ন রেজিস্টার্ড CSP বা CSC থেকেই এই কাজ করা উচিত। এছাড়া অবশ্যই সেই সকল দোকানে CCTV আছে কিনা, সেই বিষয়েও খেয়াল রাখবেন। তাহলে আপনার কাছেও একটি প্রমাণ থেকে যাবে। সকলে আগে থেকে সাবধান থাকুন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল