LIC Plan 2024: নতুন বছরের LIC ধামাকা, দারুণ সুবিধা! সুবিধা আপনাকে অবাক করবেই…

LIC Plan 2024

নিজস্ব প্রতিবেদনঃ LIC Investment Plan: মাত্র ২৬০ টাকা বিনিয়োগ করলে রিটার্ন(LIC Plan 2024) পাবেন ২০ লক্ষ টাকা! LIC-এর এই লাভজনক প্ল্যানটির সম্বন্ধে জানতেন?লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) জীবনবিমার বাজারে এনেছে একটি দুর্দান্ত প্ল্যান। কিছুমাত্র বিনিয়োগে এই স্কিমে ২০ লাখ টাকা রিটার্ন পাবেন বীমাকারী।

মানুষের জীবনে ঝুঁকি অপরিসীম। আর সেই ঝুঁকি কমাতে জীবনবিমা করাতে চান অনেকেই। বিশেষ করে কোরোনা মহামারীর পর থেকে জীবনবিমার প্রয়োজনীয়তা বুঝেছেন নাগরিক। বর্তমানে এক বা একাধিক জীবনবিমা প্ল্যান চালু থাকলেও LIC-এর প্রতি মানুষের ভরসা রয়েছে।

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC)-এর জীবনবিমা প্ল্যানগুলিতে সবচেয়ে বেশি মানুষ টাকা বিনিয়োগ করে। বর্তমানে(LIC Plan 2024) এলআইসির একটি প্ল্যানে অনেক অল্প টাকা বিনিয়োগ করেই বেশি টাকা রিটার্ন পাওয়া যায়। এলআইসির এই জীবনবিমা প্ল্যানটির নাম জীবন লাভ পলিসি (LIC Jeevan Labh)।

যেখানে মাত্র ২৬০ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ২০ লক্ষ টাকার রিটার্ন পাবেন বিনিয়োগ কারী। বর্তমানে এই প্ল্যানটি বিনিয়োগ কারীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। কিভাবে টাকা বিনিয়োগ করবেন এখানে? এর জন্য কী কী শর্ত মানতে হবে? আজকের এই প্রতিবেদনে সেই সকল বিষয়ে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

এলআইসির জীবন লাভ স্কিমে যদি বিমা করাতে
১) চান তবে আপনাকে অন্ততপক্ষে দুই লক্ষ টাকার বিমা করাতে হবে। সেক্ষেত্রে বিনিয়োগকারী ১৬ বছর এবং ২৫ বছরের মধ্যে যে কোনো একটি রেঞ্চে বিমা করাতে পারবেন।

২) এই স্কিমে বিমার জন্য মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ও অর্ধবার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম পরিষদ করতে হয়।
৩) স্কিমের প্রিমিয়াম পরিষদের জন্য সময়সীমা থাকে ১০ বছর থেকে ১৬ বছর।
৪) এই স্কিমে বিনিয়োগের ন্যুনতম বয়স হলো ৮ বছর থেকে ৫৯ বছর।
৫) এই জীবনবিমা স্কিমে মেয়াদ শেষের আগে যদি বিমা কারী মারা যান তবে নমিনিকে বিমার অর্থ তুলে দেওয়া হবে।

কিভাবে এলআইসির জীবন লাভ স্কিমে ২০ লক্ষ টাকা পাবেন? জেনে নিন বিমাকারী। যদি একজন বীমাকারী এলআইসির জীবন লাভ স্কিমে ২০ বছর বয়স থেকে টাকা বিনিয়োগ করবেন বলে ঠিক করেন এবং ১৬ বছর ধরে প্রতিদিন ২৫১.৭ টাকা করে বিনিয়োগ করতে থাকেন তবে ২৫ বছর পর যখন বীমার মেয়াদকাল শেষ হবে তখন তখন বীমাকারীর হাতে এলআইসির তরফ থেকে ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে।

অর্থাৎ বুঝতেই পারছেন যে কত অল্প টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা টাকার রিটার্ন পেতে পারেন। তাহলে আর দেরি না করে চটজলদি এই স্কিমে টাকা বিনিয়োগ করুন। প্রসঙ্গত, বর্তমানে বাজারে বিভিন্ন বিমা সংস্থার বিনিয়োগ প্ল্যান চালু রয়েছে। কিন্তু বিনিয়োগের আগে প্ল্যানগুলির শর্ত ও লাভ, সুবিধাগুলি অবশ্যই খতিয়ে দেখতে হয়। বর্তমানে এলআইসির বীমা প্ল্যানগুলি জনপ্রিয় ও এতে টাকা ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে জনসাধারণ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল