নিজস্ব প্রতিবেদনঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের মহিলাদের সুরক্ষার জন্য নানা ধরনের আর্থিক প্রকল্পের সূচনা করা হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা উপভোগ করেন। কন্যা সন্তানদের আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা।
নিজের মেয়ের ১০ বছর বয়স পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলা যায়। অভিভাবকরা কন্যা সন্তানের জন্য এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় ধরে অর্থ বিনিয়োগ করে কন্যার ভবিষ্যৎকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে পারেন। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সুদও বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার।
Sukanya Samriddhi Scheme Benefits
৮% সুদের বদলে এখন থেকে এই প্রকল্পের বিনিয়োগকারীরা পাবেন ৮.২% সুদ। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ২৫০ টাকা। এরপর ১০০ টাকার গুণিতকে জমা করা যায়। এই প্রকল্পে অর্থ বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে এক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে জরিমানা করা হয়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের মেয়াদ হলো ২১ বছর। তবে কন্যা সন্তানের ১৮ বছর বয়স হলে শিক্ষা বা বিবাহের জন্য টাকা তুলতে পারবেন মা-বাবা। এই প্রকল্পের নির্দিষ্ট হলে বিনিয়োগ করে গেলে মেয়াদ শেষে বেশ মোটা পরিমাণ টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
কোনো ব্যক্তি যদি ২০২৪ সাল থেকে তার কন্যা সন্তানের ৫ বছর বয়স হওয়া অবস্থায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় অর্থ বিনিয়োগ শুরু করেন এবং প্রতি মাসে তার বিনিয়োগ করা অর্থের পরিমান হয় ৪ হাজার টাকা, তবে তিনি মেয়াদ শেষে বেশ ভালো পরিমান টাকা লাভ করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সম্পূর্ণ মেয়াদ হলো ২১ বছর। ফলে কোন ব্যক্তি যদি ২০২৪ সালে বিনিয়োগ করা শুরু করেন তাহলে ২০৪৫ সালে তার এই প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হবে।
প্রতি মাসে ৪ হাজার টাকা করে বিনিয়োগ করলে বছরে ৪৮ হাজার টাকা বিনিয়োগ করা হয়। ১৫ বছর অ্যাকাউন্টে টাকা জমা করে যেতে হবে। সেই হিসেবে ২০৪২ সালের মধ্যে এই বিনিয়োগ করতে হবে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় তিনি ১৫ বছর ধরে ৭ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করবেন।
২১ বছর পর মেয়াদ পূর্তির সময় ২০৪৫ সালে সেই বিনিয়োগকারী সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে শুধু সুদ হিসেবে পাবেন ১৫ লাখ ১৪ হাজার টাকা। আর তার নিজের বিনিয়োগ করা অর্থের পরিমাণ ৭.২০ লাখ টাকা। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে মাসে ৪ হাজার টাকা জমিয়ে ২১ বছর পর বিনিয়োগকারী ২২ লাখ ৩৪ হাজার টাকা হাতে পাবেন। এমন আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন