সোমবার থেকে বন্ধ হচ্ছে বহুল জনপ্রিয় বাংলা সিনেমা-ধারাবাহিক এর শুটিং আর তাও আবার কোলকাতায়! হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ২৯ জুলাই থেকেই বন্ধ শুরু হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন, কেন বাংলা সিনেমা-ধারাবাহিক এর পরিচালকেরা নিলেন এমন সিদ্ধান্ত। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নেয়া যাক।
টলিপাড়ায় অচলাবস্থা সৃষ্টি হচ্ছে ২৯ জুলাই, সোমবার থেকে। বাংলা পরিচালকেরা নিয়েছেন এই সিদ্ধান্ত। বাংলা বিনোদন দুনিয়ার সমস্ত মাধ্যমেই পরিচালকেরা কাজে যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। রবিবারে “ডিরেক্টরস গিল্ড” – এই বিষয়ে জানিয়েছে। তাই টলিপাড়ায় ব্যস্ততার দিনের বদলে এসেছে কর্মবিরতি। অনির্দিষ্টকালের জন্যই চলবে এই কর্মবিরতি।
রবিবার রাতেই জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে যে, “অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।”
দফায় দফায় আলোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি,অনীক দত্ত,অতনু ঘোষ, দেবালয় ভট্টাচার্য, পরম্ব্রত চ্যাটার্জি প্রমুখ। তবে কবে থেকে ফের চালু হচ্ছে টলিপাড়া, জানতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন