DA Hike: বিরাট সুখবর, পুজোর আগেই হাসি ফুটছে সরকারি কর্মীদের

DA Hike

এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। মহার্ঘ ভাতার এই ২০২৩ সালের দ্বিতীয় বারের জন্য বর্ধিত ডিএ কবে মিলবে, তা নিয়ে চলছে বিরাট জল্পনা। আগামী দিওয়ালির আগেই কী মিলতে পারে সুখবর, মহার্ঘ ভাতা এবারে কত বাড়তে পারে, হাতে কত পরিমান মিলবে বাড়তি টাকা, জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।

DA Hike

AICPI এর হিসেবে হয়ে থাকে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা। আর সেই কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হিসেবের সাথেই মিল রেখে সারা দেশের অন্যান্য রাজ্যের সরকার তাদের Government Employees -দের DA দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে প্রত্যেক রাজ্যই যে কেন্দ্রের সমান হারেই DA পাবেন, এমনটা নয়। কারণ রাজ্যের মহার্ঘ ভাতা রাজ্য সরকার নির্ধারণ করে থাকে।

এবারে কেন্দ্রের সরকারি কর্মীদের মিলতে পারে ৪ শতাংশ হারে ডিএ। এই পুজোর আগেই দারুণ সুখবর। একধাক্কায় বেতন বেড়ে যাবে অনেকটাই। কেন্দ্রের কর্মীদের বর্তমানে চলছে সপ্তম পে কমিশন। এর সাথে সাথে অবসরপ্রাপ্ত কর্মীদের মিলবে ডীয়ারনেস রিলিফ (DA Hike with DR)।

পুজোর মাঝেই বা দশেরার আগে ঘোষণা হবার সম্ভাবনা রয়েছে নতুন এই ৪% মহার্ঘ ভাতা। দিওয়ালি এর আনন্দ বাড়ানোর জন্যই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। এই ৪% ডিএ বিষয়ে সরকারি কোন ঘোষণা হয়নি এখনো পর্যন্ত। ৪% ডিএ বাড়লে কেন্দ্রের সরকারি কর্মীদের মিলবে ৪৬% হারে মহার্ঘ ভাতা। আর ৩% বৃদ্ধি হলে হবে ৪৫% ডিএ।

এই ঘোষণা হলে তা অবশ্যই গত জুলাই মাস থেকেই কার্যকর হবে। আর বেতনে বাড়তি এই টাকা পেতে শুরু করবেন নভেম্বর মাসের বেতনের সাথেই। বাকি বকেয়া টাকা তারা পাবেন এরিয়ার হিসেবেই। এই সুবিধা পেতে চলেছেন দেশের ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে সাথে ৬৮ লক্ষ পেনশনার্স।

এবারে একটি উদাহরণ দিয়ে দেখে নেয়া যাক যে, কত টাকা বাড়তে পারে। এক্ষেত্রে যদি কোন সরকারি কর্মীর মূল বেতন হয় ৩০ হাজার টাকা। সেক্ষেত্রে ৪% ডিএ দিলে বাড়তি যুক্ত হবে আরও ১২০০ টাকা। আর ৩% দিলে মিলবে বাড়তি ৯০০ টাকা। এই হিসেবে মূল বেতনের সাথেই হিসেব হয়ে থাকে। বর্তমান হিসেবে ডিএ ৪২% হারে ৩০ হাজার মূল বেতনের কেন্দ্রীয় সরকারি কর্মীর ডিএ বাবদ প্রাপ্তি হচ্ছে ১২ হাজার ৬০০ টাকা মাত্র।

আরও পড়ুন, বকেয়া ডিএ মিলবে সরকারি কর্মীদের, তবে কত দিনের!

অপরদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তি মাত্র ৬% হারেই। সেক্ষেত্রে ৩০ হাজার টাকা বেতনের সরকারি কর্মীদের ডিএ মিলছে সব মিলিয়ে মোট ১ হাজার ৮০০ টাকা। সেক্ষেত্রে ঐ ৩০ হাজার টাকা মূল বেতনের রাজ্য সরকারি কর্মী কেন্দ্রের কর্মীর তুলনায় কম পাচ্ছেন ১০ হাজার ৮০০ টাকা। এই সকল কারণেই কোলকাতার বুকে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের বকেয়া ডিএ আন্দোলন। সম্প্রতি তারা কর্মবিরতি পালন করেছে সারা রাজ্য জুড়েই। রাজ্যের সরকারি কর্মীদেরও কী বাড়তে পারে মহার্ঘ ভাতা! আপনার সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। এছাড়া সরকারি কর্মীদের DA Hike সঙ্ক্রান্ত নানা আপডেট পেতে দেখতে থাকুন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল