নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতি যেন এক চৌম্বকীয় আকর্ষণে আকৃষ্ট গোটা দুনিয়া। বিনোদনের শিখরের দিকে জায়গা করে নিচ্ছে এই ডিজিটাল মিডিয়া। এর থেকে সাধারণ মানুষ যেমন প্রকাশ করছে নিজেদেরকে, পাচ্ছে বিনোদন। ঠিক তেমন করেই অনেকে কম বেশি ইনকাম করছে এর সাহায্যেই। অনেকে তো চাকরীরত মানুষের থেকেও বেশি রোজগারের উপায় করে নিচ্ছে এই প্ল্যাটফর্মে। Facebook Earning বর্তমানে দারুণ সুযোগ দিচ্ছে। মেটা এই বিষয়ে কি জানিয়েছে, তা দেখে নেয়া যাক।
উৎসবের মরশুমে কিছু বাড়তি পাওনা কে না চায়! আর তাও যদি হয় বেশ ভালো পরিমাণে, তাহলে তো আর কোন কথাই নেই। তো এবারে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের আনন্দের সীমা নেই। কারণ সম্প্রতি এই উৎসবের মরশুমে বোনাস দেবার কথা জানিয়েছে সংস্থা। মনিটাইজেশন আর নানা ধরণের বিজ্ঞাপনের সাহায্যে ইনকাম হয় সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের। তবে এবারে আরও কোন কোন উপায়ে টাকা উপার্জন করতে পারবে তারা, জানিয়েছে সংস্থা।
এক্ষেত্রে আরও জানা যাচ্ছে যে, নতুনদের পাশাপাশি পুরাতন ক্রিয়েটরদেরও মিলবে এই সুযোগ। এবারে ফেসবুকের (Facebook Earning) সাথে সাথে ইন্সটাগ্রামেও আয় (Instagram Earning) করতে পারবেন মোটা টাকা। সঠিক পদ্ধতি জানিয়েছে মেটা। ফেসবুকে টাকা আয় করার সাথে সাথেই এই বোনাস পাবার উপায় জেনে নেয়া যাক এবারে।
এবার থেকে ইন্সটাগ্রাম এর মাধ্যমে ইনভাইট-অনলি (Invite Only on Instagram) বোনাস ঘোষণা করেছে ফেসবুক। বিভিন্ন ধরণের ফটো বা রিলস শেয়ার করে এই ধরণের বোনাস রিওয়ার্ড পেতে পারেন ক্রিয়েটরেরা। প্রথমে নির্বাচন করা কিছু ক্রিয়েটরের কাছেই পাঠানো হবে এই ধরণের ইনভাইট-অনলি বোনাস। এক্ষেত্রে তাদের শেয়ার করা কনটেন্ট এর ভিউ এর ওপরে হিসেব করেই দেওয়া হবে এই বোনাস।
বর্তমানে গোটা বিশ্বের 35 টি দেশে ইন্সটাগ্রাম সাবসক্রিপশন (Instagram Subscription) পদ্ধতি চালু করেছে মেটা। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার একাউন্টে চাইলেই পেইড সাবসক্রিপশন করে নিতে পারবেন। এছাড়া ইন্সটাগ্রামের মতো এই সুবিধা রয়েছে ফেসবুকেও। আগামীতে এই সুবিধা পেতে চলেছেন কয়েক লক্ষ ক্রিয়েটর। বিভিন্ন রিলস বা স্টোরি শেয়ার করে এই ধরণের প্রমোশন করা যাবে। এক্ষেত্রে 30 দিনের ফ্রি সাবসক্রিপশন এর সুযোগও পাবেন তারা।
একাউন্টের ফলোয়ার্স সংখ্যা হতে হবে কমপক্ষে 5 হাজার আর ক্রিয়েটরের বয়স অবশ্যই হতে হবে 18 বছর বা তার বেশি। তাহলেই মিলবে এই বিশেষ সুযোগ। এবার থেকে চালু করে দিতে পারেন আয়ের আরও একটি নতুন অপশন। সেটি হচ্ছে, “Allow Brand Partner to Boost”, যা আয়ের নতুন পথ খুলে দেবে কনটেন্ট ক্রিয়েটরদের। নিজের একাউন্টে আজই ভিজিট করুন আর চেক করুন যে আপনার ক্ষেত্রে এই সুযোগ চালু হয়েছে কিনা! যদি না হয়ে থাকে, তাহলে অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন