রকারি কর্মীদের ডিএ এর বকেয়া কেন্দ্র করে একটি মামলা (WB DA Case) জারি করা হয়েছিল। হাইকোর্ট এই ডি এ মামলার বকেয়া মেটানোর জন্য নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের এই নির্দেশ রাজ্যে র তরফ থেকে গ্রাহ্য করা হয়নি। তার ফলে সেই মামলা সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হয়।
হাইকোর্টে তরফ থেকে গত ২০২২ সালের ২০ মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিলো যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ মিটিয়ে দিতে হবে এবং রাজ্য সেই রায় চ্যালেঞ্জ করে আদালতে একটি রিভিউ পিটিশন ও জমা করেছিল এবং তা খারিজ হয়ে গিয়েছিল। এই অবস্থার মধ্যে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল। এই মামলাটি সুপ্রিম কোর্টে করা হয়েছিল এবং সেই মামলার এখনো কোন রায় বের হয়নি। যার ফলে সেটি শীর্ষ আদালতে এখন ও পর্যন্ত ঝুলে রয়েছে।
২০১৬ সাল থেকে সুপ্রিম কোর্টে ডি এ সংক্রান্ত যে মামলাটি চলছে তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত একটি মামলা। এই মামলাটি এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট এসে পৌঁছেছে। প্রথমে রাজ্য সরকার স্যাটে জয় পেলেও পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন।
২০২০ সালে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে ৩শতাংশ ডি এ বৃদ্ধি পেয়েছিল এবং তারপরে ২০২৩ সালে যখন বাজেট হয়েছিল তখন আরো ৩ শতাংশ বৃদ্ধি পায়। এরপর ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে মমতা ব্যানার্জির সরকার আরো চার শতাংশ ডিএ বৃদ্ধি করে। এপ্রিল মাস থেকে আরও চার শতাংশ ডি এ কার্যকর হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিষয় টি হল এই সবকিছুর মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ অনেকবার বেড়ে ৫০ শতাংশ হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলা ডি এ বৃদ্ধির ক্ষেত্রে ১৪ শতাংশে আটকে রয়েছে।
রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তির পরিমাণ
২০০৯ সালের জুলাই মাস থেকে শুরু করে ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডি এ কেন্দ্র করে বর্তমানে এই ডি এ মামলাটি চলছে। এই মামলা জিততে পারলে গ্রুপ ডি কর্মীরা বকেয়া হিসেবে পাবে ২ লাখ টাকা। গ্রুপ সি কর্মীরা ২ লাখ ২০ হাজার টাকা, গ্রুপ বি কর্মীরা ৩ লাখ ১০ হাজার টাকা এবং গ্রুপ এ কর্মীরা পাবে প্রায় ৪ লাখ টাকা।
উচ্চ আদালতে তরফ থেকে রাজ্যকে 2022 সালের ২০ মে কেন্দ্রীয় কর্মীদের সমান ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার একটি নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই রায় মেনে রাজ্য সরকারকে কর্মীদের ডি এ দিতে গেলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ করতে হবে । মমতা ব্যানার্জি র সরকার জানিয়েছে যে এত টাকার ব্যয়ভার গ্রহণে রাজ্য অপারক।
সুপ্রিমকোর্টে রাজ্য সরকার বকেয়া ডিএ সংক্রান্ত মামলা দায়ের করে গত ৩ নভেম্বর, ২০২২ তারিখে। এর পর প্রথম শুনানি হয়েছিল গত ১৮ নভেম্বর ২০২২ তারিখে। এর পরেও বেশ কয়েকবার শুনানির তারিখ দেওয়া হলেও প্রতিবারই তারিখ পিছিয়েছে। গত ১৭ জুলাই, ২০২৪ তারিখে মামলাটি ফের সুপ্রিম্ম কোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল ৬০ নম্বর সিরিয়ালে। তবে এবারেও মেলে নি কোন সুরাহা।
সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার নয়া তারিখ
এর ফলে রাজ্যের সরকারি কর্মীদের হতাশা বেড়েছে অনেকটাই। ফের অপেক্ষা করতে হবে তাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। এবারে রাজ্যের আইনজীবী হিসেবে নিযুক্ত অভিষেক মনু সিংভি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়ে নেন। অন্যদিকে কনফেডারেশন এর আইনজীবী দ্রুত এই মামলার নিষ্পত্তির কথা জানান। তবে শেষমেশ বিচারপতিদ্বয় ফের এই বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে দেন। পরে একদিন এই মামলার শুনানি হবে বলেই জানান তাঁরা।
রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার এই বারংবার শুনানির তারিখ পেছনো নিয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন