মেধার কদর সর্বত্রই। মেধার উপর ভিত্তি করে এগিয়ে যায় আমাদের সমাজ। ONGC scholarship – দারুণ একটি স্কলারশিপ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থের অভাবে অনিচ্ছাকৃত ভাবেই থেমে যায় মেধার রথ। যদিও অনেক সংস্থা আবার তৎকালীন দিনে এগিয়ে এসে দাঁড়ায় মেধার পাশে। ঠিক তেমনি ভারতীয় একটি সংস্থা Oil of Natural Gas Corporation of India বা ONGC সুখবর নিয়ে এল মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য। ভালো পরিমান টাকা দিয়ে পাশে থাকবে যোগ্য শিক্ষার্থীদের এই সংস্থা। এই ONGC scholarship পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস,শিক্ষাগত যোগ্যতা এবং এটি পাওয়ার উপায় সম্পর্কে আমরা এখন আলোচনা করবো।
অর্থের অভাবে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য বহু সংস্থা এগিয়ে আসে স্কলারশিপের মাধ্যমে। সেরকমই ONGC দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বছর ভালো পরিমাণ বৃত্তি দিয়ে থাকে।
ONGC scholarship পাওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
1)আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
2)স্নাতক তারিখ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিষয় পাঠ করতে হবে আবেদনকারীকে।
3) পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে স্নাতক স্তরে আবেদনকারীকে কমপক্ষে ষাট শতাংশ নিয়ে জিওলজি জিওগ্রাফি ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে।
4)জেনারেল ও ওবিসি দের জন্য বার্ষিক আর সর্বোচ্চ সীমা হতে হবে 2 লাখ এবং তপশিলি জাতিদের জন্য এই সীমা হতে হবে 4.5 লাখ।
5)এই বৃত্তির আবেদনের জন্য আবেদনকারীর বয়সের সীমা ৩০ বছর।
ONGC scholarship এ ছাত্র-ছাত্রীদের কোর্স অনুসারে সর্বাধিক আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে উক্ত সংস্থার পক্ষ থেকে। এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীকে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয় সেগুলি:-
1) আধার কার…
2) দ্বাদশ পাশের মার্কশিট।
3) স্নাতক পাশের মার্কশিট।
4) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
5) কাস্ট সার্টিফিকেট (ক্ষেত্রবিশেষে)।
6) পরিবারের আর্থিক আয়ের প্রমাণপত্র।
ONGC scholarshipনির্বাচন পদ্ধতি:
ওএনজিসি ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যোগ্য আবেদনকারীদের নির্বাচন করবে। যেমন:
1)অধ্যয়নের প্রতিটি যোগ্য কোর্সের জন্য নির্ধারিত যোগ্যতা পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রার্থীর নির্বাচন করা হবে।
2)শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগ্যতার পরীক্ষায় সমান নম্বর থাকলে পরিবারের নিম্ন আয়ের শিক্ষার্থী বাছাই করা হবে।
3)দারিদ্র্য সীমার নীচের (BPL) পরিবারের ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অন্যান্য ছাত্রদের বিবেচনা করা হবে শুধুমাত্র যদি BPL পরিবার থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী যোগ্যতার মানদণ্ড পূরণ না করে।
স্কলারশিপ পেতে এবারে 60 শতাংশ নম্বরই যথেষ্ট, কীভাবে পাবেন পদ্ধতি দেখুন।
কীভাবে করবেন আবেদন?
স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
1)যোগ্য শিক্ষার্থীরা শুধুমাত্র ongcscholar এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
ওয়েবসাইটে অনলাইন মোডের মাধ্যমে ONGC ফাউন্ডেশন স্কলারশিপ স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারে।
2) ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, এমবিএ এবং জিওলজি/জিওফিজিক্স স্টুডেন্টদের জন্য ওএনজিসি স্কলারশিপ স্কিমের জন্য অনলাইনে আবেদন করার ধাপগুলি সম্পর্কে জানুন।
3) ONGC ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট যেমন www.ongcscholar.org দেখুন।
4) মেনু বার থেকে ‘অ্যাপ্লাই ফর স্কলারশিপ’ অপশনে ক্লিক করুন।
5) সাধারণ বিভাগ, ওবিসি বিভাগ এবং এসসি/এসটি বিভাগের শিক্ষার্থীদের তালিকা থেকে আপনি যে বৃত্তি প্রকল্পের জন্য যোগ্য তা নির্বাচন করুন।
6) আবেদনপত্র পূরণ করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ুন।
7) আপনার সমস্ত বিবরণ দিয়ে সাবধানে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন।
8) অনলাইনে সহায়ক নথি আপলোড করুন।
9) সমস্ত বিবরণসহ আবেদনপত্র ডাউনলোড করুন।
10) আবেদনপত্রের সাথে সহায়ক নথি সংযুক্ত করুন।
11) সংশ্লিষ্ট ওএনজিসি অফিসে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠান (আবেদনপত্রে উল্লেখ করা হবে)।
ONGC scholarship এর সংখ্যা:
ONGC ফাউন্ডেশন শিক্ষার্থীদের মোট 2000 বৃত্তি প্রদান করে। বৃত্তির বিভাগ-ভিত্তিক এবং অঞ্চল-ভিত্তিক সংখ্যা নীচে বর্ণিত হয়েছে।
1) ইকোনমিক্যাল উইকার জেনারেল ক্যাটাগরি স্কলারশিপ – 500 টাকা।
2) ওবিসি ক্যাটাগরি স্কলারশিপ স্কিম – 500 টাকা।
3) SC/ST ছাত্রদের জন্য স্কলারশিপ – 1000 টাকা।
বর্তমানে ONGC scholarship আবেদন করার প্রক্রিয়াটি চলছে। ইচ্ছুক আবেদনকারীরা আগামী জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অতএব আর দেরি না করে প্রয়োজনীয় নথি যোগাড় করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এই স্কলারশিপ পাওয়ার জন্য। এমন আরও বিষয়ে জানতে থাকুন আমাদের সাথে থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন