দীপাবলি রিচার্জে সেরা ভ্যালিডিটি, দিন শেষে অফুরন্ত ইন্টারনেট দিচ্ছে Jio! পেতে দেখুন।

Mobile Recharge Plan

জিও ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হচ্ছে দারুণ আর নতুন Mobile Recharge Plan -এর জনপ্রিয়তা বৃদ্ধি। এবারে বিজয়া দশমী এবং আগামী দীপাবলি উপলক্ষ্যে একটি দারুণ অফার চালু করেছে জিও। তবে কীভাবে আপনি এই নতুন সুবিধা পেতে পারেন, কীভাবে করতে হবে রিচার্জ, কত টাকা রিচার্জে মিলবে এই সুবিধা। এই সমস্ত বিষয়ে জেনে নেয়া যাক এই মোবাইল রিচার্জ সংক্রান্ত প্রতিবেদনে।

ভারতের সর্ব বৃহৎ মোবাইল রিচার্জের কোম্পানি হচ্ছে রিলায়েন্স জিও। এর গ্রাহক সংখ্যাও তাক লাগানোর মতোই। জিও (Jio) তার গ্রাহকদের কথা চিন্তা করে প্রায়ই নতুন নতুন সময়োপযোগী প্ল্যান (Recharge Plan) লঞ্চ করে থাকে। এতে গ্রাহকেরা বেশ আকৃষ্ট এবং উপকৃত হন। কারণ প্ল্যান গুলির দামের তুলনায় সুবিধা গুলি থাকে বেশ লাভজনক। এমন আকর্ষণীয় প্ল্যানের কথা আজকের আলোচনায় থাকবে। এখানে আপনি আপনার দরকারি প্ল্যান পেয়ে যাবেন। চলুন তবে প্ল্যান গুলি জেনে নেয়া যাক।

Mobile Recharge Plan by Jio

(2/5) জিও এর এই Jio 399 Plan -এর মধ্যে পাওয়া যাবে 75 জিবি মাসিক ডেটা। একসাথেই এই ডেটা দিয়ে থাকে জিও। এই ডেটা শেষ হয়ে যাবার পরেও আপনি ডেটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এই Postpaid Plan -এর বিশেষ সুবিধা হিসেবে আপনি প্রতি জিবি 10 টাকা হিসেবে খরচ করে ব্যবহার করতে পারবেন। এর সাথে আরও ৩ টি সিম কার্ড নিতে পারবেন প্রতি ক্ষেত্রে অতিরিক্ত 99 টাকা চার্জ করা হবে।

এই প্ল্যানের সাথে আরও যে যে সুবিধা মিলবে তা হচ্ছে, প্রতিদিন আনলিমিটেড কল করার সুযোগ। এর সাথে থাকছে প্রতিদিন 100 টি করে মেসেজ পাঠানোর সুযোগ। এছাড়া অতিরিক্ত সিম কার্ডের প্রতিটির সাথে আরও 5 জিবি করে ফ্রি ডেটার সাথেই Jio TV, Jio Cinema, Jio Cloud ব্যবহারে সুবিধা। এই Mobile Recharge Plan আপনার কাজের মনে হলে ব্যবহার করে দেখতে পারেন।

(2/5) একটি নতুন সুযোগ দিচ্ছে এই Jio 5G. আপনার অবস্থান যদি হয়ে থাকে এই নেটয়ার্ক কভারেজ এরিয়ার মধ্যে, তাহলে আর রিচার্জ নিয়ে কোন ঝামেলাই নেই। কারণ এখানে থাকলে আপনি বিনামূল্যে জিও এর ‘5G’ সুবিধা নিতে পারবেন। অফুরন্ত ইন্টারনেট ব্যবহারে লাভ পেয়ে যাবেন আপনিও।

জিও মোবাইল রিচার্জের আরও অফার দেখুন।

(3/5) এবারে বলবো জিও এর 299 টাকার পোস্ট পেইড প্ল্যানের কথা। দিন শেষে মিলবে অফুরন্ত ইন্টারনেট। কারণ আপনাকে এই প্ল্যানের মাধ্যমে দেওয়া বাল্ক ডেটা (Internet Data) যদি আপনি শেষ করতে না পারেন, তবে শেষ তারিখে তা আপনি একসাথে ব্যবহার করতে পারবেন।

(4/5) এই Jio 299 Postpaid Plan -এর মাধ্যমে আপনাকে দেওয়া হবে একসাথে 30 জিবি বাল্ক ইন্টারনেট ব্যবহারের দুর্দান্ত সুযোগ। এটি পোস্ট পেইড সিস্টেমের একটি দারুণ সুবিধা। কারণ Prepaid -এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিনের ডেটা প্রতিদিন শেষ করে ফেলতে হবে। নাহলে তা আর পরের দিনের জন্য জমা থাকবে না।

সেরা অফার, নতুন বছরে গ্রাহক বাড়ছে লাখ লাখ!

(5/5) জিও এর প্রি-পেইড এর মতো পোস্ট-পেইড প্ল্যান গুলিও বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে। তবে আপনি নিজের সুবিধা মতো প্ল্যানের খোঁজ পেতে আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করতেই পারেন। এখানে আমরা আমাদের টেলিকম সেকশনে নানা ধরণের লাভজনক এবং নতুন নতুন Mobile Recharge Plan সম্পর্কে আলোচনা করে থাকি। প্রতিবেদন পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল