নিজস্ব প্রতিবেদনঃ কিছুতেই পড়াশোনায় মন বসছে না? সামনেই পরীক্ষা, অথচ সিলেবাস শেষ হয় নি এখনো। পরীক্ষায় ভালো ফলাফল করা নিয়ে বেশ চিন্তিত! আর দেরী নয়। আজকেই জেনে নিন এই দশ টিপস (Top Study Tips), ফল মিলবে হাতেনাতে। দ্রুত সিলেবাস শেষ করে ভালো নাম্বার পেতে অভিজ্ঞদের দেওয়া বিশেষ কিছু টিপস দেখুন।
Top Study Tips to complete your syllebus
পরপর ফেস্টিভ্যাল কাটিয়ে এবার দরজায় কড়া নাড়ছে অ্যানুয়াল এক্সাম। কম সময়ে সিলেবাস কমপ্লিট করার টিপস রইল আজকের প্রতিবেদনে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অক্টোবর ও নভেম্বর জুড়ে একের পর এক ফেস্টিভ্যালে উৎসব মুখর বাঙালি। কিছুদিন আগেই সদ্য কেটেছে দীপাবলি ও ভাইফোঁটা। যথারিতী উৎসবের আবহে মন বসেনি পাঠ্যক্রমে। এদিকে, নভেম্বর গড়াতেই দরজায় হাজির অ্যানুয়াল এক্সাম। রোজ বই নিয়ে বসলেও মন আসছে না পড়াশোনায়। এহেন পরিস্থিতিতে কী করণীয়? সমস্যায় বহু পড়ুয়া। আজকের প্রতিবেদনে রইল সেই সমস্যা কাটানোর একগুচ্ছ উপায়। এই দশ মজাদার টিপস মেনেই অল্প সময়ে কমপ্লিট করে ফেলুন সমস্ত সিলেবাস।
১) বারবার লেখার অভ্যাসঃ-
কোনো একটি কঠিন প্রশ্ন মুখস্থ করার পর তা মৌখিকভাবে আওড়ানো সেরে চটপট লিখে (Writing Habit) ফেলুন খাতায়। এতে হাতের স্পিড যেমন বাড়বে তেমনই কঠিন প্রশ্নটি ভুলবেন না সহজে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা বছরের শেষে তৃতীয় পর্বের পরীক্ষার চিন্তা দূর করতে কাজে লাগাতে পারেন এই সকল টিপস।
২) আগের বছরের প্রশ্নপত্রের অনুশীলনঃ-
পরীক্ষা প্রস্তুতির সময় পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের (Previous Year Question Paper Solve) অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রশ্ন সম্বন্ধে ধারণা যেমন ক্লিয়ার হবে তেমনই কোন প্রশ্নে বেশি গুরুত্ব দেবেন তাও বুঝতে পারবেন সহজেই।
৩) ক্যুইজঃ-
একটি অধ্যায় পড়ার পর সেই অধ্যায়ের শর্ট প্রশ্ন নিয়ে নিজের সাথেই খেলুন ক্যুইজ। এতে MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নে দক্ষতা বাড়বে। বিষয়ের ওপরে জ্ঞান আরও প্রখর হবে। সাথেই বাড়বে নিজের কনফিডেন্স।
৪) রেকর্ডিং মেথডঃ-
একটি কোয়েশ্চেন মুখস্থ করার পর নিজের ভুল ত্রুটিগুলি বিবেচনা করার জন্য রেকর্ডিং মেথড অ্যাপ্লাই করুন। নিজের বলা নিজে শুনলে ক্লিয়ার হবে ভুল ত্রুটি। তা শোধরাতে পারবেন নিজেই।
৫) স্টাডি গ্রুপঃ-
দ্রুত সিলেবাস কমপ্লিট করার জন্য সাহায্য নিতে পারেন স্টাডি গ্রুপের। বন্ধুরা একসঙ্গে পড়াশোনা (Group Study Tips) করলে শর্টলিস্ট করতে পারবেন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি।
৬) সহজে পড়া মনে রাখার উপায়ঃ-
পড়া সহজে মনে রাখার জন্য ছোট ছোট শব্দ বা পছন্দসই তথ্য মাথায় রাখুন। এতে পরীক্ষা হলে পড়া মনে (Memory Power Develop) পড়বে দ্রুত।
৮) কিছু বাদ দিনঃ-
হাতে অল্প সময় থাকে আর একগুচ্ছ সিলেবাস কমপ্লিট করার থাকে, তবে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলি আগে অভ্যাস করুন। তারপর সময় থাকে বাকি অংশগুলির পাঠে মন দেবেন।
৯) রিভিশনঃ-
পরীক্ষায় ভালো ফল করার জন্য রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। যতবার রিভিশন তত ভালো অভ্যাস, তত ভালো নম্বর। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ স্টাডি টিপস।
১০) স্ট্রেস নেবেন নাঃ-
পরীক্ষার আগে কখনোই অতিরিক্ত স্ট্রেস নেবেন না। প্ল্যান করে পড়াশোনা করলে অল্প সময়েও কমপ্লিট করা যায় সিলেবাস। এমনকি পরীক্ষায় ভালো ফল করার জন্যও স্ট্রেস রিলিজ করাটাও অত্যন্ত জরুরী। পরীক্ষার আগে এমন ধরণের আরও টিপস, সাজেশন পেতে সঙ্গে থাকুন। যুক্ত থাকুন আমাদের হোয়াটস্যাপ গ্রুপেও। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন