Nabanna Scholarship: মেধাবী পড়ুয়াদের মাসে 10 হাজার, মুখ্যমন্ত্রীর উপহার!

Nabanna Scholarship সম্পর্কে আজকের এই বিশেষ প্রতিবেদন। রাজ্যের মেধাবী পড়ুয়া যারা অর্থাভাবে পড়াশুনার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য দারুণ এক সুখবর রয়েছে। নবান্নের তরফ থেকে যারা পড়াশোনা করছেন বা চাকরির জন্য নিজেদের তৈরি করছেন তাদের জন্য দারুন এক সুসংসাবাদ নিয়ে এসেছে। এখন থেকে চাকরী প্রার্থী এবং পঠন পাঠন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য এক স্কলারশিপ (Nabanna Scholarship) চালু করতে চলেছে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীদের 10,000 টাকা দেবে রাজ্য সরকার। Nabanna Scholarship এর বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

Nabanna Scholarship -এর উদ্দেশ্য:-

এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রী ও চাকরী পরীক্ষার জন্য পড়ুয়াদের সরাসরি অনুদান দেওয়া হবে।
Nabanna Scholarship -এর স্কলারশিপের পরিমান:-
এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের এককালীন 10,000 টাকা অনুদান দেওয়া হবে।

আবেদনের জন্য যোগ্যতা:-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক /স্নাতক পাশ করতে হবে।
  • পূর্ববতী পড়াশুনার পর নতুন শিক্ষা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
  • পড়াশুনার শেষ কোর্সে 50 শতাংশ বা তার থেকে বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজার টাকার নিচে হতে হবে।

প্রয়োজনীয় নথি:-

1. একটি বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি প্রদান করতে হবে।
2. সর্বশেষ পরীক্ষার মার্কশিট এর ফটোকপি।
3. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফটোকপি।
4. নতুন কোর্সে ভর্তি হওয়ার প্রমাণ পত্র।

5. পরিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট।
6. সেল্ফ ডেক্লারেশন (উক্ত নথিতে আবেদনকারী ও আবেদনকারীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সই থাকতে হবে)।
7. ক্যারেক্টার সার্টিফিকেট (গ্রাম পঞ্চায়েত প্রধান বা বিধায়ক বা কোনো সরকারি উচ্চ পদস্থ ব্যাক্তির সুপারিশ পত্র থাকতে হবে)।
8) একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি:-

Nabanna Scholarship এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস সহ একটি সাদা ঘামের ভেতরে করে নিম্নোক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

নবান্ন স্কলারশিপ 2023 বা উত্তরকন্যা স্কলারশিপ 2023 উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান। আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। এবারে সহজ আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।

  • নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
  • প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
  • আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।
  • নিজের এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
  • কোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। যাতে তারা সমস্ত নথি গুলি যাচাই করে নিতে পারেন। তবে এক্ষেত্রে Nabanna Scholarship -এর জন্য কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।

স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna Scholarship)
প্রদানকারী দপ্তর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল
টাকার পরিমান ১০,০০০/-
হেল্পলাইন নম্বর (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮
আবেদন পদ্ধতি অফলাইন
অফিশিয়াল ওয়েবসাইট www.wbcmo.gov.in

উত্তরবঙ্গের পড়ুয়া জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

The Hon’ble Chief Minister,
Government of West Bengal,
Uttarkanya,
P.O. Satellite Township,
Fulbari,
Jalpaiguri – 734015

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মেধাশ্রী স্কলারশিপ এর আবেদন শুরু, টাকা পেতে আবেদন পদ্ধতি দেখুন।

দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

The Hon’ble Chief Minister,
Government of West Bengal,
Nabanna,
325, Sarat Chatterjee Road,
Howrah – 711102

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল