নিজস্ব প্রতিবেদনঃ ব্যবসা করতে কে না চায়! তবে সঠিক এবং সহজ ব্যবসা করার কিছু আইডিয়া জানা না থাকলে দেখুন আজকের এই প্রতিবেদন। কারণ আমরা বেশ কিছু স্বল্প পুঁজির ব্যবসা হিসেবে Small Business Idea সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। তাই বেশি দেরী না করে চলুন দেখে নেয়া যাক।
ঘরের পড়ে থাকা একটি রুমেই আপনি শুরু করতে পারবেন এই ব্যবসা। এর জন্য আপনাকে করতে হবে না নতুন করে কন্সট্রাকশন। নিজের ঘরে ব্যবসা শুরু করলে বেশ কিছু সুবিধাও রয়েছে। এক্ষেত্রে খরচের পরিমাণ কমে। সাথেই ব্যবসাকে অপারেট করাও বেশ সহজ হয়। করের ক্ষেত্রেও পাওয়া যাবে ছাড়। কাজের প্রতি দেওয়া সম্ভব হবে বেশি নজর। এছাড়া নিজের চিন্তাকে স্বাধীনভাবে ব্যবহার করাও সম্ভব হবে।
এবারে এমন ধরণের কিছু ব্যবসা যা শুরু করা যাবে নিজের বাড়িতেই, সেই সকল ব্যবসা সম্পর্কে জেনে নেওয়া যাক।
১। ড্রপ শিপিং ব্যবসাঃ- বর্তমানে ডিজিটাল কেনাকাটার যুগে এই ব্যবসার রমরমা বাজার। এই ধরণের ব্যবসার ক্ষেত্রে আপনি নিজের বাড়ির পড়ে থাকা রুম ব্যবসার জন্য কাজে লাগাতেই পারেন।
২। প্রিন্টিং ব্যবসাঃ- বর্তমানে মানুষ শৌখিনতার চরম পর্যায়ে পৌঁছেছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরণের জিনিসের ওপরের প্রিন্টিং করে খুচরো এবং পাইকারি হিসেবে ভালো লাভ করতে পারবেন। কাঁচের মগ, গ্রাসের ওপরে প্রিন্টিং, টি-শার্ট প্রিন্টিং, ফটো ইত্যাদির ব্যবসা কম খরচে বেশ লাভজনক।
৩। হস্তশিল্পঃ- বিভিন্ন রকমের হাতের কাজ করেও ভালো ব্যবসা শুরু করা যাবে। এক্ষেত্রে কানের দুল, মহিলাদের গলার সেট ইত্যাদি সাজ সরঞ্জামের প্রোডাক্ট তৈরির ব্যবসা করা যেতেই পারে। এতে পুঁজিও যেমন লাগে কম, অপরদিকে লাভের পরিমাণও তাক লাগানোর মতোই।
৪। ওয়েব ডিজাইনঃ- অল্প দিনের একটি কোর্স করেই আপনি এই ওয়েব ডিজাইন থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সংক্রান্ত কাজ করতে পারেন। এতে আপনি সম্পূর্ণ বিনা পুঁজিতে শুরু করতে পারবেন এই ব্যবসা।
এছাড়া আরও কিছু ব্যবসা হিসেবে ঘরে বসে শুরু করতে পারেন ফুড সার্ভিস, বিউটি পার্লার, ইলেকট্রিক সরঞ্জামের দোকান, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডোমেইন ক্রয় বিক্রয়, পুরাতন মোবাইল বিক্রয়, ল্যাপটপ ক্রয় বিক্রয়ের ব্যবসা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের ইউটিউব চ্যানেল, মোবাইল মেরামতির ব্যবসা, নার্সারি, ম্যাসেজ থেরাপি ইত্যাদি বেশ লাভজনক ব্যবসা। Small Business Idea সংক্রান্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন। সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Written by Joy Halder.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন