নিজস্ব প্রতিবেদন: স্কুলের ছুটির তালিকা প্রকাশ করল বিহার সরকার। আর এই ছুটির তালিকা ঘিরেই তোলপাড় হচ্ছে দেশের রাজনীতি। প্রতিবারের ছুটির তালিকায় নানা বদল হলেও কিছু সাধারণ ছুটি আছে, যা অপরিবর্তিত থাকে। তবে এবারে এই স্কুল ছুটির তালিকা থেকে বাদ গেল বেশ কিছু ছুটি। স্কুল ছুটির তালিকা (School Holiday in Bihar) থেকে বাদ পড়ল একগুচ্ছ ছুটি! গরমের ছুটিতেও স্কুল যেতে হবে শিক্ষকদের, দেখুন বিস্তারিত।
সরকারি ছুটির তালিকায় নেই বছরের অধিকাংশ ছুটি। চলতি বছরের তুলনায় আগামী বছরের ছুটি কমছে পড়ুয়াদের। পাশাপাশি, সামার ভ্যাকেশনে স্কুল যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সরকারি ছুটির তালিকা দেখে কার্যত হতাশ হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। আগামী বছরের একগুচ্ছ ছুটি কমলো তাঁদের! ছুটি থাকছে না জন্মাষ্টমী, শিবরাত্রি, সরস্বতী পুজো ও ভাইফোঁটার দিনেও।
এদিকে, গ্রীষ্মাবকাশ বাড়লেও ছুটি পাবেন না শিক্ষক, শিক্ষিকারা। সরকার তরফের স্পষ্ট বক্তব্য, গরমে ছুটি থাকবে ছাত্রছাত্রীদের জন্য। এই সময় অভিভাবক সভা, স্পেশাল ক্লাস ও বিশেষ পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি। অর্থাৎ সামারে ‘হলিডে’ থাকলেও পূর্ণ স্কুল ছুটির আর্জি মানলো না রাজ্য সরকার। সাধারণত সমস্ত রাজ্যেই বছরের শুরুতে একটি বাৎসরিক ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
এদিন সোমবার বিহার সরকারের তরফে এই ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডারে সারাবছর মিলিয়ে মোট ২২০ দিন শিক্ষাদানের দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে। গরমের ছুটির দিনসংখ্যা বাড়িয়ে হয়েছে ৩০ দিন। বিহার সরকার কর্তৃক প্রকাশিত ছুটির ক্যালেন্ডার সামনে আসার পরই তীব্র তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দেখা যাচ্ছে, বিহারের সরকারি ছুটির ক্যালেন্ডারে অধিকাংশ হিন্দু উৎসবের দিনে ছুটি দেওয়া হয়নি।
উলটে ইদ-উল-ফেতর, বকরি ঈদের ছুটি বাড়িয়ে তিনদিন করা হয়েছে। হিন্দু উৎসবের ছুটি কমিয়ে মুসলিম উৎসবের ছুটি সংখ্যা বাড়তেই একহাত নিয়েছেন বিরোধীরা। আর এই তরজা থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে সরাসরি তোপ দেগেছে পদ্ম শিবির। একদিকে যেমন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল মোদীর মতে ‘এটি হিন্দুদের ভাগাবেগে আঘাত করার ঘটনা’, তেমনই বিজেপি এমপি সুশীল মোদীর মতে, রাজনৈতিক স্বার্থের কারণেই জাতিগত বিভেদ করছে নীতিশ কুমারের সরকার।
যদিও বিষয়টি নিয়ে পাল্টা মুখ খুলেছেন জেডিইউ মুখপাত্র। তিনি জানিয়েছেন, শিক্ষার অধিকার আইনকে মান্যতা দিয়েই এই ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকাকে ধর্মীয় বৈষম্যের চোখে না দেখে শিক্ষার চোখে দেখাই উচিত। এরমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বক্তব্যের ঝড়। তবে কী ছুটি নিয়ে নয়া পদক্ষেপ নেবে বিহার সরকার? উত্তর দেবে সময়। প্রতিবেদন পড়ার জন্য ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন