নিজস্ব প্রতিবেদনঃ এবারের মাধ্যমিক (Madhyamik) ব্যাচ তথা যারা আগামী বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য জরুরী এই খবর। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় নেওয়া হল বিরাট সিদ্ধান্ত! পরীক্ষায় মাঝে মাঝেই প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে এখানে সেখানে ঘটে অপ্রীতিকর ঘটনা। সেই সকল বিষয়ে এবারে পর্ষদের তরফ থেকে আগে থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কী কী নিয়মে আনা হচ্ছে বদল, চলুন দেখে নেয়া যাক আজকের এই প্রতিবেদনে।
এবারে পাতায় পাতায় থাকবে বিশেষ কোড। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে প্রশ্নপত্রে ব্যবহার হবে বিশেষ কোড। কোনো পরীক্ষার্থী যদি প্রশ্নফাঁসের চেষ্টা করেন তবে প্রযুক্তির সাহায্যেই শনাক্ত করা যাবে তাঁকে। লোকসভা ভোটের কারণে এগিয়ে এসেছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এদিকে, পরীক্ষা শুরুর মাস কয়েক আগেই শুরু হল প্রস্তুতি।
পরীক্ষার দিনগুলিতে যাতে নিরাপত্তা সুনিশ্চিত থাকে, তার জন্য এবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে চলেছে পর্ষদ। প্রশ্নফাঁস আটকাতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। সূত্রের খবর, ২০২৪ সালের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রের পাতায় পাতায় ব্যবহার হবে বিশেষ কোড। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি মোবাইল ফোনে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার মতলব করেন, তবে এই প্রযুক্তির সাহায্যেই হাতেনাতে ধরা যাবে তাঁকে। পর্ষদের তরফে জানানো হয়েছে, জালিয়াতি করা পরীক্ষার্থীকে এক নিমেষে শনাক্ত করবে প্রযুক্তি।
কিভাবে ব্যবহার হবে এই কোড?
উত্তর খোলসা করেছেন পর্ষদ সভাপতি। জানা যাচ্ছে, মাধ্যমিকের প্রশ্নপত্রে ব্যবহার হওয়া কোডটি উত্তরপত্রে লিখতে হবে পরীক্ষার্থীকে। সেক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্রশ্নে কোড থাকবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস করতে চাইলেই এই টেকনোলজি উক্ত পরীক্ষার্থীকে শনাক্ত করবে। আর শনাক্ত হতেই বাতিল হবে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা। প্রসঙ্গত, প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ক্রমশ বাড়ছে।
Exam Dates | Subjects (11:45 AM to 3 PM) |
February 2, 2024 | First Language Bengali, English, Gujarati, Hindi, Modern Tibetan, Nepali, Odia, Gurmukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali. |
February 3, 2024 | Second Language 1) English, if any language other than English is offered as First Language. 2) Bengali or Nepali, if English is the First Language. |
February 5, 2024 | History |
February 6, 2024 | Geography |
February 8, 2024 | Mathematics |
February 9, 2024 | Life Science |
February 10, 2024 | Physical Science |
February 12, 2024 | Optional elective subjects |
আরও পড়ুন, এগিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা, দেখুন মাধ্যমিক রুটিন ২০২৪
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ ও পরীক্ষার স্বচ্ছতা। আগের মাধ্যমিকেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল। পর্ষদের দিকে আঙুল তুলে অভিযোগ তোলেন অভিভাবক রাও। তাই আগামী মাধ্যমিকে ফের বিশৃঙ্খলা চায় না পর্ষদ। রাজ্যের অন্যান্য বড় পরীক্ষাগুলিতে টেকনোলজির ব্যবহারে সুফল মিলেছে হাতেনাতে। তাই মাধ্যমিক পরীক্ষাতেও প্রযুক্তি নির্ভরশীলতা বাড়াচ্ছে পর্ষদ। আর তারই একটি পদক্ষেপ হলো এই কোডের ব্যবহার। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন