গত সপ্তাহে নবান্ন সারা রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা করে। এ ছাড়াও, বুধবার রাজ্য সরকার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে, যাতে সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন এককালীন টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এতদিন অবসরের সময়ে সিভিক ভলান্টিয়াররা তিন লক্ষ টাকা পেতেন, কিন্তু এখন থেকে তাঁরা পাঁচ লক্ষ টাকা পাবেন। এর ফলে ৪০ শতাংশ অর্থ বৃদ্ধি হয়েছে। বিরোধীরা এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন।
Civic Volunteer: অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা
গতবার সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস নিয়ে বিতর্ক হয়েছিল। কলকাতার সিভিক ভলান্টিয়াররা যেখানে ৫,৩০০ টাকা বোনাস পেয়েছিলেন, জেলার সিভিক ভলান্টিয়াররা মাত্র ২,০০০ টাকা পান। এই বৈষম্যের বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন যে, জেলার সিভিক ভলান্টিয়াররাও কলকাতার মতোই সমান বোনাস পাবেন। জানুয়ারি মাসে সেই প্রতিশ্রুতি অনুযায়ী বর্ধিত বোনাস প্রদান করা হয়। এবছর নবান্ন ঘোষণা করেছে যে সকল সিভিক ভলান্টিয়াররাই ৬,০০০ টাকা পুজোর বোনাস পাবেন।
বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী অভিযোগ করেন যে সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বৃদ্ধির মাধ্যমে সরকার তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছে। তিনি বলেন, এই বাহিনী তৃণমূলের হয়ে ভোটে কাজ করে এবং নেতাদের তোলাবাজিতে সঙ্গত দেয়, তাই সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, তিনি বলেন, সিভিক ভলান্টিয়াররা চুক্তিভিত্তিক কর্মচারী, কিন্তু সরকারের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা একই সুবিধা পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রীর নীতি শুধুমাত্র নিজস্ব স্বার্থসিদ্ধির জন্যই তৈরি।
বছর শুরুতেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুন সুখবর শোনালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer)জন্য ১৬৫ শতাংশ বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো। শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বকেয়া টাকা এবার দেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সব(Civic Volunteer) সিভিক ভলান্টিয়ার দের ৫৩০০ টাকা করে বোনাস দেওয়া হবে। শুধু তাই নয় যারা পুজোয় ৫৩০০ টাকার কম বোনাস পেয়েছেন তাদের বকেয়া থাকা বর্ধিত বোনাসের অর্থ ফিরিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে সরকারি ভাবে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুলিশে কর্মরত (Civic Volunteer)সিভিক ভলান্টিয়াররা যে টাকা বোনাস হিসেবে পান পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলান্টিয়াররাও সেই সমান হারেই বোনাস পাবেন। অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা প্রত্যেকেই ৫৩০০ টাকা বোনাস এর সুবিধা লাভ করবেন। বেশ কিছুদিন ধরেই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছিল।
এ বিষয়ে বারবার নানা বিতর্কমূলক বক্তব্য সামনে আসছিল। বিভিন্ন মহলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা বোনাস হিসেবে ৫৩০০ টাকা পেয়েছেন। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের(Civic Volunteer) দেওয়া হয়েছে মাত্র ২০০০ টাকা। সরকার কেন এই বৈষম্য করছে এ বিষয়ে উঠেছিল নানা প্রশ্ন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াদের নিয়োগ করা হয়েছে।
২০২০ সাল থেকে তাদের বোনাস দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। গত বছরের দুর্গাপুজোর সময়ও রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের(Civic Volunteer) সিভিক ভলান্টিয়াররাও পুজোর বোনাস পান। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর সমস্ত বিভাজন ঘুচিয়ে দুই পুলিশ বাহিনীর সিভিক ভলান্টিয়াররা সমান হারে বোনাস পেতে চলেছেন। এই ধরণের আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন
দিদি সিভিকদের বেতন এর ব্যাপারটা একটু দেখুন.. অনেক কম বেতন পাই আমরা.. এখনকার বাজারমূল্য হিসেবে বেতনটা যদি বাড়াতেন তাহলে মা , বাবা , এবং গোটা পরিবার তা নিয়ে আমরা ভালো ভাবে থাকতাম। দিদি এই উপকারটা করুন দিদি হাত জোর কিরছি দিদি আপনাকে।