নিজস্ব প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ডিএ (WB DA Hike) সংক্রান্ত ফাটাফাটি খবর। রাজ্যের সরকারি কর্মীদের ফের সুখবর দিলেন রাজ্যের মাননীয়া! বহু বছর পর ফের একই বছরে ২ বার বাড়ল মহার্ঘ ভাতা! বিস্তারিত দেখে নেয়া যাক।
WB DA Hike again for Govt Employees
মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চলছে বহু দিন ধরেই। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের মতো সমান হারে ডিএ (WB DA Hike) এর সুবিধা লাভ করার জন্য দীর্ঘ ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ।
২০২৩ সালের শেষ দিকে নতুন বছরের উপহার স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যদিও তাতে একেবারেই খুশি হননি সরকারি কর্মীরা।
ফলে তাদের আন্দোলনও চলছিল সমান ভাবেই। তবে এবার আরো চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার এই ঘোষণার ফলে ২০২৪ সালের ১ মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। বর্তমানে তারা ১০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
গতবার রাজ্য বাজেট পেশ করার সময় ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ বাড়ানো হয়েছিল ৩%। সেই সময় ৩% ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৬%।
গত বছরের বাজেট অনুসারে ২০২৩ সালের মার্চ থেকে তারা ৬ শতাংশ হারেই ডিএ পাচ্ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তারা ৬ শতাংশ হারে ডিএ পেলেও মুখ্যমন্ত্রীকে ঘোষণা অনুসারে ২০২৪ সালের জানুয়ারি থেকে তাদের ডিএ আবারও বৃদ্ধি পেয়েছে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বাজেটে রয়েছে সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির আপডেট
জানুয়ারি মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছে। এই বছর জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতার সুবিধা পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ এর অনেকটা ফারাক থাকায় তারা এই পরিমাণ ডিএ তে একেবারেই সন্তুষ্ট হন নি।
এই কারণেই ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন অব্যাহত থেকেছে। এই প্রসঙ্গে আবার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন “শুধু ডিএ বাড়িয়েই রাজ্যের দায়িত্ব শেষ হবে না। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে তার অবসানও জরুরি। যারা বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থী, চুক্তিভিত্তিক কর্মচারী যাঁদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথায় খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করি।”
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৪৬ শতাংশ হারে ডিএ এর সুবিধা লাভ করেন। শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনের আগে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হতে পারে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ পান।
তাদের প্রাপ্ত ডিএ র হার ১০ শতাংশ। আজ আরো ৪% বেশি ডিএ ঘোষণা করার পর সেই পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৪% তে। তবে এই ঘোষণার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ র ৩২ শতাংশ ফারাক থেকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজের বক্তব্য প্রকাশ করার সময় জানিয়েছেন রাজ্যের আর্থিক সামর্থ্য যথেষ্ট নয়।
কেন্দ্রীয় সরকার আর্থিক দিক থেকে বঞ্চনা করছে বলেও অভিযোগ করা হয়েছে। এদিন বাজেটে রাজ্য সরকার জানিয়েছে মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতে সীমিত সামর্থ্যের মধ্যেই আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হল। কিন্তু এই ঘোষণাতেও খুশি হননি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তাদের বক্তব্য “অন্যান্য রাজ্য যে হারে ডিএ দিতে পারছে, এ রাজ্য কেন পারবে না”। এক আন্দোলনকারী আবার জানিয়েছেন “আজ কেন সরকারি কর্মীদের রাস্তায় বসতে হল?
৩২ শতাংশ ডিএ যেটা বকেয়া থাকছে সেটা কেন দিতে পারছে না সরকার? কেন ৪ শতাংশ দেবে? কোথায় গেল টাকা?” তবে এবারে অনেকটাই কমে গেল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সাথে কেন্দ্রের ডিএ ফারাক। এতে কতটা খুশী হলেন রাজ্যের সরকারি কর্মীরা, সেটাই দেখার। নিজেদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
আমাদের ফেসবুক পেজ | ফলো করুন |
google নিউজে ফলো করুন | ফলো করুন |
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন