গুগল পে, ফোন পে এখন অতীত! Flipkart নিয়ে এলো নতুন UPI! বর্তমানে সাধারণ মানুষ আগের থেকে অনেক বেশি ডিজিটাল লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণেই গুগল পে এবং ফোন পে এর মত অ্যাপ গুলি বর্তমানে অধিক পরিমাণে ব্যবহার করা হয়।
বর্তমানে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে অধিকাংশ মানুষই এই ইউপিআই অ্যাপ গুলিকে ব্যবহার করে থাকেন। সারা বিশ্বে তো বটেই, আমাদের ভারতেও ডিজিটাল লেনদেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ইউপিআই অ্যাপ গুলির মাধ্যমে এই ডিজিটাল লেনদেন হয়ে ওঠে আরো সহজতর। QR কোড স্ক্যান করে বা মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই খুব অল্প সময়ের মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব হয়।
কিছুদিন আগেই বিভিন্ন কারণে Paytm এর উপর প্রভাব বিস্তার করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন নিষেধাজ্ঞা। পেমেন্টস ব্যাংকের লাইসেন্স হারিয়েছে Paytm। এর ফলে গুগল পে এবং ফোন পে ভারতে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তবে এবার জনপ্রিয় এই দুটি ইউপিআই অ্যাপ গুগল পে এবং ফোন পে কে চাপে ফেলতে বাজারে এসে হাজির হয়েছে ফ্লিপকার্টের নতুন ডিজিটাল লেনদেন পরিষেবা, যার নাম দেওয়া হয়েছে Flipkart UPI।
জানা গেছে ফ্লিপকার্ট এর এই ডিজিটাল লেনদেন পরিষেবাটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন অতি সহজে। এর জন্য আলাদা করে অন্য কোন অ্যাপ এর প্রয়োজন হবে না। যারা ফ্লিপকার্ট শপিং সাইটের মাধ্যমে কেনাকাটা করেন অর্থাৎ যাদের ফোনে ইতিমধ্যেই flipkart অ্যাপটি রয়েছে তারা এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেনের কাজ সম্পন্ন করতে পারবেন।
এক্ষেত্রে ফ্লিপকার্ট শপিং অ্যাপটির হোম পেজে নতুন একটি অপশন সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমেই সম্পন্ন হবে লেনদেনের যাবতীয় প্রক্রিয়া। ফ্লিপকার্ট অ্যাপটি খোলার পরেই সেখানে ব্যবহারকারীরা দেখতে পাবেন স্ক্যান অ্যান্ড পে নামের একটি অপশন।
ব্যবহারকারী যদি এই অপশনে গিয়ে নিজের সমস্ত ব্যাংক ডিটেলস দিয়ে রেজিস্টার করে রাখেন তবে সহজেই এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে ফ্লিপকার্ট এর মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করা থাকতে হবে।
এছাড়াও মাথায় রাখতে হবে যে মোবাইল ফোন থেকে ফ্লিপকার্ট ইউপিআইটি ব্যবহার করা হবে সেই মোবাইল ফোনে ব্যাংকের সংযুক্ত করা মোবাইল নম্বরের সিম কার্ডটি রেজিস্টার করা থাকতে হবে। মূলত অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য বিশেষ এই সুবিধাজনক ব্যবস্থাটি করেছে Flipkart। আশা করা যাচ্ছে এই পরিষেবা গ্রাহকদের যথেষ্ট উপকৃত করবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন