Anganwadi Salary: ভোটের আগেই দারুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! বাড়লো ICDS আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন

Anganwadi Salary : আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। ICDS বাড়ল তাদের বেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। কিছুদিন আগেই রাজ্যের ভলেন্টিয়ারদের পোশাক, পদমর্যাদা এবং বেতন সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি এই কর্মীদের মুখে হাসি ফোটাতে আজ বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাকটিভ থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Anganwadi Salary কত বাড়লো স্যালারি

তিনি আগেই জানিয়েছিলেন বুধবার সকাল দশটায় ফেসবুকের মাধ্যমে একটি বড় ঘোষণা করতে চলেছেন তিনি। পূর্ব ঘোষণা মতোই আজ সকালে নির্দিষ্ট সময় মত ঘোষণা করে তিনি জানিয়েছেন এবার বৃদ্ধি পেতে চলেছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন বললেন “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা মাটি মানুষের সরকার সদা সচেষ্ট“।

ফেসবুক পোস্ট এর মাধ্যমে ঘোষণা করে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আরও কিছু বক্তব্য প্রকাশ করেন এদিন। তিনি বলেন “আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এই ভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই আমার ভাল থাকা“। 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে স্বাভাবিক ভাবেই উপকৃত হবেন রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। জানা গেছে এপ্রিল মাস থেকেই তারা এই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন। আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আগামী মাস থেকে আরো ৭৫০ টাকা বেশি বেতন পাবেন এবং আইসিডিএস হেল্পাররা পাবেন আরো ৫০০ টাকা করে। এর আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পেতেন ৮ হাজার ২৫০ টাকা। এপ্রিল মাস থেকে আরো ৭৫০ টাকা বৃদ্ধি করার ফলে তাদের মোট বেতনের পরিমাণ হবে ৯ হাজার টাকা। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর আইসিডিএস সহায়ক কর্মীরা এর আগে পেতেন ৬ হাজার টাকা। এপ্রিল মাসে তাদের বেতন আরো ৫০০ টাকা বৃদ্ধি করার ফলে তারা মোট বেতন পাবেন ৬৫০০ টাকা। শুধু তাই নয় আশা কর্মীদের ভাতা ও বৃদ্ধি করা হয়েছে ৭৫০ টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যের এই বিভাগে কর্মরত সমস্ত কর্মীরা এই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল