ANM GNM 2024: নার্সিং কোর্সে ভর্তি, অ্যাডমিট ডাউনলোড, পরীক্ষার তারিখ – দেখুন

রাজ্যের ANM GNM 2024 -এর পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড শুরু হল। কীভাবে ডাউনলোড করবেন এই পরীক্ষার অ্যাডমিট কার্ড, জেনে নিন আজকের প্রতিবেদনে। রাজ্যের নার্সিং কোর্সে ভর্তির জন্য পরীক্ষার আবেদন শুরু হয়ে গেল রাজ্যে। আবেদনের বয়স সীমা, কোন পরীক্ষায় কত নম্বর থাকলে করা যাবে আবেদন, ফর্ম ফিলাপ করতে কত থাকা দরকার, পুরুষেরাও কী করতে পারবে আবেদন – এই সকল বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন।

Application Started – রাজ্যের নার্সিং কোর্স

এই বছর এবারে গেজেট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যের। আজকের প্রতিবেদনে আমরা নার্সিং পরীক্ষার সকল তথ্য নিয়ে আলোচনা করব।

নার্সিং Course
যাঁরা ভবিষ্যতের নার্স হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হল নার্সিং এন্ট্রান্স। সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা দিতে হয়। প্রতিবছর লক্ষাধিক পড়ুয়া এই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকেন। নার্সিং এন্ট্রান্স পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে।

নার্সিং পরীক্ষার তারিখ
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে 14 ই এপ্রিল 2024, রবিবার ANM ও GNM পরীক্ষা হবে। এই এন্ট্রান্স পরীক্ষা শুরু হবে দুপুর 12‌ টা থেকে আর শেষ হবে 1 টা 30 মিনিটে। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করলেও করতে পারে বোর্ড।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে প্রশ্নপত্রের ধরন সবকিছুই প্রকাশ করেছে বোর্ড। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, লজিক্যাল রিজনিং, সাধারণ জ্ঞান, গণিত আর ইংরেজি বিষয়ে প্রশ্ন থাকবে। মোট 100 টি প্রশ্ন থাকবে 2024 ANM ও GNM পরীক্ষায়। পূর্ণমান 115। চারটি প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা হবে।
আরও বিস্তারিত জানলে ক্লিক করুন এখানে

2024 ANM ও GNM পরীক্ষায় আবেদন করার শর্ত

  • আবেদন করার জন্য পড়ুয়াকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • পড়ুয়াকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
  • আবেদনকারী পড়ুয়া কে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
  • 31 শে জুলাই, 2024 অনুযায়ী অংশগ্রহণকারী পড়ুয়ার বয়স ন্যূনতম 17 বছর হতে হবে।

এন্ট্রান্স পরীক্ষায় রেজিস্ট্রেশন করার পদ্ধতি
পরীক্ষার্থীকে নিজের নাম, জন্মতারিখ আর অভিভাবকের নাম সঠিকভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হলে পরীক্ষার্থীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS যাবে। SMS -এ উল্লেখিত লগইন আইডি আর পাসওয়ার্ড এর মাধ্যমে আবেদন জানাতে হবে।

2024 ANM ও GNM ইন্টারেন্স পরীক্ষায় আবেদন করার পদ্ধতি

  • পরীক্ষার্থীদের নিজস্ব সাম্প্রতিক রঙিন ছবি আর নিজের হস্তাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ হতে হবে 10 kb থেকে 200 kb -র মধ্যে। আর হস্তাক্ষরের সাইজ হতে হবে 4 kb থেকে 30 kb -র মধ্যে।
  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড -এর অফিসিয়াল ওয়েবসাইট মারফৎ আবেদন জানাতে পারেবন পরীক্ষার্থীরা। আবেদন জানানোর জন্য নিম্ন লিখিত স্টেপগুলি ফলো করতে হবে পরীক্ষার্থীদের।
  • প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর WB নার্সিং Online Form অথবা WB ANM GNM Online Registration Form 2024 লেখা অপশনে ক্লিক করতে হবে।
  • এবার অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে।
  • সমস্ত তথ্য পূরণ করার পর শেষ শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, সাম্প্রতিক রঙিন ছবি, পরিচ্ছন্ন স্বাক্ষর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের বাকি প্রক্রিয়া দেখে নিন

  • এরপর নির্দেশ অনুযায়ী পদ্ধতি অবলম্বন করে আবেদন ফি জমা করতে হবে।
  • আবেদন ফি জমা হওয়ার কনফার্মেশন পাওয়ার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
  • মোবাইলে কনফার্মেশন ম্যাসেজ প্রাপ্ত হবে যেখানে লগইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে।
  • পরবর্তী সূচনা পাওয়ার পর নির্দিষ্ট তারিখের মধ্যে লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

পড়ে দেখুন, মাস্টারদা সূর্য সেন এর সংক্ষিপ্ত জীবনী

ANM GNM 2024 -এর পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড

  1. অফিসিয়াল ওয়েবসাইট- wbjeeb.nic.in বা wbjeeb.in-এ যান
  2. হোমপেজে ANM, GNM ফর্ম পরীক্ষার ট্যাব নির্বাচন করুন
  3. ANM, GNM অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন
  4. আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখুন এবং লগ ইন করুন
  5. WBJEEB ANM, GNM অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে
  6. প্রবেশপত্র ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন

রাজ্যের নার্সিং পরীক্ষার তারিখ

রাজ্যের ANM GNM নার্সিং পরীক্ষার পূর্ব প্রকাশিত তারিখ ইতিমধ্যেই পরিবর্তন করছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পূর্বের ঘোষণা অনুযায়ী WB ANM GNM পরীক্ষাটি আয়োজিত হওয়ার কথা ছিল ১৪ জুলাই, ২০২৪ তারিখে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৪ আগস্ট, ২০২৪ তারিখে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নার্সিং এন্ট্রান্স পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি
তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, আর্থিক অনগ্রসর শ্রেণীর পরীক্ষার্থীদের 300 টাকা আবেদন ফ্রি হিসেবে জমা করতে হবে। আর অন্যান্য শ্রেণীর পরীক্ষার্থীদের 400 টাকা জমা করতে হবে। 21 শেষ মার্চ থেকে 21 শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিকটবর্তী CSC (কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন)।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

নমস্কার, আমি ঐন্দ্রিলা মুনমুন ধনী। বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করার সময়েই লেখালেখি শুরু। গত ৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ওয়েবসাইটের সাথে লেখালিখির কাজ করেছি। সরকারি প্রকল্প, সরকারি কর্মী, শিক্ষা, ব্যবসা, টেক, টেলিকম, দৈনিক নানা আপডেট ইত্যাদি সম্পর্কে ব্লগ লেখালিখি করি। সকলের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সম্পন্ন লেখা লিখি করতে পছন্দ করি।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল