Digha New train: দীঘাতে বাসে করে যাবার অনেক ব্যবস্থা থাকলেও এবারে ট্রেনে করে দীঘা ভ্রমণের নিমিত্তে ভারতীয় রেলের নতুন ব্যবস্থা চালু হচ্ছে। সব ঋতুতেই দীঘায় পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আর রেলের উদ্যোগে এবারে আরও বেশি সুবিধা পাবেন পর্যটকেরা। কারণ এবারে শিয়ালদহ থেকে চালু হচ্ছে নয়া ট্রেন পরিষেবা। আজকের প্রতিবেদনে দীঘা যাবার জন্য বিভিন্ন ট্রেন এবং তার ভাড়া সম্পর্কে জেনে নেয়া যাক।
শিয়ালদহ থেকে দিঘা ট্রেন সেবা
শিয়ালদহ থেকে দিঘা যাওয়ার জন্য ট্রেনটি হলো “১২৮৫৭/১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস”। এই ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতিদিন সকাল ৬:৪০ টায় ছাড়ে এবং দুপুর ১২:৫০ মিনিটে দিঘা পৌঁছায়। এই ট্রেনটির এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৫৫০ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া প্রায় ১৫৫ টাকা।
হাওড়া থেকে দিঘা ট্রেন সেবা
হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য তিনটি প্রধান ট্রেন হলো “১২৮৪৭/১২৮৪৮ দুরন্ত এক্সপ্রেস,” “১২৮৪১/১২৮৪২ ধৌলি এক্সপ্রেস,” এবং “২২৮৯৭/২২৮৯৮ কাণ্ডারি এক্সপ্রেস।”
- দুরন্ত এক্সপ্রেস প্রতিদিন সকাল ১১:১৫ টায় হাওড়া থেকে ছাড়ে এবং দুপুর ২:৩৫ টায় দিঘা পৌঁছায়। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৭২৫ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া প্রায় ২৯৫ টাকা।
- ধৌলি এক্সপ্রেস প্রতিদিন বিকেল ২:২৫ টায় হাওড়া থেকে ছাড়ে এবং সন্ধ্যা ৫:৫০ টায় দিঘা পৌঁছায়। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৬৭০ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া প্রায় ২৭০ টাকা।
- কাণ্ডারি এক্সপ্রেস (২২৮৯৭/২২৮৯৮) প্রতিদিন বিকেল ২:১৫ টায় হাওড়া থেকে ছাড়ে এবং সন্ধ্যা ৫:৫০ টায় দিঘা পৌঁছায়। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৬৭০ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া প্রায় ২৭০ টাকা।
০৩১৬১ ট্রেনের বিশদ বিবরণ
“০৩১৬১ কোলকাতা – দিঘা স্পেশাল ট্রেন” শিয়ালদহ থেকে প্রতিদিন রাত ১১:৫০ টায় ছাড়ে এবং পরদিন ভোর ৫:০০ টায় দিঘা পৌঁছায়। এই ট্রেনটির এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৬০০ টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া প্রায় ১৭০ টাকা। এই ট্রেন এর পরিষেবা চালু হয়েছে ২০২৪ সালের ৭ জুলাই তারিখ থেকে। রথযাত্রা এর দিনে রাজ্যে নতুন প্রাপ্তি। বিভিন্ন ধরণের কোচ থাকার কারণে সকলের জন্যই এই ভ্রমণ বেশ আনন্দদায়ক হতে চলেছে।
গুরুত্বপূর্ণ তথ্য
ভাড়া ও সময় দিন অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য চেক করতে ভুলবেন না। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন