বর্তমান সময়ে অর্থ সঞ্চয়ের জন্য ব্যাঙ্ক, পোস্ট অফিস এর KVP, LIC-তে বিনিয়োগ করার বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। তবে কোন জায়গায় বিনিয়োগ করলে ঝুঁকিহীনভাবে দ্বিগুণ টাকা পাওয়া যাবে সেই নিয়ে অনেকেই দ্বন্দ্বে রয়েছেন। তবে আর সেই দ্বন্দ্ব নয়, এমন এক পোস্ট অফিস স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে মেয়াদ শেষে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়ে উঠবে। চলুন সেই স্কিম বা প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, মেয়াদকাল সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আজকের এই প্রতিবেদনে যে পোস্ট অফিস স্কিমের কথা বলা হয়েছে তা হল কিষান বিকাশ পত্র (KVP)।চলতি বছরের অর্থবর্ষে এই প্রকল্পের সুদের হার বাড়িয়েছে কেন্দ্র সরকার। 7.2 শতাংশ থেকে বেড়ে সুদের হার দাঁড়িয়েছে 7.4 শতাংশে। যার ফলে এই স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ শেষে দ্বিগুণ পরিমাণ রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
কিষান বিকাশ পত্রের (KVP) মেয়াদ:
মূলত পোস্ট অফিসেই উপলব্ধ রয়েছে এই বিনিয়োগ প্রকল্প। গ্রামীণ গ্রাহকদের কথা ভেবেই এই পোস্ট অফিস স্কিম চালু করা হয়েছে। বর্তমানে এই বিনিয়োগ প্রকল্পে সুদের হার বৃদ্ধির পাশাপাশি মেয়াদ পূর্তির সময়ও কমে গিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেন পূর্বে সে ব্যক্তি 120 মাস পর সেই টাকার পরিমাণ দ্বিগুণ পাওয়া যেত। তবে চলতি বছরের অর্থবর্ষে 120 মাসের বদলে তার মেয়াদকাল 115 মাস করা হয়েছে। ফলে 115 মাস পরে সেই 10 লক্ষ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 20 লক্ষ টাকা হবে।
আমানতের সীমা:
সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করা যেতে পারে এই স্কিমে। তবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে তা নির্ধারণ করা নেই। পোস্ট অফিসের অন্তর্ভুক্ত এই KVP-তে যেকোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। তবে তাদের বয়স 10 বছরের উর্ধ্বে হতে হবে। একক, যৌথ বা তিনজন মিলে এই অ্যাকাউন্ট পোস্ট অফিসে খোলা যেতে পারে।
স্কিমের নমিনি:
তবে এক্ষেত্রে এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগকারী ব্যক্তির যদি মৃত্যু হয় সেক্ষেত্রে এই টাকা পোস্ট অফিসে গিয়ে দাবি করতে পারেন নমিনি ব্যক্তি। তবে এর জন্য সেই ব্যক্তিকে ফর্ম ফিলাপ করে বিনিয়োগকারী ব্যক্তির ডেথ সার্টিফিকেট সহ আইডি পোস্ট অফিসে জমা দিতে হবে। তবেই সেই নমিনি ব্যক্তি সেই টাকা পেতে পারবেন।
KVP – এর বিস্তারিত বিবরণ
(a) কে খুলতে পারে এই একাউন্ট?
(i) একক প্রাপ্তবয়স্ক
(ii) যৌথ অ্যাকাউন্ট (3 প্রাপ্তবয়স্ক পর্যন্ত)
(iii) একজন অভিভাবক নাবালকের পক্ষে বা অস্বাস্থ্যকর মনের ব্যক্তির পক্ষে
(iv) তার নিজের নামে 10 বছরের বেশি বয়সী একজন নাবালক।
(b) আমানত কত করা যাবে?
(i) সর্বনিম্ন টাকা 1000 টাকা এবং 100 টাকার গুণিতকে সর্বোচ্চ সীমা নেই।
(ii) স্কিমের অধীনে যে কোনও সংখ্যক অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
(c) পরিপক্কতা বা Maturity – এর সময়কাল কেমন?
(i) জমার তারিখে প্রযোজ্য সময়ে সময়ে অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত মেয়াদপূর্তিতে আমানত পরিপক্ক হবে।
(d) হিসাবের প্রতিশ্রুতি
(i) KVP অঙ্গীকার করা হতে পারে বা জামানত হিসাবে স্থানান্তর করা যেতে পারে, সংশ্লিষ্ট পোস্ট অফিসে নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে, যা অঙ্গীকারকারীর কাছ থেকে গ্রহণযোগ্যতা পত্র সহ সমর্থিত।
(ii) নিম্নলিখিত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর/ অঙ্গীকার করা যেতে পারে।
-> ভারতের রাষ্ট্রপতি/ রাজ্যের রাজ্যপাল।
-> আরবিআই/শিডিউলড ব্যাঙ্ক/কো-অপারেটিভ সোসাইটি/কো-অপারেটিভ ব্যাঙ্ক।
-> কর্পোরেশন (সরকারি/বেসরকারী)/সরকারি। কোম্পানি/স্থানীয় কর্তৃপক্ষ।
-> হাউজিং ফাইন্যান্স কোম্পানি।
(e) সময়ের আগে বন্ধ করার নিয়ম
-> নিম্নলিখিত শর্ত সাপেক্ষে মেয়াদপূর্তির আগে যেকোনও সময় KVP অকালে বন্ধ হয়ে যেতে পারে: –
(i) একটি একক অ্যাকাউন্টের মৃত্যুতে, বা একটি যৌথ অ্যাকাউন্টে যে কোনো বা সমস্ত অ্যাকাউন্টধারীদের
(ii) গেজেট অফিসার হওয়া বন্ধক দ্বারা বাজেয়াপ্ত করা।
(iii) যখন আদালতের আদেশ।
(iv) জমা দেওয়ার তারিখ থেকে 2 বছর এবং 6 মাস পরে।
দেশের বড় বড় ব্যাঙ্কগুলিতে FD-তে বাড়ল সুদের হার – কোথায় কত, দেখুন।
(f) অ্যাকাউন্ট এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর।
-> KVP শুধুমাত্র নিম্নলিখিত শর্তে একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করা যেতে পারে।
(i) নমিনি/আইনগত উত্তরাধিকারীদের অ্যাকাউন্টধারীর মৃত্যুতে।
(ii) যুগ্ম ধারক থেকে অ্যাকাউন্টধারীর মৃত্যুতে।
(ii) আদালতের আদেশে।
(iii) নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাব বন্ধ রাখার ক্ষেত্রে।
FAQ on KVP
2023 সালে KVP এর পরিপক্কতার সময়কাল কত?
KVP পরিপক্কতার সময়কালঃ-
স্কিমের সর্বশেষ সংশোধনী অনুসারে, মেয়াদপূর্তি সময়কাল 9 বছর 7 মাস (115 মাস)। স্কিমের মেয়াদ শেষ হওয়ার পরে বিনিয়োগকৃত পরিমাণ দ্বিগুণ হয়।
কিষাণ বিকাশ পত্র তথা KVP এর 2023-এর সুদের হার কত?
2023-2024 আর্থিক বছরের জন্য সুদের হার 7.5%. বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়, যা ব্যক্তিদের আরও বেশি রিটার্ন নিশ্চিত করে। সময় দিগন্ত: কিষাণ বিকাশ পত্র প্রকল্পের সময় দিগন্ত হল 113 মাস। যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন