এবারে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প এর বিরাট আপডেট সামনে এলো। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয় জনসাধারণের সুবিধার্থে বেশ কিছু প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প অনুসারে যোগ্য ব্যক্তির পাবেন তার প্রাপ্য অনুসারে টাকা এর জন্য প্রয়োজন ব্যাংক এ্যাকাউন্ট। সেই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সরকারের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ কিছু ঘোষণা। কৃষক কুলের জন্য রয়েছে বেশ কিছু প্রকল্প সরকারের তরফ থেকে।
‘কৃষক বন্ধু’-র মতো সরকারি প্রকল্প থেকে সুবিধা পেতে সিঙ্গেল অ্যাকাউন্ট (Single Account) বাধ্যতামূলক হতে চলেছে । এই সিদ্ধান্তটি যুগ্মভাবে নিয়েছেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। এর আগে সরকারি উপভোক্তাদের প্রাপ্ত টাকা যে অ্যাকাউন্ট ঢুকতো সেটি সিঙ্গেল বা জয়েন্ট বিবেচনা করা হতো না। কিন্তু পরিবর্তিত নিয়মে এটি বিবেচনা সাপেক্ষ।
সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট (Single Account) এর প্রয়োজনীয়তা:
কৃষি দপ্তর সূত্র থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সহায়তা মূলক প্রকল্প গুলিতে উঠছে বেশ কিছু অভিযোগ। এই বিষয়টি সামনে আসার পরে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুই পক্ষই বিশেষ পর্যালোচনা করে নতুন কিছু নিয়মাবলী কার্যকর করতে চলেছেন। এই নিয়মাবলীর মধ্যে অন্যতম যেটি সেটি হলো কৃষকদের সরকারি আর্থিক সাহায্য পেতে গেলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট (Single Account) থাকা আবশ্যক।
এই কৃষক বন্ধু প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টের অসুবিধা:
উপভোক্তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে যে সমস্যাটি সামনে এসেছে সেটি হল কোন কারণে প্রথম অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে সেই সমস্ত তথ্য কৃষি দপ্তরে আপডেট হতে সময় লাগে প্রায় ছয় মাস। এই সময়ের মধ্যে সরকারের তরফ থেকে টাকা জমা পড়ে যায় ওই অ্যাকাউন্ট। উপভোক্তা না হয়েও প্রকল্পের টাকা দ্বিতীয় ব্যক্তি অনায়াসেই তুলে নিতে পারেন। এমন বহু ঘটনা সামনে এসেছে। এই কারণের জন্যই উপভোগ তার সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
কোন উপভোক্তা যদি তার পূর্ববর্তী জয়েন্ট অ্যাকাউন্ট রাখতে চায় সেক্ষেত্রে তিনি তার অ্যাকাউন্ট থেকে অন্যজনকে বাদ দিয়ে কৃষি দপ্তরে জানাতে হবে। কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প এর আপডেট হিসেবে জানানো হয়েছে যে, সিঙ্গেল অ্যাকাউন্টে (Single Account) নিয়মটি বর্তমানে বাধ্যতামূলক করা না হলেও ভবিষ্যতে এটি করা হতে পারে, কারণ সরকার থেকে প্রদত্ত অর্থের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রেই হয় না এই জয়েন্ট অ্যাকাউন্টৈ। সে বিষয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার।
FAQ:
কৃষকবন্ধু প্রকল্পে কত আর্থিক সহায়তা দেওয়া হবে?
যে সব কৃষকের 1 একরের বেশি জমি আছে তাদের বার্ষিক 10 হাজার টাকা এবং যাদের জমি 1 একরের কম তাদের বছরে 4 হাজার টাকা করে দেওয়া হবে।
WB কৃষক প্রকল্পের সুবিধাগুলি কি কি?
পরপর দেখে নেয়া যাক। 1.কৃষকবন্ধু প্রকল্প প্রকল্প হল পশ্চিমবঙ্গের একটি সরকারি উদ্যোগ যার লক্ষ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা।
2. এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের প্রতিটি জমিদার কৃষককে ₹5,000 এর বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করে।
3.এই আর্থিক সাহায্য কৃষি কার্যক্রমের খরচ মেটাতে এবং কৃষি উপকরণ কেনার জন্য ব্যবহার করা যেতে পারে।
4. এই স্কিমটি মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে কৃষকদের ₹2 লক্ষ পর্যন্ত একটি বীমা কভার প্রদান করে।
5. পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই প্রকল্পের অনেক সুবিধা রয়েছে।
6. এটি তাদের আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং তাদের কৃষি কার্যক্রম আরও ভালভাবে পরিচালনা করতে সহায়তা করে।
7. বীমা কভার নিশ্চিত করে যে কোনো দুর্ভাগ্যজনক ঘটনার ক্ষেত্রে কৃষকের পরিবারের আর্থিক সুরক্ষা রয়েছে। এই স্কিমটি কৃষকদের অন্যান্য সরকারী স্কিমগুলিতে অ্যাক্সেস দেয় যা তাদের আয় বাড়াতে সাহায্য করতে পারে।
Krishak Bandhu Checklist 2023 –
কৃষক বন্ধু চেক লিস্ট 2023-24. যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের চেক লিস্ট দেখতে চান তাহলে নিচের দেওয়া স্টেপগুলি দেখুন –
1. প্রথমে আপনি আপনার মোবাইল এ কৃষক বন্ধু প্রকল্প এর সরকারি ওয়েবসাইট – krishakbandhu.net এই ওয়েবসাইটি খুলুন।
2. তারপর দেখবেন অনেকগুলি অপশনস তার মধ্যে “নথিভুক্ত কৃষকের তথ্য “ এই অপশনটি খুঁজে বের করুন ও ক্লিক করুন কৃষক বন্ধু চেক লিস্ট দেখার জন্য।
বাকি উপায় গুলি দেখে কৃষক বন্ধু প্রকল্প অনুসারে সব তথ্য দেখে নিন।
3. এবারে আপনার ভোটার আইডি কার্ড এর নম্বরটি লিখুন ও আই এম নট রোবট (i’m not a robot) এ ক্লিক করুন।4. এখন সার্চ করুন।
5. এবারে আপনার কৃষক বন্ধু প্রকল্প এর সমস্ত তথ্যগুলি দেখতে পারবেন।
6. এর মধ্যে থাকবে আপনার কৃষবন্ধু প্রকল্পের জমির পরিমান ও কৃষক বন্ধু আইডি নম্বর এবং আপনি কবে টাকা পাবেন বা আপনার এই প্রকল্পের সুবিধা পানেন কি পানেন না সেটিও দেখতে পারবেন। এমন আরও আপডেট পেতে দেখুন আমাদের পরবর্তী প্রতিবেদন গুলি।
এছাড়া ভিজিট করতে পারেন আমাদের এই লিঙ্কে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন