নিজস্ব প্রতিবেদনঃ এলআইসি নিয়ে এল আরও একটি নয়া প্ল্যান (LIC Jeevan Dhara 2), ২০২৪ এর নতুন প্ল্যান। সমস্ত সুবিধা, ইনভেস্টমেন্ট এবং আরও সব কিছু জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।
LIC Jeevan Dhara 2 – New Policy 2024
নিজের উপার্জন করা অর্থ নির্দিষ্ট স্থানে বিনিয়োগ করে তার থেকে লাভবান হতে চান প্রতিটি মানুষ। অর্থ বিনিয়োগ করতে চান এমন অনেক মানুষরা বীমা সংস্থার খোঁজ করে থাকেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বীমা সংস্থা থাকলেও অন্যতম একটি নির্ভরযোগ্য বীমা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম।
এলআইসি (LIC New Plan) এর তরফ থেকে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান এর আয়োজন করা হয়। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই তাদের উপযোগী বিভিন্ন ধরনের পরিকল্পনা এনে হাজির করেছে এলআইসি কর্তৃপক্ষ। সম্প্রতি তাদের তরফ থেকে নিয়ে আসা হয়েছে এলআইসি জীবনধারা ২ পলিসি। এলআইসি -র প্লানে নম্বর ৮৭২ হিসাবে এই পরিকল্পনাটিকে সামনে আনা হয়েছে।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC র তরফ থেকে নতুন এই প্রকল্পটি একটি নন লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং অ্যানুইটি প্ল্যান হিসাবে প্রকাশ করা হয়েছে। চলতিব্যচর জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে আগ্রহী গ্রাহকরা ক্রয় করতে পারছেন বিশেষ এই পলিসিটি (LIC Jeevan Dhara 2)। অনলাইন ও অফলাইন এই দুই ভাবেই এই ইন্সুরেন্স পলিসিটি ক্রয় করার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
এলআইসি জীবনধারা ২ পলিসিটি ক্রয় করার জন্য গ্রহকদের ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। ভারতীয় জীবন বীমা নিগম এর তরফ থেকে এই পলিসি ক্রয় করার সর্বোচ্চ বয়সসীমাও নির্দিষ্ট করা হয়েছে। জানানো হয়েছে এই পলিসিতে প্রবেশ করার জন্য ডিফ্রিমেন্ট পিরিয়ড বাদ দিয়ে সর্বাধিক বয়স হতে হবে ৬৫ বছর, ৭৫ বছর বা ৮০ বছর।
তবে এক্ষেত্রে এই সর্বোচ্চ বয়সের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে গ্রাহক কোন অ্যানুইটির বিকল্প বেছে নেবেন সেই বিষয়টির উপর।এই পলিসি ধারকরা অ্যানুইটির জন্য মোট ১১ ধরনের বিকল্প বেছে নিতে পারবেন। এছাড়া অধিক বয়সের ব্যাক্তিদের ক্ষেত্রে উচ্চতর অ্যানুইটি রিটার্নের সুবিধা পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য বীমার ক্ষেত্রে অ্যানুইটি বলতে গ্রাহক এবং বীমা কোম্পানির মধ্যে একটি চুক্তিকে বোঝানো হয়ে থাকে।
এই চুক্তির শর্ত অনুসারে বীমা সংস্থাটিকে তাৎক্ষনিক ভাবে কিংবা ভবিষ্যতে পলিসি ক্রয়কারী গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। পলিসির নিয়ম অনুসারে গ্রাহক এককালীন বা কিস্তির বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করেন, নির্দিষ্ট সময় পর বীমা সংস্থা তার থেকে নির্দিষ্ট হারে বেশি অর্থ ফিরত দেয়। এলআইসি জীবনধারা ২ পলিসিটি চলাকালীন যদি গ্রাহকের মৃত্যু হয় সেক্ষেত্রে তার পরিবার বা নমিনিকে সম্পূর্ন বীমা কভারেজ দেওয়া হয়। আরও জানতে দেখুন।
আরও দেখুন, সোনা কিনে লাভ করতে চাইলে আজই দেখুন
অনলাইনের মাধ্যমে এই বীমা পলিসি ক্রয় করার জন্য এলআইসি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রিটায়ার্মেন্ট প্ল্যান অপশন এ ক্লিক করে প্রয়োজনীয় সমস্ত তথ্যাবলী পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর গ্রাহকের প্রদান করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি টি বসিয়ে সাবমিট করলেই আপনার ফর্ম পূরণ এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
Written by Joyeeta Mukherjee.
For, What’s Up Bengal
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন