ওবিসি সার্টিফিকেট মামলা। সুপ্রিম কোর্টের নয়া রায়

ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেও অস্বস্তি রাজ্যের। এবারে এই ওবিসি সংরক্ষণ মামলায় নতুন নির্দেশ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সাধারণের মনে। বাতিল হয়ে যাওয়া ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট এর ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত না হলেও আগামী শুনানিতে কি হয়, সেটাই দেখার। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই থাকছে বিস্তারিত আলোচনা।

কলকাতা হাইকোর্টের রায় ও তার প্রভাব

গত মে মাসে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয়। যার ফলে প্রায় ১২ লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়। এই রায়ের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

ওবিসি সার্টিফিকেট মামলা – নতুন নির্দেশিকা

গুরুত্বপূর্ণ পয়েন্ট

  • হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছিল।
  • সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় মানছেন না।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওবিসি সার্টিফিকেট মামলা উঠলে ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত। আদালত নির্দেশ দেয়, সমস্ত ব্যাখ্যা-সহ হলফনামা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য

সুপ্রিম কোর্ট মামলার প্রথম শুনানিতে হাই কোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। তবে পরবর্তী শুনানির সময় স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানায় প্রধান বিচারপতি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের দায়িত্ব

সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে, ওবিসি তালিকাভুক্ত ওই ৭৭টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল তা বিস্তারিতভাবে জানাতে হবে। এছাড়াও রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনও আলোচনা হয়েছিল কি না, তাও হলফনামায় উল্লেখ করতে হবে।

ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মে মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন যে এই রায় তিনি মানছেন না। এরপরই উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার।

পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী সপ্তাহের শুক্রবার, ১৬ই অগাস্ট নির্ধারিত হয়েছে।

OBC A ও OBC B ক্যাটাগরি

পশ্চিমবঙ্গে OBC ক্যাটাগরি দুটি ভাগে বিভক্ত:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ক্যাটাগরি ‘A’ (অধিক পশ্চাদপদ): ৮১টি জাতি, যার মধ্যে ৭৩টি সম্প্রদায় মুসলিম ধর্মের অন্তর্গত।
  • ক্যাটাগরি ‘B’ (অনগ্রসর): ৯৮টি জাতি, যার মধ্যে ৪৫টি সম্প্রদায় মুসলিম ধর্মের অন্তর্গত।

আধার কার্ড আপডেট নিয়ে আরও একটি আপডেট! বিস্তারিত জানতে ক্লিক অরুন এখানেই…

পশ্চিমবঙ্গের নতুন OBC তালিকা ২০২৪

কলকাতা হাইকোর্টের ২১১ পাতার নোটিশ অনুযায়ী OBC-A ক্যাটাগরির জন্য ৫৬টি এবং OBC-B ক্যাটাগরির জন্য ৫২টি সম্প্রদায়ের OBC সার্টিফিকেট বৈধ থাকবে। ২০১০ সালের পর যে সমস্ত সম্প্রদায়কে OBC তালিকায় আনা হয়েছে তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে।

হাইকোর্টের রায়ের প্রভাব

হাইকোর্টের রায়ের ফলে এক ধাক্কায় প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে। যারা এই সময়ে OBC কোটায় চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে, কিন্তু নতুন করে চাকরির ক্ষেত্রে কোনো সংরক্ষণ পাওয়া যাবে না।

সামগ্রিক পরিস্থিতি

এই মামলায় রাজ্যের হলফনামা পাওয়ার পরেই মামলার পরবর্তী শুনানি হবে এবং আদালত তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
১.রাজ্যের ওবিসি লিস্টলিঙ্ক ১
২.কেন্দ্রের ওবিসি লিস্টলিঙ্ক ২
৩.ক্যাটাগরি অনুসারে লিস্টলিঙ্ক ৩

টেবিল: OBC ক্যাটাগরি

ক্যাটাগরিসম্প্রদায় সংখ্যামুসলিম সম্প্রদায়
OBC-A৮১৭৩
OBC-B৯৮৪৫

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল