পশ্চিমবঙ্গের স্কুলে ফের মর্নিং সেশন শুরু! Morning School -নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে। সরাসরি প্রকাশিত হয়ে গেল সরকারি বিজ্ঞপ্তিও। সেক্ষেত্রে কোন সময় থেকে আর কবে থেকে কোন জেলায় শুরু হতে চলেছে মর্নিং সেশনে স্কুল, চলুন তবে জেনে নেয়া যাক।
Morning School started in Primary School
প্রকৃতির তাপের তারতম্যের কারণে প্রতি বছর প্রবল দাবদাহে কষ্টের স্বীকার হয় স্কুল পড়ুয়ারা। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে এই তাপ প্রবাহ চলে অত্যধিক মাত্রায়। আর বিদ্যালয় ছুটি থাকলে সিলেবাস শেষ করা থেকে শুরু করে পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে বেশ অসুবিধার মধ্যেই পড়তে হয় পড়ুয়াদের।
এই কথা মাথায় রেখেই গতবারের মতো এবারেও রাজ্যের বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে মর্নিং সেশনে Morning School চালু করার সিদ্ধান্ত সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কবে থেকে শুরু হবে আর কত তারিখ পর্যন্ত চলবে এই নিয়ম, তা জেনে নেয়া যাক।
বাঁকুড়া জেলায় প্রাথমিকে মর্নিং স্কুল শুরু
আজ ২৭ মার্চ, ২০২৪ তারিখ বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে, “1390/45 Date: 27/03/2024”. এখানে বলা হয়েছে যে, আগামী ১ এপ্রিল, ২০২৪ তারিখ সোমবার থেকে শুরু করে ৩০ জুন, ২০২৪ তারিখ রবিবার পর্যন্ত চালু থাকবে এই নিয়ম।
বাঁকুড়া জেলার প্রাথমিকে স্কুল শুরু এবং শেষ হবার সময়
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল শুরু হবে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং শেষ হবে সকাল ১০ টা ৩০ মিনিটে। এক্ষেত্রে টিফিন এর জন্য সময় ধার্য করা হয়েছে সকাল ৯ টা ১৫ মিনিট থেকে সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত। আর শনিবারের জন্য সময় হবে, সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শুরু করে ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা সংসদ, বাঁকুড়া -এর বিজ্ঞপ্তির কপি নিচে দেওয়া হল
এর সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও মর্নিং স্কুল এবং প্রথম পর্বের মূল্যায়ন শুরুর বিষয়ে প্রকাশিত হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। আগামী পয়লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে মর্নিং স্কুল এবং পরীক্ষা যাতে আগামী ১ লা এপ্রিল থেকে শুরু করে ১২ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যেই সম্পন্ন করা হয়, সেই বিষয়ে জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিকে মর্নিং সেশন শুরুর বিজ্ঞপ্তি
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন