Ration Card- 50 কেজি চাল, গম! কোন কার্ডে কারা পাবেন, দেখুন!

সমাজের বহু মানুষ রেশন সামগ্রীর উপর নির্ভরশীল। Ration Card দিয়েই তা বন্টিত হয় জনগণের মধ্যে। যেহেতু ভারতে এখনো অগণিত মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে, তাই রেশন সামগ্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সকল পরিবারের কাছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিমালার হেতু খুব শীঘ্রই রেশন সামগ্রীতে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে।এই কার্ড নিয়ে এই নতুন আপডেট জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত করতে হবে। মে মাসেই ঘোষিত হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন খাদ্যদ্রব্য আইন। এই খাদ্যদ্রব্য আইন অনুযায়ী কোন  কার্ড এ কতটা রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে, তারই তালিকা আজ আপনাদের সাথে শেয়ার করা হবে।

রেশন কার্ডে রেশন সামগ্রী বন্টনের তালিকা:-

1. PHH Or Priority Household কার্ড:
যাদের PHH রেশন কার্ড আছে তারা জুন থেকে জন প্রতি পাবে।
চাল – 3 কেজি
আটা – 1 কেজি 900 গ্রাম
গম – 2 কেজি গম
অর্থাৎ যদি একটি পরিবারের সদস্য সংখ্যা হয় 3, তবে সেই পরিবার রেশনে চাল পাবে 3×3 = 9 কেজি।

2.RKSY-I কার্ড:
যেসব পরিবারে RKSY-I Ration card আছে তারা জুন থেকে জন প্রতি পেতে চলেছে।
চাল – 5 কেজি, তাও সম্পূর্ণ বিনামূল্যে
এই রেশন কার্ডধারী ব্যক্তিরা চাল ছাড়া আর কিছুই রেশন সামগ্রীতে পাবে না।

3.RKSY-II কার্ড:
যাদের Rajya Khadya Suraksha Yojana- II Ration card আছে, তারা জুন মাসে জন প্রতি রেশনে পাবে।
চাল – 2 কেজি করে চাল, সম্পূর্ণ বিনামূল্যে
RKSY-I এর মতো RKSY-II তেও প্রতি পরিবারের লোক কিছু শুধুমাত্র 2 কেজি করে চাল ছাড়া আর কোন সামগ্রী পাবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4.AAY কার্ড:
যারা Antyodaya Anna Yojana Ration card এ  অন্তভুক্ত, তারা জন প্রতি জুন মাস থেকে পাবে।
চাল – 21 কেজি চাল
পুষ্টিযুক্ত আটা – 13 কেজি 300 গ্রাম
গম – 14 কেজি
গম উপলব্ধ না হলে তার পরিবর্তে সমপরিমাণ আটা রেশনে দেওয়া হবে।

5.SPHH কার্ড:
যেসকল পরিবারে Special Priority Household Ration card আছে তারা জুন থেকে PHH কার্ডধারীদের মতোই একই পরিমাণের রেশন সামগ্রী পাবেন। অর্থাৎ জুন থেকে তারা জন প্রতি পাবে।
চাল – 3 কেজি
পুষ্টি যুক্ত আটা – 1.9 কেজি
গম – 2 কেজি

রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করার সহজ পদ্ধতি।

অফলাইনে কীভাবে লিঙ্ক করবেন?
পরিবারের সকল সদস্যের আধার কার্ড ও Ration card জেরক্স নিন।
যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তবে ব্যাঙ্ক পাসবুকের জেরক্সও নিন।
এর পরে, পরিবারের প্রধানের একটি পাসপোর্ট সাইজ ছবি নিন এবং রেশনের দোকানে বা ফুড ইনস্পেক্টরের অফিসে জমা দিন।

আধার ডেটাবেসের জন্য সেই তথ্য যাচাই করার জন্য আপনাকে সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট আইডি দিতে বলা হবে।
সংশ্লিষ্ট বিভাগ সমস্ত নথি পাওয়ার পরে আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার নথিপত্র সহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
এর পরে, রেশন কার্ড এবং আধার লিঙ্ক করা হলে আপনাকে জানানো হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইনে লিঙ্ক করার পদ্ধতি?
প্রথমে https://foodwb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
Link Aadhaar with active cards-এ ক্লিক করতে হবে৷
রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর লিখতে হবে।

এবার কী পরিষেবা চান, সেটা বেছে নিতে হবে।
এ ও বি অপশন দেওয়া থাকবে৷প্রথমে থাকবে আপডেট করুন আধার ও মোবাইল নম্বর।
পরে থাকবে-আপডেট অনলি মোবাইল নম্বর।
সব দেওয়া হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।

এবার নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে ওটিপি এন্টার করতে হবে।
ওটিপি দিলেই লিঙ্ক হয়ে যাবে আধার কার্ড ও রেশন কার্ড।
এছাড়াও, খাদ্যাসাথী আমার রেশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অথবা অ্যাপের নীচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল