মার্চে রাজ্যের ব্যাঙ্কে শিবরাত্রি, গুড ফ্রাইডে আর দোলে ছুটি নাকি খোলা! দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে ব্যাঙ্কের অধিকাংশ কাজ অনলাইনে হলেও অনেকের নানা কাজে যেতে হয় ব্যাঙ্কে (Bank Holiday in March)। সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যে ছুটির তালিকা হয়ে থাকে আলাদা আলাদা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Holiday List) অনুসারে রাজ্য ভিত্তিক ছুটির তালিকা প্রকাশিত হয়। এই মার্চে (২০২৪) ৯ দিনের জন্য ছুটি থাকবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক গুলি। কবে কবে কোন ছুটি, চলুন জেনে নেয়া যাক।

Bank Holiday in March in WB

মার্চ মাসেই রয়েছে মহা শিবরাত্রি, গুড ফ্রাইডে, দোল উৎসবের মতো বেশ কয়েকটি পর্ব। রাজ্য তথা সারা দেশের ব্যাঙ্কের ছুটির তালিকা নির্দিষ্ট করেই প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গত ফেব্রুয়ারী, ২০২৪ -এ সাপ্তাহিক ছুটি ছাড়া বাড়তি ছুটি ছিল মাত্র একদিনের জন্যেই। তবে মার্চে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে মিলছে বেশ কয়েকটি ছুটি। একে একে দেখে নেয়া যাক।

এবারে মার্চে থাকছে ৫টি রবিবার এবং ২ টি শনিবার তথা ৭ দিনের স্বাভাবিক ছুটি। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি ছুটি। সেগুলি কবে আর কেন, তা নিচে দেওয়া রইল। আর সারা দেশের হিসেবে বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৪ দিনের জন্য বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক।

১) ১ মার্চ (শুক্রবার):-
শুধুমাত্র আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২) ৩ মার্চ (রবিবার):
সাপ্তাহিক ছুটি। রবিবার হওয়ায় দেশের সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) ৮ মার্চ (শুক্রবার):
মহাশিবরাত্রি পড়েছে। আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রাইপুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের কাজকর্ম চলবে।

৪) ৯ মার্চ (শনিবার):
দ্বিতীয় শনিবার হওয়ায় কলকাতা-সহ ভারতের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫) ১০ মার্চ (রবিবার):
সাপ্তাহিক ছুটি। সারা দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬) ১৬ মার্চ (রবিবার):
সাপ্তাহিক ছুটি থাকবে।
৭) ২২ মার্চ (শুক্রবার):
সেদিন শুধুমাত্র পাটনা-সহ বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

টানা ৩ দিনের জন্য রাজ্যে ছুটি ব্যাঙ্ক

৮) ২৩ মার্চ (শনিবার):
চতুর্থ শনিবার। দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯)২৪ মার্চ (রবিবার):
রবিবার হওয়ায় সেদিন দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১০) ২৫ মার্চ (সোমবার):
দোলযাত্রার কারণে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়া আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা) ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, রাইপুর, রাঁচি, শিলং এবং শিমলার ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম হবে না। ছুটি থাকবে।

১১) ২৬ মার্চ (মঙ্গলবার):
ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্কে ছুটি থাকবে।
টানা তিনদিন ছুটির পরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে খোলা থাকবে ব্যাঙ্ক।
১২) ২৭ মার্চ (বুধবার):
এদিন শুধুমাত্র পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে।

১৩) ২৯ মার্চ (শুক্রবার):
গুড ফ্রাইডে’র কারণে আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, ইটানগর, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪) ৩১ মার্চ (রবিবার):
সাপ্তাহিক ছুটি। প্রতি মাসে এই রকম ব্যাঙ্ক ছুটির আপডেট পেতে দেখতে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল