Teacher Recruitment: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবারে শিক্ষক নিয়োগের বিরাট রেকর্ড গড়ে উঠল ভারতের এই রাজ্যে। পশ্চিমবঙ্গে প্রাথমিকে টেট পরীক্ষা এখন হচ্ছে নিয়ম করেই। তবে নিয়োগের দেখা পেতে মরিয়া টেট পাশ করা চাকরী প্রার্থীরা। এর মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের এই রেকর্ড রীতিমতো তাক লাগিয়ে দিল। একই সাথে 1 লক্ষ 20 হাজার এর বেশি শিক্ষক নিয়োগ দেখে চমকে গেল ভারতবাসী।
Teacher Recruitment record for 1 Lac 20 Thousand Teachers
পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ নিয়ে বেশ চর্চা হলেও এবারে রাজ্যের প্রতিবেশী রাজ্য বিহারে এক্কেবারে তাক লাগিয়ে দিল। বিহার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নিতিশ কুমার নজির গড়ে ফেললেন। রীতিমতো স্টেজ করে অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে 25 হাজার শিক্ষকদের হাতে তুলে দিলেন নিয়োগ পত্র তথা Appointment Letter. সেখানে ট্যাগ লাইন, “রোজগার কি বাহার, শিক্ষক নিযুক্তি মে ইতিহাস রচতা বিহার”।
সম্প্রতি নভেম্বরের 2 তারিখ বিরাট সমাবেশ করে চাকরীর নিয়োগ পত্র দেওয়ার কাজ সম্পন্ন হল। এক্ষেত্রে শুধুমাত্র যে বিহারের স্থানীয়রাই স্কুলের চাকরী পেল, তাই নয়। বরং বিহারের সাথে সাথে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী, মুম্বাই, ঝাড়খন্ড, ওড়িষা এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দারাও পেলেন স্কুলের চাকরী। মোট 14 রাজ্যের থেকে বিহারে শিক্ষক নিয়োগ হল এবারে। বিহার রাজ্যের এই নিয়োগে 88% বিহারে বাসিন্দা এবং বাকি 12% হচ্ছে অন্যান্য রাজ্যের বাসিন্দা। 2 কোটি 25 লক্ষ পড়ুয়াদের শিক্ষার জন্য এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হল বিহারে।
স্কুলের চাকরীর ক্ষেত্রে এই বিরাট নজির গড়ল বিহার। এই রাজ্যের শিক্ষকদের মিলবে আরও বাড়তি সুবিধা। বিহার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিলবে থাকার জন্য আবাসের ব্যবস্থা। সেক্ষেত্রে বেতনের সাথে যে বাড়ি ভাড়া ভাতা (HRA) পান অন্যান্য রাজ্যের শিক্ষকেরা। বিহার রাজ্যে এবারে এই ভাতা আর মিলবে না। বরং এর পরিবর্তে মিলবে সরকারি আবাসের সুবিধা। আর এই সুবিধা মিলবে শুধুমাত্র শিক্ষকদের।
পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের থেকে শুরু করে শিক্ষকদের সম্মিলিত সংগঠন এবং পৃথক কিছু সংগঠন মিলিত হয়ে তাঁদের বকেয়া ডিএ এর জন্য রাস্তার লড়াই এবং আইনের লড়াই চালিয়ে যাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে যেন মেঘ না চাইতেই জল। কেন্দ্রের সরকারের AICPI এর হিসেবে মিলছে 46% মহার্ঘ ভাতা। বিহার রাজ্যেও প্রাপ্তি হতে চলেছে কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা। পশ্চিমবঙ্গে মহামান্য সুপ্রিমকোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত SLP মামলার শুনানি রয়েছে। সেদিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মী থেকে শুরু করে বহু শিক্ষকেরা। প্রতিবেদন পড়ার জন্য ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন