নিজস্ব প্রতিবেদনঃ এবারে মিলবে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট আর তার সাথে আরও নতুন কিছু ভোডাফোন রিচার্জ (VI Recharge in February) অফার! আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত।
VI Recharge in February 2024
ভোডাফোন মান্থলি রিচার্জ প্যাক অফার
এক মাসের রিচার্জ প্ল্যানের মধ্যে সেরা কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেয়া যাক।
(১) ২৮ দিনের আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট এর দারুণ অফার মিলবে এই প্ল্যানে। আরও একটি দারুণ বিষয় হচ্ছে যে, এই প্ল্যানে রিচার্জ করলে প্রতিদিনের শুরু হবে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট দিয়েই। কারণ প্রতিদিন রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মিলবে হাই-স্পিড আনলিমিটেড ইন্টারনেট (12-6 am Unlimited Data)। লাগবে মাত্র ২৯৯ টাকা।
উইকেন্ড ডেটা রোলওভার
এই বিষয়টিও ভোডাফোনের রিচার্জে বিশেষ আকর্ষণ। কারণ এই সুবিধা অন্য কোন মোবাইল কম্পানিতে মেলে না। এর নাম ডেটা রোল ওভার (Internet Weekend Data Rollover)। এটি হচ্ছে এমন যে, আপনি সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন নিজের মোবাইলের অব্যবহৃত ইন্টারনেট ফেরৎ পেয়ে যাবেন প্রতি শনিবার এবং রবিবার। অর্থাৎ, আপনার প্রাপ্য সমস্ত ইন্টারনেট আপনি শনিবার এবং রবিবারে ফেরত পেয়ে যাবেন।
ডেটা ডিলাইট অফার
প্রতি মাসে ২ জিবি পর্যন্ত ইন্টারনেট মিলবে এই ডেটা ডিলাইট অফার (Data Delight)! এছাড়া অ্যাপ অনলি অফারে (App Only Offer) মিলবে অতিরিক্ত ৫ জিবি ফ্রি ইন্টারনেট তবে তা ব্যবহার করে ফেলতে হবে ৩ দিনের মধ্যেই।
এরপর ৩১৯ টাকার প্ল্যানে মিলবে ২ জিবি করে ইন্টারনেট আর তাও এক মাসের জন্য। ওপরের প্ল্যানের বাকি সুবিধা গুলিও মিলবে একই সাথে। আর ৩৫৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট আর বাকি সুবিধাও। আর ৩৬৯ টাকার প্ল্যানে ২ জিবি ইন্টারনেট এর সাথে মিলবে সনি লিভ এর ৩০ দিনের সাবস্ক্রিপশন। আর ৩৯৯ টাকায় মিলবে রোজ ২.৫ জিবি এর সাথে ডিজনি হটস্টারের ৯০ দিনের ফ্রি সুবিধা।
আরও দেখুন, এবারে জিও, এয়ারটেলকে টেক্কা দিতে 200 দিনের সুবিধা নিয়ে হাজির বিএসএনএল
আরও একটি বিষয় জানিয়ে রাখি, যাদের প্রয়োজন হয় একসাথে ইন্টারনেট সুবিধার তাঁরা নিতে পারেন ডি-মাই ফাই (Vi MiFi) ডিভাইস। এর রয়েছে একই সাথে ১০টি ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, ৬ ঘন্টার ব্যাটারি ব্যাকাপ, ১৫০ জিবি পর্যন্ত সুপার ফার্স্ট ডেটা স্পিড এবং এক বছরের ওয়ারেন্টি। এই সকল দিক থেকে ভোডাফোন, জিও কিংবা এয়ারটেল থেকে এগিয়ে রয়েছে অনেকটাই। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
বিঃদ্রঃ বিভিন্ন বিষয়ে ব্লগ লেখালিখি এর কাজের জন্য যোগাযোগ করতে পারেন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন