বিভিন্ন ব্যাঙ্কে বাড়ছে সুদের হার – আমানতকারীদের জন্য বিরাট সুযোগ! ব্যাঙ্ক, পোস্ট অফিসে অর্থ সঞ্চয় করার পাশাপাশি ভালো রিটার্ন পাওয়ার অন্যতম স্কিম হল ফিক্সড ডিপোজিট (FD) স্কিম। যে স্কিমে সাধারণ বিনিয়োগকারী সহ প্রবীণ নাগরিকদের ভালো সুদ অফার করা হয়। ঝুঁকিহীনভাবে বিনিয়োগ করা যায় এই স্কিমে। 7-10 বছর পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় এই স্কিমে। মেয়াদ পূর্তির পর সেই টাকা অনুযায়ী সুদ সমেত ভালো রিটার্ন পায় গ্রাহকরা। তাই সুদের হার সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে বেড়েছে এই ফিক্সড ডিপোজিট সুদের হার। যা গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। তাই চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কত হারে সুদ নির্ধারণ করেছে।
এসবিআই (SBI) ব্যাঙ্ক এবং আইসিআইসিআই (ICICI) ব্যাংকের (FD) সুদের হার।
সাম্প্রতিক সময়ে ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে দারুন অফার দিচ্ছে এসবিআই ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। বর্তমানে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্ক FD-তে 3.00 শতাংশ থেকে 7.10 শতাংশ হারে সুদ অফার করছে সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের জন্য অফার করছে 3.50 শতাংশ থেকে 7.60 শতাংশ পর্যন্ত।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BOB)
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সাধারণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার করা হয়েছে 4.00 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত। অপরদিকে ব্যাঙ্ক অফ বরোদা ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার নির্ধারণ করেছে 3.00 শতাংশ – 7.25 শতাংশ। প্রবীন নাগরিকদের আমানতের উপর সুদ দিচ্ছে 3.50 শতাংশ – 7.55 শতাংশ।
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) সুদের হার
অ্যাক্সিস ব্যাঙ্ক FD-তে সুদ দিচ্ছে 3.50 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত। সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের সুদের হার দিচ্ছে 3.50 শতাংশ থেকে 7.85 শতাংশ। অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্ক FD-তে সাধারণ নাগরিকদের 3.00 শতাংশ থেকে 7.25 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের 3.50 থেকে 7.75 শতাংশ পর্যন্ত এই হারে সুদ দিচ্ছে।
ইয়েস ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাংক
ইয়েস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হচ্ছে 3.25 শতাংশ থেকে 7.50 শতাংশ এবং প্রবীর নাগরিকদের সুদের হার দিচ্ছে 3.75 শতাংশ থেকে 8.25 শতাংশ পর্যন্ত। বর্তমানে কানাড়া ব্যাঙ্ক FD-তে সাধারণ গ্রাহকদের 4.00 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের দিচ্ছে 4.00 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত হারে সুদ ধার্য করা হয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এফডি-তে সাধারণ গ্রাহকদের 2.75 শতাংশ থেকে 7.20 শতাংশ হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের সুদের হার অফার করছে 3.25 শতাংশ থেকে 7.70 শতাংশ। একই সময় ইউনিয়ন ব্যাংক এফডি-তে সাধারণ নাগরিকদের সুদের হার অফার করছে 3.00 শতাংশ থেকে 7.00 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ হারে। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন