রাজ্যের সরকারি কর্মীদের ১০ শতাংশ ডিএ! জানুয়ারি থেকেই চালু

নিজস্ব প্রতিবেদনঃ বহু দিনের অপেক্ষার অবসান ঘটল রাজ্যের সরকারি কর্মীদের (Govt Employees)। কারণ আজই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তরফ থেকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের বড়দিনের উপহার ঘোষিত হল। মিলবে ১০ শতাংশ ডিএ (WB DA), আগামী জানুয়ারী থেকেই। কিন্তু অন্যদিকে আজই আবার হাইকোর্টের সম্মতি মিলেছে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার। সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টের তরফ থেকে ৩ দিনের অবস্থান বিক্ষোভের অনুমতি মিলেছে সংগ্রামী যৌথ মঞ্চের। এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

WB DA Announcement by Mamata Banerjee

বড়দিনের আগে রাজ্য বাসীকে বড়দিনের উপহার দিয়ে খুশিতে ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কদিন পরেই বড়দিন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে বড়দিনের উৎসবের প্রস্তুতি। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আজ বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে গিয়ে রাজবাসীকে একের পরে খুশির খবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বিভিন্ন পর্যটন কেন্দ্রকে নতুন রূপে সাজিয়ে তোলার ঘোষণা তো করলেনই, সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য দিলেন বিশেষ বার্তা। আসলে আজ বড়দিনের অনুষ্ঠান উদ্বোধনের সময় রাজ্য সরকারি কর্মীদের ডিএ(WB DA) নিয়ে বড় ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্মচারীরাও (WB Govt Employees) যাতে অধিক পরিমাণ ডিএ পান সেই দাবিতে আন্দোলন চলছিল দীর্ঘদিন ধরে।

অনেকেই মনে করছেন ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যক্তিরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার হয়তো তার অবসান হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ জারি করলেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গেছে আগামী পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীরা আরো ৪ শতাংশ হারে ডিএ লাভ করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত যে কোনো ব্যক্তি, অর্থাৎ বিভিন্ন অফিস কর্মচারীরা থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষক সহ শিক্ষা কর্মীরাও এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। জানা গেছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার দ্বারা উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং আরও ৫ লক্ষ পেনশন গ্রাহক।

রাজ্যের সরকারি কর্মীদের বিশেষ দিনের বিশেষ উপহার দিলেন মমতা

আজ অর্থাৎ বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ১৩ তম বড়দিন উৎসবের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখার সময় বলেন ” আজকের এই বিশেষ দিনে আমি একটি বিশেষ উপহারের কথা ঘোষণা করছি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা আমার বড়দিনের উপহার”। এই প্রসঙ্গেই তিনি মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানান।

সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের খরচ বৃদ্ধি পাবে ২ হাজার ৪০০ কোটি টাকা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের বকেয়া অনেক টাকায় এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এ প্রসঙ্গে সদ্যই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও সেরে এসেছেন।

তার বক্তব্য অনুসারে, এখনো আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাবে, যা এখনো কেন্দ্রের তরফ থেকে পাঠানো হয়নি। এরই মাঝে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্যই তিনি মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে যেহেতু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা দিনরাত নিজেদের কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন এই কারণেই তাদের সুবিধার্থে ১ জানুয়ারি থেকেই এই ৪ শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীরাই শুধু নন, রাজ্য সরকারি পেনশন ভোগীরাও এই বর্ধিত হারে ডিএ পাবেন। মুখ্যমন্ত্রীর আজকের এই ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের কর্মচারী দের সঙ্গে রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যক্তিদের মহার্ঘ ভাতার ফারাক হলো ৩৬%।

ছুটির তালিকা, রাজ্য সরকারি কর্মীদের ২০২৪ সালের ছুটির তালিকা pdf Download

ডিএ নিয়ে বিভিন্ন কর্মী সংগঠনের মতামত

তবে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে সব কর্মীরা ডিএ বৃদ্ধির আন্দোলন করছিলেন আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা বিশেষ খুশি নন। মুখ্যমন্ত্রী ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার পর যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন “মুখ্যমন্ত্রীর এই ভিক্ষা আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রী আমাদের দয়া করছেন না। কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে আমাদের আন্দোলন যথারীতি চলবে।”

এই প্রসঙ্গে আবার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন ” পাহাড় প্রমাণ বঞ্চনার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা কোনমতেই শিক্ষক কর্মচারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে না। আমাদের দাবি এআইসিপিআই অনুযায়ী সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করে দীর্ঘদিনের বঞ্চনা দূর করুক।”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজই মহামান্য হাইকোর্টের তরফ থেকে ৩০০ জনের অবস্থান বিক্ষোভ করার অনুমতি মিলেছে সংগ্রামী যৌথ মঞ্চের। সেক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহবায়ক ভাস্কর বাবুর একটি ফেসবুক ভিডিও বার্তা থেকে জানা গেছে যে, এই প্রথম তারাই নবান্নের সামনে ৩ দিনের অবস্থান কর্মসূচী করছেন। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। আন্দোলনের অর্ডার কপির pdf নিচে দেওয়া হল।

এই ৪ শতাংশ মহার্ঘ ভাতা সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন কমেন্টে। এছাড়া আমাদের হোয়াটস্যাপ গ্রুপেও যুক্ত থাকতে পারেন পাশের বাটনে ক্লিক করে। সকলে বড়দিনের উৎসবের আনন্দ উপভোগ করুন আত্নীয় বন্ধুদের সাথে। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

3 thoughts on “রাজ্যের সরকারি কর্মীদের ১০ শতাংশ ডিএ! জানুয়ারি থেকেই চালু”

  1. এই ভাবে সরকারী কর্মচারীদের মন ভোলানো যাবেনা। এটা অনুগ্রহের দান নয়, এটা কর্মচারীদের অধিকার।

    Reply

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল