আরও একটি সরকারি ছুটির বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গে! এবছরই পালন হবে, দেখুন বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদনঃ রাজ্যের সরকারি কর্মীদের জন্য নবান্নের ফিনান্স (WBFIN) দপ্তরের তরফে ছুটি সংক্রান্ত বিষয়ে আরও একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হল গত ২২ নভেম্বর, ২০২৩ তারিখ বুধবার। জগদ্ধাত্রী পুজোর মধ্যেই আরও একটি নতুন ভাবনা সরকারের। পার্শ্বনাথের রথযাত্রা উৎসব উদযাপন করা নিয়ে নতুন ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকার তথা রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম প্রকাশ করেছে রাজ্যের ফিনান্স দপ্তরের অডিট শাখা থেকে। সেক্ষেত্রে কী থাকবে সরকারি ছুটি, জেনে নিন। সরাসরি দেখে ডাউনলোড করে নিন সরকারি বিজ্ঞপ্তি।

ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের আগামী বছর তথা ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত ছুটির তালিকাতে ইতিমধ্যেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুসারে ২ টি নতুন ছুটির অন্তরভুক্তিকরণ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে, সেই ছুটি ২ টি হচ্ছে করম পুজো এবং সব-ই-বরাত। তবে এবারে আরও একটি অনুষ্ঠান পালন করার বিষয়ে জারি হল ফিনান্স দপ্তরের (WBFIN) সরকারি বিজ্ঞপ্তি। কী বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে! এবারে কী তাহলে মিলবে আরও একটি অতিরিক্ত ছুটি! চলুন, জেনে নেয়া যাক।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অক্টোবর মাসের পর নভেম্বর মাসেও বেশ কয়েকটি ছুটি রয়েছে তালিকায়। এবার আরও একটি নতুন ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর, নবান্ন। ২৭ নভেম্বর ছুটির সম্বন্ধে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত ২১ অক্টোবর, ২০২২ শুক্রবার তারিখে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ছুটির তালিকা অনুসারে ইতিমধ্যেই ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে। সেই ছুটির বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে, “No. 4331-F(P2), Dated 21.10.2022”।

পার্শ্বনাথ রথযাত্রা উপলক্ষ্যে ছুটির মেমোরেন্ডাম

তবে এবার এর পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ঐদিন অর্থাৎ ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ সোমবার গুরু নানকের জন্মদিনের পাশাপাশি পার্শ্বনাথের রথযাত্রা উৎসব পালন করা হবে। তবে যেহেতু আগামী ২৭ নভেম্বর, ২০২৩ তারিখে সোমবার ইতিমধ্যেই রয়েছে ছুটি, তাই নতুন করে এর জন্য কোন ছুটি যুক্ত হচ্ছে না লিস্টে।
সরকারি বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Memorandum Download

আরও দেখুন, রাজ্যের আগামী বছরের ছুটির তালিকা

তবে পরবর্তী বছর গুলিতে যদি গুরু নানকের জন্মদিন এবং পার্শ্বনাথের রথযাত্রা দুটি আলাদা দিনে পড়ে, তবে হয়তো আরো একটি অতিরিক্ত দিন ছুটি থাকতে পারে রাজ্যের ছুটির তালিকায়। তবে এই বিষয়ে আরও আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের হোয়াটস্যাপ গ্রুপে। ধন্যবাদ।Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল