নিজস্ব প্রতিবেদনঃ আয়কর দপ্তরের অনলাইনে আয়কর (New Tax Regime) ফাইল করার সময় এসে গেছে। নতুন অপশন চালুও হয়েছে। তবে অনেকেই ভাবছেন, যে কোন রেজিমে মিলবে সবথেকে বেশি সুবিধা! ওল্ড রেজিমে নাকি নিউ টাক্স রেজিমে। এই বিষয়ে জেনে নেয়া যাক নতুন ট্যাক্স রেজিমে মিলবে কোন কোন সুবিধা!
Best 11 Tax Benefits in New Tax Regime
এবারের ট্যাক্স রেজিমে (New Tax Regime) অনেক কিছু বদল হয়েছে, যেগুলি নিয়ে আমরা আগেই প্রতিবেদন করেছি। সেখানে গিয়ে সমস্ত বিষয়গুলি জেনে নিতে পারবেন। আর এবারে আমরা নতুন ট্যাক্স রেজিম অনুসারে যা যা সুবিধা মিলবে, তা দেখে নেই একে একে।
(১) পুরানো ট্যাক্স রেজিমে যেমন স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন বা ছাড় মিলতো ৫০ হাজার টাকা, এবারের নতুন ট্যাক্স রেজিমের আওতায় মিলবে সেই একই সুযোগ। অর্থাৎ ২ টি ট্যাক্স রেজিম অনুসারেই ৭ লক্ষ টাকা পর্যন্ত কোন রকমের আয়কর দিতে হচ্ছে না। ৭ লক্ষ ৫০ হাজার টাকা হয়ে গেলেও যেহেতু ৫০ হাজার টাকা ছাড় মিলবে, সেক্ষেত্রেও কোন রকমের আয়কর দিতে হবে না।
(২) ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ছাড়ঃ-
যারা যারা এই ফ্যামিলি তথা পারিপারিক পেনশন ভোগ করছেন, তাদের জন্য এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এক্ষেত্রে নতুন ট্যাক্স রেজিমে ১৫ হাজার টাকা বা মোট পেনশনের ৩৩.৩৩% এর মধ্যে যেটি কম হবে, সেটি পরিমাণ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ছাড় পাওয়া যাবে।
(৩) ৮০ সিসিডি (২)ঃ-
এক্ষেত্রে এনপিএফ (NPF) এ যদি কোন কর্মী বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আরও ৫০ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। অর্থাৎ আগের হিসেবে ৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত কোন ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছিল না। এবারে আরও ৫০ হাজার টাকা অর্থাৎ ৮ লক্ষ টাকা পর্যন্ত কোন ধরনেরায়কর জমা করতে হচ্ছে না।
(৪) ৮০ সিসিএইচঃ-
পয়লা নভেম্বর ২০২২ তারিখে বা তার পরে যদি গেই অগ্নিবীর করপাস ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই জমা করা অর্থ সম্পূর্ণ পরিমাণে ট্যাক্স ফ্রি হবে। এই সুযোগের কথা জানেন না অনেকেই। তাই আপনি বা আপনার চেনা জানা কেউ এই গ্রুপে থেকে থাকলে তাদের বিষয়টি সম্পর্কে অবশ্যই অবগত করে দেবেন।
(৫) গৃহ নির্মাণ লোনের সুদঃ-
হাউজ বিল্ডিং লোন এর ক্ষেত্রে সুদের হারে ছাড়! অধিকাংশ মানুষের এটা ধারণা রয়েছে যে, হাউজ বিল্ডিং লোনের ক্ষেত্রে কোন ছাড় পাওয়া যাবে না। বিষয়টি অনেকটা অর্ধসত্য। একটু বিস্তারিত আলোচনা করে নেয়া যাক।
হাউজ বিল্ডিং লোণ নেওয়া হয় আর যদি সেটি সেলফ অকুপাইড হয়, অর্থাৎ নিজের অধীনে থাকে তাহলে কোন ছাড় পাওয়া যায় না। কিন্তু সেই বিল্ডিং যদি লেট আউট হয়, সেক্ষেত্রে যে টাকা রেন্ট বা ভাড়া হিসেবে পাওয়া যায় তার থেকে আপনার হাউজ বিল্ডিং লোন এর সুদ বাদ যাবে।
আর এক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। অর্থাৎ এই অপশন যুক্ত করলে দেখা যাচ্ছে যে, আগের ৮ লক্ষ আর এই ২ লক্ষ মিলিয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত কোন আয়কর দিতে হচ্ছে না।
নতুন ট্যাক্স রেজিমে আরও সুবিধা
(৬) ভাড়া সংক্রান্ত ছাড়ঃ-
নতুন ট্যাক্স রেজিমে বাড়ি ভাড়া সংক্রান্ত ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকার ওপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আগেও এমন ছাড় পাওয়া যেত। এর জন্য কোন নথি দিতে হবে না।
(৭) ৮৭ এঃ-
আগে ১২ হাজার ৫০০ টাকার একটি ছাড় পাওয়া যেত। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বছর থেকে ৮৭ এ ধারা অনুসারে তা বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এর কারণে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপরে কোন আয়কর দিতে হবে না।
(৮) কৃষি আয়ঃ-
আগে দেখা যেত যে, কৃষি ক্ষেত্রে কোন ইনকাম সম্পূর্ণভাবে আয়কর মুক্ত ছিল। নিউ ট্যাক্স রেজিম অনুসারেও এই ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
(৯) রিটায়ারমেন্ট বেনিফিটঃ-
রিটায়ারমেন্ট এর পরে যে ধরণের সুবিধা মেলে যেমন ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, লিভ এনক্যাশমেন্ট এর সুবিধা মিলবে এই নতুন ট্যাক্স রেজিমে।
(১০) ডিডাকশন আন্ডার ৫৪ঃ-
কোন ধরণের সম্পত্তি বিক্রি করলে ফের আবার ১২ মাসের আগে বা ২৪ মাসের মধ্যে আবার কোন সম্পত্তি কিনে নেয়া হয়, সেক্ষেত্রে এই ধারা অনুসারে ছাড় পাওয়া যেত। এছাড়া যদি কোন আরএসি বন্ড বা কোন ক্যাপিটাল গেইন এফডি কেনা হয়, সেক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। এই নিয়ে চিন্তার কোন বিষয় নেই। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Kolkata.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন