নিজস্ব প্রতিবেদনঃ বছরের শেষ মাস ডিসেম্বর, অনেকেই থাকেন ছুটির মেজাজে। এর মধ্যেই অনেকের আর্থিক বিষয়ে ব্যাঙ্কে যেতে হয় নানা কাজে। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং চালু হয়ে যাবার ফলে অনেকেই এই বিষয়ে বেশ নিশ্চিন্ত। তবে ডিসেম্বর, ২০২৩ এর ক্ষেত্রে RBI নির্দেশিত ছুটির তালিকা অনুসারে সারা দেশে মোট ১৮ দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday in December)। সাথেই থাকছে ব্যাঙ্ক ৬ দিনের ব্যাঙ্ক ধর্মঘট। কবে কী করবেন, দেখে নিন।
ডিসেম্বরে সারা দেশের বিভিন্ন রাজ্যে কোন দিনে কি কারণে ছুটি থাকবে, তা নিচের তালিকা থেকে স্পষ্ট। তবে লিস্টে দেখা যাচ্ছে যে, আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত একটানা বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি ছুটি ব্যতিত অন্য দিনে সেরে ফেলুন। আর খুব প্রয়োজন হলে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি পদ্ধতির মাধ্যমে সেরে ফেলতে পারবেন।
ব্যাঙ্ক ধর্মঘটের নোটিস (Bank Holiday in December)
তারিখ | ছুটির কারণ | কোন রাজ্যে ছুটি |
১ ডিসেম্বর | রাজ্য উদ্বোধন দিবস | অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড |
৩ ডিসেম্বর | রবিবার (সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
৪ ডিসেম্বর | সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফেস্টিভ্যাল | গোয়া |
৯ ডিসেম্বর | দ্বিতীয় শনিবার(সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
১০ ডিসেম্বর | রবিবার (সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
১২ ডিসেম্বর | পা-টোগান নেংমিঞ্জা সাংমা | মেঘালয় |
১৩ ডিসেম্বর | লোসুং/নামসুং | সিকিম |
১৪ ডিসেম্বর | লোসুং/নামসুং | সিকিম |
১৭ ডিসেম্বর | রবিবার (সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
১৮ ডিসেম্বর | ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী | মেঘালয় |
১৯ ডিসেম্বর | স্বাধীনতা দিন | গোয়া |
২৩ ডিসেম্বর | চতুর্থ শনিবার(সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
২৪ ডিসেম্বর | রবিবার (সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
২৫ ডিসেম্বর | ক্রিসমাস | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
২৬ ডিসেম্বর | ক্রিসমাস | মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয় |
২৭ ডিসেম্বর | বড়দিন | নাগাল্যান্ড |
৩০ ডিসেম্বর | ইউ কিয়াং নাংবাহ | মেঘালয় |
৩১ ডিসেম্বর | রবিবার (সাপ্তাহিক ছুটি) | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) ডিসেম্বর মাসে ৬ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই ধর্মঘট বিভিন্ন দিন কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি। ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ড ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪ ডিসেম্বর বন্ধ থাকবে। Bank of India এবং Bank of Baroda ৫ ডিসেম্বর বন্ধ থাকবে, ৬ ডিসেম্বর বন্ধ থাকবে কানাড়া ব্যাংক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোলকাতায় কবে কবে ছুটি, সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন, নতুন আর ফাটাফাটি প্ল্যান আনলো LIC! ৫ বছর টাকা জমান আর আজীবন রিটার্ন
৭ ডিসেম্বর UCO ও Canara Bank ব্যাঙ্ক হরতালের কারণে বন্ধ থাকবে। Bank of Maharashtra ও Union Bank ৮ ডিসেম্বর বন্ধ থাকবে। এছাড়াও ১১ ডিসেম্বর অন্যান্য সব বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমন আরও আপডেট পেতে পাশে থাকা বাটনে ক্লিক করে আমাদের WhatsApp Group -এর সাথে যুক্ত হন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন