নিজস্ব প্রতিবেদনঃ হাতে মাত্র পাঁচ হাজার টাকা নিয়েই শুরু করে ফেলুন এই ব্যবসা (New Business Idea)। মাত্র কয়েক মাসের মধ্যে রোজগার করতে পারবেন দ্বিগুণ টাকা। কথায় আছে চাকরি হোক কী ব্যবসা, দিনের শেষে রোজগারটাই হল আসল। দেশ ও রাজ্যে চাকরির অভাব ক্রমশ উর্ধ্বমুখী। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের হার। সরকারি চাকরির অভাবে বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছেন চাকরিপ্রার্থীরা।
New Business Idea for great income
আর বেসরকারি অফিসের হাড়ভাঙা খাটুনির পর মাস গেলে মিলছেনা মনোপযোগী অর্থ। তাই ক্রমে চাকরি ছেড়ে ব্যবসা শুরুতে আগ্রহী হচ্ছেন অনেকে। ইদানিং এমন কিছু ব্যবসা আছে যেখানে স্বল্প পুঁজি বিনিয়োগ করেই মাস গেলে ভালো অর্থ রোজগার করা যায়। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি ব্যবসার সুলুক সন্ধান দেওয়া হল। বাঙালি মানেই খাদ্যরসিক। আর শুধু বাঙালিরা নন, ফুড স্টলে লাইন পড়ে হাজার হাজার মানুষের। চালু ও অন্যতম লাভজনক ব্যবসার মধ্যে একটি হল খাবারের ব্যবসা।
স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Unique Business) থেকে ইনকাম হতে পারে মোটা অঙ্কের টাকা। এরকম ব্যবসার ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন মোমোর ব্যবসা (Momo Business and shop)। এই ব্যবসার গ্রাফ ক্রমশ বাড়ছে। ব্যবসা শুরুর জন্য আপনার লাগবে মাত্র পাঁচ হাজার টাকা। এছাড়া লাগবে একটি জায়গা ও আপনার পরিশ্রম। একদা পাহাড়ি এলাকার এই খাবার এখন কলকাতা শহরে সবচেয়ে জনপ্রিয়। শুধুমাত্র স্টিম মোমো নয়, নিত্য নতুন রেসিপি বানানো যায় মোমোর সঙ্গে জুড়ি বেঁধে। ব্যবসার শুরুতে একটি গ্যাস ওভেন, স্টিমার ও মোমো তৈরির উপকরণ কিনতে হবে।
আপনি যদি এই ব্যবসাকে প্রাথমিকভাবে ছোট রেস্টুরেন্টের আকার দিতে চান তাও পারেন আবার হোম ডেলিভারির মাধ্যমে ও বাড়ি বাড়ি পৌছে দিতে পারেন এই খাবার। মোমো ব্যবসা থেকে দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার করা সম্ভব। আবার, উৎসবের মরশুমে রোজগার বেড়ে যেতে পারে কয়েক গুণ। ব্যবসা বড় করার জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন।
মোমোর ব্যবসা ভালো করে দাঁড়িয়ে গেলে মাস গড়ালে লাখ খানেক কী আরও বেশি টাকা রোজগার করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে আপনার দোকানের খাবারের খাদ্যগুণ অবশ্যই ভালো হতে হবে। আর চাহিদা বাড়লে ক্রমশ বড় হবে ব্যবসা। এছাড়া আপনার মোমোর ব্যবসার সঙ্গে যুক্ত করতে পারেন আরও অন্যান্য খাবারের আইটেম-ও। সাধারণত অধিকাংশ দোকানদার-ই এখন এই পথ অনুসরণ করছেন। এতে বাড়তি রোজগার আসার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন