নিজস্ব প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্য গুলির ডিএ ঘোষণা হয়েই চলেছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA মিলবে বছর বছর, তবে তার পরিমাণ ৩ শতাংশই। তবে আগামী ২০২৪ থেকেও কি মিলবে ঐ হারেই, সেই বিষয়ে এখনো কোন সরকারি ঘোষণা হয় নি। তবে রাজ্যের সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের প্রাপ্য ডিএ পাবার দাবী সংক্রান্ত মামলা মহামান্য সুপ্রিম কোর্টে। আবার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে তাঁদের প্রাপ্য মাত্র ৬% হারেই। এই নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চের নানা আন্দোলন। এর সাথেই তাঁদের দাবীতে স্থান পেয়েছে রাজ্যের সমস্ত সরকারি শূন্য পদে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ইত্যাদি দাবী। তবে এবারে তাঁদের আন্দোলনের একটি পদক্ষেপে সায় দিল না মহামান্য কোলকাতা হাইকোর্ট।
DA আন্দোলনে ধাক্কা! ফেরালো কলকাতা হাইকোর্ট
ডিএ আন্দোলনকারীদের সভা কর্মসূচিতে সায় দিল না কলকাতা হাইকোর্ট। নবান্ন বাসস্ট্যান্ডে সভা করার অনুমতি পেল না সংগ্রামী যৌথ মঞ্চ। এবার কী তবে ভিন্ন পথে পরিচালিত হবে আন্দোলন? শুরু হলো আলোচনা। মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তপ্ত রাজ্য, রাজনীতি। ডিএ বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে একজোট হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা(DA) বৃদ্ধি হোক, নিয়োগ দুর্নীতিমুক্ত হোক। কিন্তু কর্মীদের দাবি কর্ণপাত করছে না সরকার।
এদিকে, হাল ছাড়তে নারাজ সরকারি কর্মীরাও। আন্দোলনকারী দের হুঁশিয়ারি, ডিএ আন্দোলনের আঁচ বাড়বে। কিন্তু এসবের মধ্যেও বিরাট ধাক্কা খেলেন রাজ্য ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি রাজ্যের ডিএ আন্দোলনকারী দের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নবান্ন বাসস্ট্যান্ডে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল সরকারের কাছে। তাঁদের দাবি ছিল, যে তাঁরা ১৯ থেকে ২২ ডিসেম্বর ওই স্থানে সভা করবেন। কিন্তু তাঁদের এই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
এ বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, আন্দোলনকারীরা হাওড়ার যে জায়গায় সভা করবেন বলে আবেদন জানিয়েছেন, সে জায়গা সারাবছর যথেষ্ট ব্যস্ত থাকে। তাই সেখানে সভা করার অনুমতি দেওয়া সমস্যার। বিচারপতি বলেন, আপনারা ময়দানে প্রতিবাদ করছেন তা যুক্তিযুক্ত। কিন্তু কর্মব্যস্ত পথ আটকে সভা করলে তাতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। আর তাই সবদিক বিবেচনা করেই আবেদন খারিজের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। যদিও বিচারপতি এ নিয়ে আবারও মামলা দায়ের করার করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি, চলতি ডিসেম্বর জুড়েই প্রতিবাদ কর্মসূচি ডাকবেন তাঁরা।
আরও দেখুন, সরকারি কর্মীদের ডিএ – সাফ জানিয়ে দিলেন মমতা! বাড়তি প্রাপ্তি রাজ্যে, বিস্তারিত দেখুন।
আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্নের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ ডাকা হবে। এই চারদিন ধরেই প্রতিবাদ জানাতে একজোট হবেন সরকারি কর্মীরা। ডিসেম্বর পেরোলে জানুয়ারিতেও প্রতিবাদ মিছিল ডাকবেন তাঁরা। জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই মিছিল শুরু হবে শিয়ালদা, হাওড়া, হাজরা মোড় থেকে। আন্দোলনকারী দের কথায়, প্রতিবাদ তাঁরা চালিয়ে যাবেন। তবে তাঁদের সভা কর্মসূচিতে হাইকোর্ট অনুমতি না দেওয়ায় খানিকটা হতাশ সরকারি কর্মীবর্গ। তবে কী অন্য পথে গড়াবে রাজ্যের ডিএ আন্দোলন? হাইকোর্টের অনুমতি না মেলায় তবে কী ভিন্ন পথে হাঁটবেন সরকারি কর্মীরা(Govt Employees)? গোটা বিষয়টি নিয়ে শুরু হলো জোরদার আলোচনা। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন