নিজস্ব প্রতিবেদনঃ ১৪.২ কেজি রান্নার গ্যাসের দামে (LPG Gas Price) তো আগেই লেগেছে চমক! গ্যাসের দাম কমার সাথে সাথে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকদের বেড়েছে ভর্তুকি। এবারে ফের কমলো গ্যাসের দাম। নতুন দাম হিসেবে কোন শহরে কত দাম, সাথেই গ্যাস বুকিং করার নানা পদ্ধতি জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।
LPG Gas Price reduced again
নতুন বছরের আগেই দারুন সুখবর এলো এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য। নতুন বছর থেকেই কমে যাচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price)। তবে যে গ্যাসের দাম কমছে সেটি হলো বাণিজ্যিক গ্যাস। ১৯ কেজি সিলিন্ডারের এই বাণিজ্যিক গ্যাস কোনো গৃহস্থ বাড়ির রান্নাঘরের জন্য ব্যবহার করা হয় না। বছরের একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়ে ২২ ডিসেম্বর অর্থাৎ আজ ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করা হলো।
স্বাভাবিক ভাবেই এই ঘোষণার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের। বর্তমানে নতুন ঘটনার দ্বারা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৯.৫০ টাকা। দেখে নেওয়া যাক দাম কমার পর কোন স্থানে এই গ্যাসের সর্বশেষ মূল্য কত হলো।
- ১) কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৮ টাকা। দাম কমার পর এখন তা হলো ১৮৬৮.৫০ টাকা।
- ২) রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগে ছিল ১৭৯৬.৫০ টাকা। এখন এটির দাম হলো ১৭৫৭ টাকা।
- ৩) আগে মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪৯ টাকা। যা এখন কমে হয়েছে ১৭১০ টাকা।
- ৪) চেন্নাইয়ের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১৯২৯ টাকা। যা বর্ধিত মূল্যে আগে ছিল ১৯৬৮ টাকা।
যদিও গৃহস্থ গাড়িতে রান্নার জন্য ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার এবং উজ্জ্বলা যোজনার মাধ্যমে পাওয়া গ্যাস সিলিন্ডারের যান কমার বিষয়ে এখনো কোনো সুখবর শোনা যায়নি। প্রায় ১৬ মাস পর আগস্ট মাসের 200 টাকা দাম কমেছিল এই গৃহস্থ গ্যাসের। বর্তমানে কলকাতায় এর দাম সিলিন্ডার প্রতি ৯২৯ টাকা।
দিল্লিতে ৯০৩ টাকা, মুম্বাইতে ৯০২.৫০ টাকা এবং চেন্নাই তে ৯১৮.৫০ টাকা। সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগেই সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য ঘরোয়া গ্যাসের দামও কমতে পারে বলে আশায় দিন গুনছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা।
আরও পড়ুন, আধারে নতুন মেসেজ! জন্ম তারিখ প্রমাণ করতে লাগবে অন্য নথি
প্রসঙ্গত, গ্যাস বুকিং করতে আগে বেশ ঝামেলাই পোহাতে হত। কিন্তু এখন এই বুকিং করা যায় অনেক ভাবে। সেক্ষেত্রে বেশ প্রচলিত পদ্ধতি গুলি হচ্ছে – IVRS Mode, Online Mode, Visiting the Distributor Agency, Mobile App, SMS Mode, Payment Apps. আর এখন পেমেন্ট করার জন্য তেমন কোন ঝামেলাও নেই। অফলাইন মোডের সাথে সাথে অনলাইন মোডেও পেমেন্ট করা যায় গ্যাসের টাকা। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন