বাইক, গাড়ি চালানোর আগে লাগবে কী এই সার্টিফিকেট! কীভাবে পাবেন, দেখুন স্টেপ বাই স্টেপ

নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে বাইক হোক বা গাড়ি, অধিকাংশ মানুষের কাছেই একটি শখের বিষয়ে। তবে এবারে এই যানবাহনের অথরাজেশন (Driving Authorization Letter) পাওয়া হয়ে গেল আরও সহজ। রাজ্যের তরফ থেকে চালু হয়েছে নতুন পোর্টাল। সেখান থেকে মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই নথি। কীভাবে কি করবেন, একে একে জেনে নেয়া যাক।

Driving Authorization Letter Online in WB

আজকাল অনেকেই আছেন যারা নিজস্ব বাইক রাখতে পছন্দ করেন। তবে নিজস্ব বাইক থাকুক বা পরিচিত অন্য কারোর কাছ থেকে বাইক নিয়ে চালিয়ে কোথাও যান এই দুই ক্ষেত্রেই প্রয়োজন হয় বাইকের অথোরাইজেশন লেটার (Driving Authorization Letter)। বিশেষ করে অন্য কারোর বাইক নিয়ে যদি বেরোনো হয় সে ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাইকের অথোরাইজেশন লেটারটি।

সেই অথোরাইজেশন লেটারটিতে সমস্ত রকমের প্রমাণ এবং ছবি সহ লেখা থাকবে বাইকটি কার এবং কাকে চালাতে দেওয়া হয়েছে। অনেক সময় এই ধরনের বাইক চালকদের অথোরাইজেশন লেটার না থাকার কারণে পুলিশের কাছে ধরা পড়তে হয় এবং অনেক টাকা ফাইন দিতে হয়।

এই ফাইন থেকে বাঁচতে সাধারন মানুষ যাতে সহজেই অথোরাইজেশন লেটার পেয়ে যান সেই বিষয়টি নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল তৈরি করা হয়েছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ বৈধ একটি অথোরাইজেশন লেটার বাইক চালকরা পেয়ে যেতে পারেন সহজেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাত্র ১০০ টাকা খরচ করেই অনলাইনে মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (WB Govt.) তরফ থেকে প্রদান করা একটি বৈধ অথোরাইজেশন লেটার (Driving Authorization Letter) পেয়ে যাবেন বাইক চালকরা। এই লেটার সহ অপর কোন ব্যক্তির বাইক চালালে পুলিশ ধরলেও আপনি ছাড় পেয়ে যাবেন।

বৈধ অথোরাইজেশন লেটার ছাড়া বাইক চালালে যদি পুলিশের হাতে ধরা পড়েন সে ক্ষেত্রে দু হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ফাইন, এমনকি দুই বছরের জেল পর্যন্ত হতে পারে। তাই এই ধরনের শাস্তির হাত থেকে বাঁচতে সরকারি ভাবে তৈরি করা পোর্টাল – anumodan. এই পোর্টালের মাধ্যমে কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে সহজেই এই লেটারটি তৈরি করে নেওয়া যেতে পারে। দেখে নিন সেই পদ্ধতি গুলি।

স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখুন – অথরাইজেশন লেটার

১) নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন নামক একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) রেজিস্টার করার জন্য যার নামে গাড়িটি রয়েছে তার আধার কার্ড নম্বর বসাতে হবে। এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি সঠিক ভাবে বসিয়ে পরবর্তী পেজে যেতে হবে।

৩) এরপর লগ ইন এবং ভেরিফাই অপশনে ক্লিক করলে যে পেজটি খুলবে সেখানে গাড়িটি জেনে চালাবেন তার আধার নম্বর দিতে হবে এবং আবারও একবার ওটিপি আসবে মোবাইল নম্বরে।

৪) এরপর যে পেজটি আসবে সেখানে ড্রাইভিং লাইসেন্স সহ আরো বিস্তারিত গাড়ি সম্পর্কিত বিবরণ গুলি আপনাকে দিতে হবে। এবং আপনাকে নিজের ফটো আপলোড করতে হবে।

৫) এরপর সাবমিট করলেই আপনার সামনে ডিজিটাল ভাবে তৈরি হওয়া বৈধ এ লেটারটি দৃশ্যমান হবে। এবং আপনাকে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। এই কাজগুলি করলেই আপনি সরকারি ভাবে প্রদত্ত অথোরাইজেশন লেটার পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন পরিস্থিতিতে আপনার গাড়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে?

নিয়ন্ত্রন, নজরদারি এবং মোটর যানবাহন আইন ও বিধিসমূহ বলবৎ করার জন্য এনফোর্সমেন্ট উইং তার নিজের বিভিন্ন অফিসার ও কর্মী নিয়োগ করে থাকে। তাঁরা কেউ আপনাকে রাস্তায় চলার পথে থামাতে পারে। আপনাকে নিম্নলিখিত নথিগুলির আসল কপি দেখাতে বলা হতে পারে। সেক্ষেত্রে যে যে নথি বা তার তথ্য জানাতে হবে তার লিস্ট নিচে দেওয়া হল।

ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশান সার্টিফিকেট,ইনসিওরেন্স সার্টিফিকেট,দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট,পারমিট (শুধুমাত্র বাণিজ্যিক যানবাহন জন্য),ফিটনেস সার্টিফিকেট (শুধুমাত্র বাণিজ্যিক যানবাহন জন্য),রোড ট্যাক্স রসিদ।

১। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র ছাড়া গাড়ি চালানো –  ধারা ১১৫(৭)/১৯০(২),
২। পণ্য পরিবহনের গাড়িতে মাত্রাতিরিক্ত বোঝা চাপানো -১১৩/১৯৪,
৩। আজ্ঞাপত্র (পারমিট) বিহীন বা আজ্ঞাপত্রে উল্লিখিত শর্ত লঙ্ঘন – ৬৬/১৯২-এ,
৪। নিবন্ধনবিহীন (Without registration)গাড়ি চালানো – ৩৯/১৯২,
৫। বীমাবিহীন গাড়ি চালানো – ১৪৬/১৯৬,৬। সক্ষমতা শংসাপত্র (ফিটনেস সার্টিফিকেট) বিহীন গাড়ি চালানো – ৫৬/১৯২ এবং ৩৯/১৯২।

কারণ ধারা
লালবাতিতে না থামা১১৯/১৭৭
ট্রাফিক সঙ্কেত অমান্য করা১১৯/১৭৭
প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বেঠিক পার্কিং১২২/১৭৭
হেলমেট বিহীন গাড়ি চালানো১২৯/১৭৭
নাম্বারপ্লেটের বেঠিক প্রদর্শন সিএমভিআর৫০/১৭৭
ত্রুটিপূর্ণ নাম্বারপ্লেটসহ গাড়ী চালানো সিএমভিআর৫০/১৭৭
স্টপলাইন অমান্য করা সিএমভিআর১১৩(১)/১৭৭
অ-স্বীকৃত ব্যক্তির উপর গাড়ীচালনা ন্যস্ত করা৫/১৮০
অপ্রাপ্তবয়স্ককে দিয়ে গাড়ী চালানো৪/১৮১
১০লাইসেন্সবিহীন গাড়ি চালানো৩/১৮১
১১অত্যধিক গতিতে গাড়ি চালানো১১২ / ১৮৩(১)
১২বিপজ্জনকভাবে গাড়ি চালানো১৮৪

আরও দেখুন, বাড়তি ওজন কমানোর সহজ উপায়, শরীর ও মন থাকবে সুস্থ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Written by Joyeeta Mukherjee.
For, What’s Up Bengal

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল