নিজস্ব প্রতিবেদনঃ NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম ২০০৪ সালে শুরু হয়েছিল। প্রাথমিক দিকে এই স্কিম কেবলমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু এই স্কিমের জনপ্রিয়তা দেখার পর ২০০৯ সালে NPS কে সকলের জন্য চালু করে দেওয়া হয়। অর্থাৎ এই সময় থেকেই সকলে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ শুরু করার সুযোগ পান। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত NPS -এ ৫০ টির বেশি পরিবর্তন এসেছে। কিন্তু আজকের প্রতিবেদনে আমরা কেবলমাত্র এই স্কিমের ১২ টি পরিবর্তনের কথা বলব। এই পরিবর্তনগুলি ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছে। PFRDA -এর সাইটে পেতে পারেন আরও তথ্য।
১. অনলাইন এক্সিট :-
এখন থেকে আপনারা স্ব-ঘোষণা পত্রের মাধ্যমে NPS থেকে এক্সিট করতে পারবেন। এর আগে অনেক ফর্ম পূরণ করতে হত। এছাড়া এখন থেকে আপনারা অনলাইনে এক্সিট করতে পারবেন। আগে এই প্রসেস কেবলমাত্র অফলাইনেই সীমাবদ্ধ ছিল।
২. হাইয়ার এক্যুইটি অ্যালোকেশন :-
এখন আপনারা চাইলে এক্যুইটিতে সর্বাধিক ৭৫ শতাংশ বিনিয়োগ করতে পারবেন। আপনারা এই বিনিয়োগ ৬০ বছর বয়সেও করতে পারবেন।
৩. সিস্টেমেটিক লামসাম উইথড্র :-
আপনারা চাইলে ১৫ বছরের জন্য ৬০ শতাংশ করপাস ট্যাক্স ফ্রি পেনশন ইনকামে পরিবর্তন করতে পারবেন। সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক যেভাবে এই পেমেন্ট আপনি নিতে চান, নিতে পারবেন।
৪. ইনভেস্টমেন্ট ট্র্যাকিং :-
Digilocker এর মাধ্যমে এখন থেকে আপনারা NPS -এর ইনভেস্টমেন্ট স্টেটাস সহজেই দেখতে পারবেন।
৫. টার্ন অ্যারাউন্ড টাইম অর্থাৎ TAT :-
আগে NPS -এ উইথড্র করতে ৪ দিন সময় লেগে যেত। কিন্তু এখন এই কাজ ২ দিনের মধ্যেই হয়ে যাবে।
৬. D-remit :-
এখন আপনারা একইদিনে এনিমি পেয়ে যাবেন। এর কারনে আপনারা চাইলে NPS অ্যাকাউন্টের সাথে SIP একাউন্ট সেটআপ করে নিতে পারবেন।
৭. NPS -এ বিনিয়োগ :-
আগে আপনারা NPS -এ ক্রেডিট কার্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারতেন। কিন্তু এই নিয়মে সম্প্রতি পরিবর্তন এসেছে। তবে এই নিয়ম কেবলমাত্র tier II অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। কিন্তু বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই নিয়ম tier I অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে আপনারা চাইলে UPI এর মাধ্যমে QR কোড স্ক্যান করে বিনিয়োগ করতে পারবেন।
৮. NPS উইথড্রল :-
৬০ বছর বয়স হওয়ার পর বিনিয়োগকারী NPS থেকে লামসাম হিসেবে ৬০ শতাংশ তুলতে পারবেন। যেটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হবে। আর বাকি ৪০ শতাংশ অ্যানুইটি কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে।
৯. প্রিম্যাচিওর উইথড্র :-
NPS -এ বিনিয়োগকারীরা বিনিয়োগ শুরুর ৩ বছর পর তাঁদের পেনশনের টাকা তুলে নিতে পারবেন। আগে বিনিয়োগ শুরুর ১০ বছর পর এই সুবিধা পাওয়া যেত। তবে বিনিয়োগকারী কেবলমাত্র নিজের বিনিয়োগের পরিমাণ থেকে ২৫ শতাংশ তুলতে পারবেন। আপনার কোন কর্মচারী যদি একসাথে বিনিয়োগ করেন, তাহলে আপনি তাঁর বিনিয়োগ থেকে কোন টাকা তুলতে পারবেন না।
আরও দেখুন, ব্যাঙ্কে কী ২ দিন ছুটি থাকবে প্রতি সপ্তাহে, দেখুন
১০. NPS -এর যেকোন সমস্যার সমাধান :-
NPS বিনিয়োগ ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি এখন থেকে সরাসরি কমপ্লেইন করতে পারবেন। আর সেই ব্যাপারে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. ফান্ড ম্যানেজার বাছাই :-
এক্যুইটি, গর্ভমেন্ট বন্ড ও কর্পোরেট বন্ডের জন্য আলাদা আলাদা ফান্ড ম্যানেজার বেছে নিতে পারবেন। কিন্তু AIF এর ক্ষেত্রে আপনি আলাদা করে ফান্ড ম্যানেজার বেছে নিতে পারবেন না।
১২. পেনি ড্রপ :-
এখন থেকে NPS -এ পেনি ড্রপ এক্সিট বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা প্রিম্যাচিওর উইথড্র করুন বা এক্সিট করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে ১ টাকা পাঠিয়ে দেখা হবে। এই প্রসেস স্বচ্ছভাবে হলেই বাকি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন